মুম্বই : পুরো পৃথিবীর কাছে তিনি চন্দন রায় সান্যাল হতে পারেন, তবে মায়ের কাছে তিনি এখনও রাজা । আজকের এই বিশেষ দিনে মা-কে একবার চোখের দেখা দেখতে ইচ্ছে করছেন চন্দনের । কিন্তু এই লকডাউনে সেই উপায় নেই । তিনি মুম্বইতে আর তাঁর মা দিল্লিতে ।
IANS-কে চন্দন বললেন, "বাবা যখন অসুস্থ হয়ে পড়েন, মা অনেক পরিশ্রম করেছেন । বাড়ি বাড়ি কাজ করেছেন আমাদের মুখে খাবার তুলে দিতে, আমাদের স্কুলে ফিজ় জোগাড় করতে ।"
মায়ের সঙ্গে 'নাগিন' দেখার অস্বস্তিকর অবস্থার কথাও মনে করলেন চন্দন । বললেন, "এক গরমের দুপুরে, বাড়ি এসে দেখি তালা বন্ধ । আমাদের কাছে চাবি ছিল না । গরমে যাতে দাঁড়িয়ে থাকতে না হয়, সেই জন্য মা আমাদের সিনেমা দেখতে নিয়ে যান । ঋষি কাপুর আর শ্রীদেবীর 'নাগিন' দেখতে ।"
কেমন ছিল সেই অভিজ্ঞতা ? "মা আর ভাইয়ের সঙ্গে বসে নাগিন দেখা, খুব অস্বস্তিকর লেগেছিল ।", হাসতে হাসতে বললন চন্দন ।
নিজেকে মায়ের মতো করে গড়ে তুলতে চান চন্দন । মায়ের সততা, সত্যবাদীতাকে অনুকরণ করতে চান অভিনেতা ।