মুম্বই : 'তাণ্ডব' ওয়েব সিরিজ়ে নাকি হিন্দু ধর্মের অবমাননা করা হয়েছে । এমনই অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক রাম কদম ও বিজেপি সাংসদ মনোজ কোটাক সহ বেশ কয়েকজন রাজনীতিক এবং সোশাল মিডিয়ার নীতি পুলিশ। এই ওয়েব সিরিজ়ে শিবকে অপমান করা হয়েছে বলে অভিযোগ । এপ্রসঙ্গে অ্যামাজ়ন প্রাইমের থেকে জবাব চাইল কেন্দ্র ।
শুক্রবার অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেয়েছে 'তাণ্ডব'। সেখানে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান, মহম্মদ জিশান আয়ুব, ডিম্পল কাপাডিয়া, সুনীল গ্রোভার সহ আরও অনেকে ।
কলেজ ক্যাম্পাসের একটি নাটকের দৃশ্যে আয়ুবকে শিবের চরিত্রে দেখা যায় । দেখা গেছে, শিব কথা বলছেন নারদ মুনির সঙ্গে । রামের দৌলতে তাঁর জনপ্রিয়তা কমতির দিকে বলে দুশ্চিন্তা করছেন তিনি । আর এই দৃশ্য নিয়েই তোলপাড় হয় সোশাল মিডিয়া ।
এরপরেই রাম কদম টুইট করে জানান, "আমি ঘাটকোপার থানায় সিরিজ়ের ক্রিয়েটর, অভিনেতা ও পরিচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি । শীঘ্রই এই ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ । 'তাণ্ডব' হিন্দু দেব-দেবীকে অপমান করেছে । এই দৃশ্যের জন্য ওয়েব সিরিজ় নির্মাতাদের ক্ষমা চাইতে হবে । না হলে এই ওয়েব সিরিজ় বয়কট করা হবে ।"
শোনা যাচ্ছে, এইআইআর দায়ের করার পর কেন্দ্র থেকে অ্যামাজ়ন প্রাইমের কাছে এই প্রসঙ্গে জবাব চাওয়া হয়েছে ।