ETV Bharat / sitara

মদের বোতলের বদলে ফুলের বুকে, সেন্সরের কাঁচি অজয়ের ছবিতে - Tabu

এবার অজয় দেবগনের ছবিতে কাঁচি চালাল সেন্সর বোর্ড। একটি গানের দৃশ্যে মদের বোতল বদলে ফেলা হল ফুলের বুকেতে।

পোস্টার
author img

By

Published : May 16, 2019, 9:10 AM IST

মুম্বই : মুক্তির একদিন আগে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল অজয় দেবগন, টাবু ও রকুলপ্রীত অভিনীত 'দে দে প্যায়ার দে'। ছবিতে একটি গানের দৃশ্য বাদ দিতে বলা হয় নির্মাতাদের।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছবির একটি গানে হুইস্কির বোতল নিয়ে নাচ করতে দেখা গেছে রকুলপ্রীতকে। সেই দৃশ্যকে আবশ্য়িকভাবে বদলে ফেলা বা বাদ দেওয়ার পরামর্শ দেয় সেন্সর বোর্ড।

ফলে গানের দৃশ্যে এবার মদের বোতলের বদলে রকুলের হাতে ফুলের বুকে দেখা যাবে। শুধু এই দৃশ্য বদল নয়, দুটি সংলাপেও কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড। এরপরই ছবিটিকে U/A সার্টিফিকেট দেওয়া হয়।

ছবির গল্পে অজয়কে আশিসের চরিত্রে দেখা যাবে। ৫০ বছরের আশিস প্রেমে পরে তার বয়সের অর্ধেক একটি মেয়ের। নাম আয়েসা। চরিত্রে রকুলপ্রীত। আশিসের স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে টাবুকে।

সম্প্রতি ছবিতে অলোক কুমার থাকায় বিতর্কও হয়। আগামীকাল মুক্তি পাচ্ছে ছবিটি।

মুম্বই : মুক্তির একদিন আগে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল অজয় দেবগন, টাবু ও রকুলপ্রীত অভিনীত 'দে দে প্যায়ার দে'। ছবিতে একটি গানের দৃশ্য বাদ দিতে বলা হয় নির্মাতাদের।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছবির একটি গানে হুইস্কির বোতল নিয়ে নাচ করতে দেখা গেছে রকুলপ্রীতকে। সেই দৃশ্যকে আবশ্য়িকভাবে বদলে ফেলা বা বাদ দেওয়ার পরামর্শ দেয় সেন্সর বোর্ড।

ফলে গানের দৃশ্যে এবার মদের বোতলের বদলে রকুলের হাতে ফুলের বুকে দেখা যাবে। শুধু এই দৃশ্য বদল নয়, দুটি সংলাপেও কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড। এরপরই ছবিটিকে U/A সার্টিফিকেট দেওয়া হয়।

ছবির গল্পে অজয়কে আশিসের চরিত্রে দেখা যাবে। ৫০ বছরের আশিস প্রেমে পরে তার বয়সের অর্ধেক একটি মেয়ের। নাম আয়েসা। চরিত্রে রকুলপ্রীত। আশিসের স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে টাবুকে।

সম্প্রতি ছবিতে অলোক কুমার থাকায় বিতর্কও হয়। আগামীকাল মুক্তি পাচ্ছে ছবিটি।

Intro:Body:

মদের বোতলের বদলে ফুলের বুকে, সেন্সরের কাঁচি অজয়ের ছবিতে





এবার অজয় দেবগনের ছবিতে কাঁচি চালাল সেন্সর বোর্ড। একটি গানের দৃশ্যে মদের বোতল বদলে ফেলা হল  ফুলের বুকেতে।



মুম্বই : মুক্তির একদিন আগে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল অজয় দেবগন, টাবু ও রকুলপ্রীত অভিনীত 'দে দে প্যায়ার দে'। ছবিতে একটি গানের দৃশ্য বাদ দিতে বলা হয় নির্মাতাদের।



এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছবির একটি গানে হুইস্কির বোতল নিয়ে নাচ করতে দেখা গেছে রকুলপ্রীতকে। সেই দৃশ্যকে আবশ্য়িকভাবে বদলে ফেলা বা বাদ দেওয়ার পরামর্শ দেয় সেন্সর বোর্ড।



ফলে গানের দৃশ্যে এবার মদের বোতলের বদলে রকুলের হাতে ফুলের বুকে দেখা যাবে। শুধু এই দৃশ্য বদল নয়, দুটি সংলাপেও কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড। এরপরই ছবিটিকে U/A সার্টিফিকেট দেওয়া হয়।



ছবির গল্পে অজয়কে আশিসের চরিত্রে দেখা যাবে। ৫০ বছরের আশিস প্রেমে পরে তার বয়সের অর্ধেক একটি মেয়ের। নাম আয়েসা। চরিত্রে রকুলপ্রীত। আশিসের স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে টাবুকে।



সম্প্রতি ছবিতে অলোক কুমার থাকায় বিতর্কও হয়। আগামীকাল মুক্তি পাচ্ছে ছবিটি।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.