মুম্বই : ইমতিয়াজ় আলি পরিচালিত 'লাভ আজ কাল' এই বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি । সেখানে সারা-কার্তিকের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখার জন্য মুখিয়ে দর্শক । তবে তাঁদের লাভ-মেকিং দৃশ্যেই কাঁচি চালালো সেন্সর বোর্ড ।
সারা-কার্তিকের চুম্বন দৃশ্য তো বটেই, সঙ্গে সারার ক্লিভেজ বা বক্ষবিভাজিকার অংশকে ঝাপসা করে দেওয়ার নির্দেশ দিল বোর্ড । ট্রেলারেই দেখা গেছে তাঁদের দু'জনের বেশ কয়েকটি রোম্যান্টিক দৃশ্য রয়েছে ছবিতে, একে অপরের পোশাক খুলতেও দেখা গেছে তাঁদের । সেই দৃশ্যগুলো এখন কাটছাঁট করতে হবে, জানা যাচ্ছে এক সর্বভারতীয় সংবাদমাধ্য়ম সূত্রে ।
শুধু তাই নয়, ছবির কয়েকটি সংলাপ নিয়েও আপত্তি তুলেছে CBFC । সেই সমস্ত সংলাপে কিছু অশালীন শব্দ ছিল, ছিল গালিগালাজ । সেগুলোকে মিউট করে দেওয়ার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড । তবে U/A ছাড়পত্র পেয়েছে ছবিটি ।
'লাভ আজ কাল' দু'টি আলাদা সময়ের পরিপ্রেক্ষিতে তৈরি একটি লাভ স্টোরি । 1990 ও 2020 - দুই ভিন্ন সময়ের প্রেক্ষাপটে গল্প বুনেছেন ইমতিয়াজ় । ছবিটির মুক্তিও প্রেমের দিবসে , অর্থাৎ 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন'স ডে-তে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">