ETV Bharat / sitara

সুশান্তের মৃত্যুর তদন্তে শীঘ্রই সিদ্ধান্তে পৌঁছাতে হবে CBI-কে, বলছেন কেন্দ্রীয় মন্ত্রী

author img

By

Published : Sep 26, 2020, 4:46 PM IST

কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালে বলেন, "এই মাদকচক্র বন্ধ করতে হবে ও এর পাচার রুখতে হবে । NCB-কে এটা তদন্ত করতে হবে । কিন্তু CBI-কে শীঘ্রই একটা সিদ্ধান্তে আসতে হবে এবং সুশান্তের মৃত্যুতে মাদক যোগের বিষয়টি তদন্ত করে দেখতে হবে ।"

asd
asd

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় তদন্তের গতিপ্রকৃতি নিয়ে গতকালই প্রশ্ন তুলেছিলেন তাঁর পরিবারের আইনজীবী। আর আজ কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালে বলেন, "সিবিআই কে শীঘ্রই একটা সিদ্ধান্তে আসতে হবে ।"

তিনি বলেন, "শুনেছি সুশান্তের ম্যানেজার দিশা স্যালিয়ান কে আট জুন রাতে পার্টি চলাকালীন অত্যাচারের শিকার হতে হয়েছিল । তাই CBI-এর তাঁর মৃত্যুর তদন্ত করা উচিত এবং শীঘ্রই একটা সমাধানে আসতে হবে ।"

তিনি আরও বলেন, "এই মাদকচক্র বন্ধ করতে হবে ও এর পাচার রুখতে হবে । NCB-কে এটা তদন্ত করতে হবে । কিন্তু CBI-কে শীঘ্রই একটা সিদ্ধান্তে আসতে হবে এবং সুশান্তের মৃত্যুতে মাদক যোগের বিষয়টি তদন্ত করে দেখতে হবে ।"

এদিকে গতকাল এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি সুশান্তের পারিবারিক আইনজীবী বিকাশ সিং বলেন, "সুশান্ত সিং রাজপুতের পরিবার মনে করছে যে তদন্তটা অন্য দিশায় চলে যাচ্ছে । মাদক মামলার উপরই সম্পূর্ণ গুরুত্ব দেওয়া হচ্ছে । AIIMS-এর চিকিৎসক আমাকে বলেছিলেন শ্বাসরোধ হয়ে সুশান্তের মৃত্যু হয়েছিল ।"

এখনও পর্যন্ত সুশান্তের মৃত্যুর গতিপ্রকৃতি নিয়ে এখনও কিছু জানানো হয়নি CBI-এর তরফে । এর প্রেক্ষিতে বিকাশ সিং বলেন, "আজ আমরা অসহায় । জানি না কোন দিশায় এগোচ্ছে মামলাটা । আজ পর্যন্ত CBI একটা সাংবাদিক বৈঠক করল না এই ঘটনাকে কেন্দ্র করে । তদন্তের গতি আমার মোটেই ভালো লাগছে না ।"

19 অগাস্ট সুশান্ত মৃত্যু মামলার তদন্তভার CBI-এর হাতে তুলে দিয়েছিল সুপ্রিম কোর্ট । এরপর 20 অগাস্টই মুম্বই পাড়ি দিয়েছিল CBI-এর বিশেষ তদন্তকারী দলটি । সেখানে রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক, বাবা ইন্দ্রজিৎ, সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি, বাড়ির পরিচারক সহ প্রয়াত অভিনেতার ম্যনেজার সবাইকে লাগাতার জিজ্ঞাসাবাদ করেন তাঁরা । এমনকী, সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে গিয়ে ঘটনার পুনর্নির্মাণও করেন ।

এদিকে আবার সুশান্তের বাবার অভিযোগের ভিত্তিতে আর্থিক তছরুপের মামলা দায়ের করে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তারাও প্রয়াত অভিনেতার ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করেছিলেন । এরই মাঝে এই তদন্তের সময় কল রেকর্ড খতিয়ে দেখে মাদক যোগের ইঙ্গিত পান তদন্তকারীরা । তারপরই নারকোটিকস কন্ট্রোল বিওরোকে (NCB) বিষয়টি খতিয়ে দেখতে অনুরোধ করে ED । সেই মতো তদন্ত শুরু করে NCB । ইতিমধ্যেই মাদক যোগের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রিয়া, সৌভিক, সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডা, পরিচারক দীপেশ সাওয়ান্ত সহ একাধিক মাদক পাচারকারীকে । তারপরই তদন্তের সময় উঠে আসে বলিউডের একাধিক প্রথম সারির তারকার নাম । এখন তাঁদের জিজ্ঞাসাবাদ করছে NCB । এরই মধ্যে মুম্বই থেকে দিল্লি ফিরেছে CBI-এর বিশেষ তদন্তকারী দলটি ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় তদন্তের গতিপ্রকৃতি নিয়ে গতকালই প্রশ্ন তুলেছিলেন তাঁর পরিবারের আইনজীবী। আর আজ কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালে বলেন, "সিবিআই কে শীঘ্রই একটা সিদ্ধান্তে আসতে হবে ।"

তিনি বলেন, "শুনেছি সুশান্তের ম্যানেজার দিশা স্যালিয়ান কে আট জুন রাতে পার্টি চলাকালীন অত্যাচারের শিকার হতে হয়েছিল । তাই CBI-এর তাঁর মৃত্যুর তদন্ত করা উচিত এবং শীঘ্রই একটা সমাধানে আসতে হবে ।"

তিনি আরও বলেন, "এই মাদকচক্র বন্ধ করতে হবে ও এর পাচার রুখতে হবে । NCB-কে এটা তদন্ত করতে হবে । কিন্তু CBI-কে শীঘ্রই একটা সিদ্ধান্তে আসতে হবে এবং সুশান্তের মৃত্যুতে মাদক যোগের বিষয়টি তদন্ত করে দেখতে হবে ।"

এদিকে গতকাল এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি সুশান্তের পারিবারিক আইনজীবী বিকাশ সিং বলেন, "সুশান্ত সিং রাজপুতের পরিবার মনে করছে যে তদন্তটা অন্য দিশায় চলে যাচ্ছে । মাদক মামলার উপরই সম্পূর্ণ গুরুত্ব দেওয়া হচ্ছে । AIIMS-এর চিকিৎসক আমাকে বলেছিলেন শ্বাসরোধ হয়ে সুশান্তের মৃত্যু হয়েছিল ।"

এখনও পর্যন্ত সুশান্তের মৃত্যুর গতিপ্রকৃতি নিয়ে এখনও কিছু জানানো হয়নি CBI-এর তরফে । এর প্রেক্ষিতে বিকাশ সিং বলেন, "আজ আমরা অসহায় । জানি না কোন দিশায় এগোচ্ছে মামলাটা । আজ পর্যন্ত CBI একটা সাংবাদিক বৈঠক করল না এই ঘটনাকে কেন্দ্র করে । তদন্তের গতি আমার মোটেই ভালো লাগছে না ।"

19 অগাস্ট সুশান্ত মৃত্যু মামলার তদন্তভার CBI-এর হাতে তুলে দিয়েছিল সুপ্রিম কোর্ট । এরপর 20 অগাস্টই মুম্বই পাড়ি দিয়েছিল CBI-এর বিশেষ তদন্তকারী দলটি । সেখানে রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক, বাবা ইন্দ্রজিৎ, সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি, বাড়ির পরিচারক সহ প্রয়াত অভিনেতার ম্যনেজার সবাইকে লাগাতার জিজ্ঞাসাবাদ করেন তাঁরা । এমনকী, সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে গিয়ে ঘটনার পুনর্নির্মাণও করেন ।

এদিকে আবার সুশান্তের বাবার অভিযোগের ভিত্তিতে আর্থিক তছরুপের মামলা দায়ের করে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তারাও প্রয়াত অভিনেতার ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করেছিলেন । এরই মাঝে এই তদন্তের সময় কল রেকর্ড খতিয়ে দেখে মাদক যোগের ইঙ্গিত পান তদন্তকারীরা । তারপরই নারকোটিকস কন্ট্রোল বিওরোকে (NCB) বিষয়টি খতিয়ে দেখতে অনুরোধ করে ED । সেই মতো তদন্ত শুরু করে NCB । ইতিমধ্যেই মাদক যোগের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রিয়া, সৌভিক, সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডা, পরিচারক দীপেশ সাওয়ান্ত সহ একাধিক মাদক পাচারকারীকে । তারপরই তদন্তের সময় উঠে আসে বলিউডের একাধিক প্রথম সারির তারকার নাম । এখন তাঁদের জিজ্ঞাসাবাদ করছে NCB । এরই মধ্যে মুম্বই থেকে দিল্লি ফিরেছে CBI-এর বিশেষ তদন্তকারী দলটি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.