ETV Bharat / sitara

কোরোনা পরিস্থিতিতেই শেষ হল শুটিং - রানি মুখার্জি

কোরোনা পরিস্থিতিতেই শুটিং শেষ হল 'বান্টি ঔর বাবলি 2'-এর । রানি মুখার্জি, সইফ আলি খান, সিদ্ধান্ত চতুর্বেদী ও নবাগতা শর্বরীকে নিয়ে শুটিং সারলেন পরিচালক বরুণ ভি শর্মা ।

Rani mukherjee and saif ali khan latest news
Rani mukherjee and saif ali khan latest news
author img

By

Published : Sep 12, 2020, 12:12 PM IST

মুম্বই : এই কোরোনা পরিস্থিতিতে অনেক ছবিরই শুটিং আটকে । কোনও কোনও ছবির পোস্ট প্রোডাকশনের কাজও স্থগিত । কিন্তু, তারই মধ্যে সুখবর । শুটিং শেষ হল 'বান্টি ঔর বাবলি 2'-এর ।

সম্প্রতি যশরাজ স্টুডিয়োয় একটি মজার গান শুট করে ছবির শুটিং পর্ব সাঙ্গ হল । ছবির মুখ্য চরিত্রে সিদ্ধান্ত চতুর্বেদী এবং নবাগতা শর্বরী । তবে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রানি মুখার্জি ও সইফ আলি খানকে ।

শাদ আলির পরিচালনায় 2005 সালে মুক্তিপ্রাপ্ত 'বান্টি ঔর বাবলি' সাড়া ফেলে দেয় দর্শকের মধ্যে । সেখানে বান্টির চরিত্রে ছিলেন অভিষেক বচ্চন ও বাবলির চরিত্রে রানি মুখার্জি । ডাকাতি করতে করতে প্রেমে পড়ে দু'জন, তারপর কী হয় ? সেই জার্নিই তুলে ধরা হয় ছবিতে । এক নতুন স্টোরিলাইন উপহার পায় বলিউড । রোম্যান্স, থ্রিল, কমেডি, সাসপেন্স কি নেই সেখানে ! অভিষেক আর রানির অনবদ্য অভিনয় ভোলার নয় ।

Rani mukherjee and saif ali khan latest news
পুরোনো বান্টি - বাবলি

আর এই দ্বিতীয় ভাগে অভিষেকের পরিবর্তে অভিনয় করছেন সইফ আলি খান । চরিত্রগুলো সেই পুরোনোই । সেই 15 বছর আগের বান্টি আর বাবলি ফিরছে পরদায়, নতুন রূপে । তাদের সঙ্গে রয়েছে এই যুগের দুই নতুন তারকা সিদ্ধান্ত ও শর্বরী । এবার তাদের গল্প শোনাবে এই দ্বিতীয় ভাগ ।

পরিচালক জানালেন যে, "সবরকম সতর্কতা মেনেই শুটিং সারা হয়েছে । আমরা খুব ভালো ভাবে শুটিং শেষ করতে পেরেছি । এটা দেখে অন্যান্য ছবি অনুপ্রাণিত হবে, শুটিং শুরু করতে পারবে ।"

মুম্বই : এই কোরোনা পরিস্থিতিতে অনেক ছবিরই শুটিং আটকে । কোনও কোনও ছবির পোস্ট প্রোডাকশনের কাজও স্থগিত । কিন্তু, তারই মধ্যে সুখবর । শুটিং শেষ হল 'বান্টি ঔর বাবলি 2'-এর ।

সম্প্রতি যশরাজ স্টুডিয়োয় একটি মজার গান শুট করে ছবির শুটিং পর্ব সাঙ্গ হল । ছবির মুখ্য চরিত্রে সিদ্ধান্ত চতুর্বেদী এবং নবাগতা শর্বরী । তবে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রানি মুখার্জি ও সইফ আলি খানকে ।

শাদ আলির পরিচালনায় 2005 সালে মুক্তিপ্রাপ্ত 'বান্টি ঔর বাবলি' সাড়া ফেলে দেয় দর্শকের মধ্যে । সেখানে বান্টির চরিত্রে ছিলেন অভিষেক বচ্চন ও বাবলির চরিত্রে রানি মুখার্জি । ডাকাতি করতে করতে প্রেমে পড়ে দু'জন, তারপর কী হয় ? সেই জার্নিই তুলে ধরা হয় ছবিতে । এক নতুন স্টোরিলাইন উপহার পায় বলিউড । রোম্যান্স, থ্রিল, কমেডি, সাসপেন্স কি নেই সেখানে ! অভিষেক আর রানির অনবদ্য অভিনয় ভোলার নয় ।

Rani mukherjee and saif ali khan latest news
পুরোনো বান্টি - বাবলি

আর এই দ্বিতীয় ভাগে অভিষেকের পরিবর্তে অভিনয় করছেন সইফ আলি খান । চরিত্রগুলো সেই পুরোনোই । সেই 15 বছর আগের বান্টি আর বাবলি ফিরছে পরদায়, নতুন রূপে । তাদের সঙ্গে রয়েছে এই যুগের দুই নতুন তারকা সিদ্ধান্ত ও শর্বরী । এবার তাদের গল্প শোনাবে এই দ্বিতীয় ভাগ ।

পরিচালক জানালেন যে, "সবরকম সতর্কতা মেনেই শুটিং সারা হয়েছে । আমরা খুব ভালো ভাবে শুটিং শেষ করতে পেরেছি । এটা দেখে অন্যান্য ছবি অনুপ্রাণিত হবে, শুটিং শুরু করতে পারবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.