ETV Bharat / sitara

মুক্তি পেল 'ব্রিদ : ইনটু দা শ্যাডো'-র ট্রেলার - Abhishek Bachchan

আজ টুইটারে ট্রেলারটি শেয়ার করেন অভিষেক বচ্চন নিজেই । ট্রেলারের পরতে পরতে রয়েছে রহস্য ।

ে্ি
্ি
author img

By

Published : Jul 1, 2020, 11:04 PM IST

মুম্বই : মুক্তি পেল 'ব্রিদ : ইনটু দা শ্যাডো'-র ট্রেলার । আজ টুইটারে ট্রেলারটি শেয়ার করেন অভিষেক বচ্চন নিজেই । ট্রেলারের পরতে পরতে রয়েছে রহস্য ।

বাবার কাছ থেকে মেয়েকে অপরহরণ করে নেওয়ার পর বাবার যে অবস্থা হয় সেটাই তুলে ধরা হয়েছে ট্রেলার । ট্রেলারে মেয়েকে খুঁজে বের করতে মরিয়া হয়ে উঠেছেন অভিষেক ।

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছিল সিরিজ়ের টিজ়ার । বাবা ও মেয়ের সম্পর্ক তুলে ধরা হয় সেখানে ।

এই সিরিজ়ে অভিষেক ছাড়াও ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী নিত্যা মেনন । এছাড়াও থাকবেন সায়ামি খের ও অমিত শাধ । সিরিজ়ের প্রথম সিজ়নেও অভিনয় করেছিলেন অমিত । সেখানে ইন্সপেক্টর কবির সাওয়ান্তের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে । অভিনয়ের জন্য প্রশংসিত হন তিনি । দ্বিতীয় সিজ়নেও ওই একই চরিত্রে দেখা যাবে তাঁকে । 10 জুলাই অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেতে চলেছে সিরিজ়টি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : মুক্তি পেল 'ব্রিদ : ইনটু দা শ্যাডো'-র ট্রেলার । আজ টুইটারে ট্রেলারটি শেয়ার করেন অভিষেক বচ্চন নিজেই । ট্রেলারের পরতে পরতে রয়েছে রহস্য ।

বাবার কাছ থেকে মেয়েকে অপরহরণ করে নেওয়ার পর বাবার যে অবস্থা হয় সেটাই তুলে ধরা হয়েছে ট্রেলার । ট্রেলারে মেয়েকে খুঁজে বের করতে মরিয়া হয়ে উঠেছেন অভিষেক ।

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছিল সিরিজ়ের টিজ়ার । বাবা ও মেয়ের সম্পর্ক তুলে ধরা হয় সেখানে ।

এই সিরিজ়ে অভিষেক ছাড়াও ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী নিত্যা মেনন । এছাড়াও থাকবেন সায়ামি খের ও অমিত শাধ । সিরিজ়ের প্রথম সিজ়নেও অভিনয় করেছিলেন অমিত । সেখানে ইন্সপেক্টর কবির সাওয়ান্তের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে । অভিনয়ের জন্য প্রশংসিত হন তিনি । দ্বিতীয় সিজ়নেও ওই একই চরিত্রে দেখা যাবে তাঁকে । 10 জুলাই অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেতে চলেছে সিরিজ়টি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.