ETV Bharat / sitara

শিকারা vs মলঙ্গ : বক্স অফিস যুদ্ধে জয়ী কোন ফিল্ম ? - Malang First day box office collection

গতকালই মুক্তি পেয়েছে দুটি ছবি । প্রথমটা বিধু বিনোদ চোপড়া পরিচালিত 'শিকারা' এবং অন্যটি মোহিত সুরির 'মলঙ্গ' । বক্স অফিস যুদ্ধে কোন ফিল্ম জয়ী হল ?

Malang First day box office collection
Malang First day box office collection
author img

By

Published : Feb 8, 2020, 6:08 PM IST

মুম্বই : এক দিনে দু'টো ফিল্ম রিলিজ় করলে দু'টি ছবিরই ব্যবসা কিছুটা হলেও প্রভাবিত হয় । তাই বড় বড় তারকারাও এড়িয়ে চলেন বক্স অফিস ক্ল্যাশ । 'শিকারা' ও 'মলঙ্গ' মুক্তি পেয়েছে একই দিনে । কোন ছবি জিতে নিলো এই বক্স অফিস টাসল ?

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানালেন, "প্রথম দিনে মলঙ্গ বেশ ভালো ব্য়বসা করেছে । তবে আরও একটু বেশি উপার্জন করা উচিত ছিলো । শুক্রবার 6.71 কোটি টাকা ব্যবসা মলঙ্গ-এর ।"

  • #Malang is decent on Day 1... Should’ve grossed higher given its genre... National multiplexes contribute 50%+ of Day 1 biz... Mass circuits low... Needs to show more than normal jump on Day 2, though biz in #Delhi will be limited... Fri ₹ 6.71 cr. #India biz.

    — taran adarsh (@taran_adarsh) February 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে 'শিকারা'-র বক্স অফিস কালেকশনও প্রকাশ্যে এনেছেন তরণ । জানিয়েছেন, "প্রথম দিনে চমকে দিলো শিকারা । মূলত মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পেয়েছে ছবিটি । দুপুরের পর বেড়েছে কালেকশন । শুক্রবার 1.20 কোটি টাকা উপার্জন করেছে শিকারা ।"

  • #Shikara surprises on Day 1... Released at multiplexes mainly, the biz gathered momentum post noon shows [a norm nowadays]... Needs to double its Day 1 number on Day 2 and maintain the trend on Day 3 for a respectable weekend total... Fri ₹ 1.20 cr. #India biz.

    — taran adarsh (@taran_adarsh) February 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও 'মলঙ্গ' বক্স অফিসে ভালো ফল করেছে, তবুও 'শিকারা' সমালোচকদের থেকে ভালো রিভিউ পাচ্ছে । অ্যানালিস্টদের মতে লোকের মুখে ভালো রিভিউ শুনে বাড়তে পারে ছবির কালেকশন ।

আদিত্য রায় কাপুরের ক্যারিয়ারে যতগুলো ছবি রয়েছে তার মধ্যে 'মলঙ্গ' প্রথম দিনে সর্বাধিক ব্যবসা দিয়েছে । কালেকশনের এই ট্রেন্ড চলতে থাকলে এই ছবি তাঁর ক্যারিয়ারের অন্যতম সফল ছবি হতে পারে । তবে আদিত্যের থেকে অনিল কাপুরের অভিনয় অনেক বেশি প্রশংসিত হচ্ছে দর্শকের দরবারে ।

মুম্বই : এক দিনে দু'টো ফিল্ম রিলিজ় করলে দু'টি ছবিরই ব্যবসা কিছুটা হলেও প্রভাবিত হয় । তাই বড় বড় তারকারাও এড়িয়ে চলেন বক্স অফিস ক্ল্যাশ । 'শিকারা' ও 'মলঙ্গ' মুক্তি পেয়েছে একই দিনে । কোন ছবি জিতে নিলো এই বক্স অফিস টাসল ?

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানালেন, "প্রথম দিনে মলঙ্গ বেশ ভালো ব্য়বসা করেছে । তবে আরও একটু বেশি উপার্জন করা উচিত ছিলো । শুক্রবার 6.71 কোটি টাকা ব্যবসা মলঙ্গ-এর ।"

  • #Malang is decent on Day 1... Should’ve grossed higher given its genre... National multiplexes contribute 50%+ of Day 1 biz... Mass circuits low... Needs to show more than normal jump on Day 2, though biz in #Delhi will be limited... Fri ₹ 6.71 cr. #India biz.

    — taran adarsh (@taran_adarsh) February 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে 'শিকারা'-র বক্স অফিস কালেকশনও প্রকাশ্যে এনেছেন তরণ । জানিয়েছেন, "প্রথম দিনে চমকে দিলো শিকারা । মূলত মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পেয়েছে ছবিটি । দুপুরের পর বেড়েছে কালেকশন । শুক্রবার 1.20 কোটি টাকা উপার্জন করেছে শিকারা ।"

  • #Shikara surprises on Day 1... Released at multiplexes mainly, the biz gathered momentum post noon shows [a norm nowadays]... Needs to double its Day 1 number on Day 2 and maintain the trend on Day 3 for a respectable weekend total... Fri ₹ 1.20 cr. #India biz.

    — taran adarsh (@taran_adarsh) February 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও 'মলঙ্গ' বক্স অফিসে ভালো ফল করেছে, তবুও 'শিকারা' সমালোচকদের থেকে ভালো রিভিউ পাচ্ছে । অ্যানালিস্টদের মতে লোকের মুখে ভালো রিভিউ শুনে বাড়তে পারে ছবির কালেকশন ।

আদিত্য রায় কাপুরের ক্যারিয়ারে যতগুলো ছবি রয়েছে তার মধ্যে 'মলঙ্গ' প্রথম দিনে সর্বাধিক ব্যবসা দিয়েছে । কালেকশনের এই ট্রেন্ড চলতে থাকলে এই ছবি তাঁর ক্যারিয়ারের অন্যতম সফল ছবি হতে পারে । তবে আদিত্যের থেকে অনিল কাপুরের অভিনয় অনেক বেশি প্রশংসিত হচ্ছে দর্শকের দরবারে ।

Intro:Body:

শিকারা vs মলঙ্গ : বক্স অফিস যুদ্ধে জয়ী কোন ফিল্ম ?



গতকালই মুক্তি পেয়েছে দুটি ছবি । প্রথমটা বিধু বিনোদ চোপড়া পরিচালিত 'শিকারা' এবং অন্যটি মোহিত সুরির 'মলঙ্গ' । বক্স অফিস যুদ্ধে কোন ফিল্ম জয়ী হল ?



মুম্বই : এক সঙ্গে দু'টো ফিল্ম রিলিজ় করলে দু'টি ছবিরই ব্য়বসা কিছুটা হলেও প্রভাবিত হয় । তাই বড় বড় তারকারাও এড়িয়ে চলতে চান বক্স অফিস ক্ল্যাশ । 'শিকারা' ও 'মলঙ্গ' মুক্তি পেয়েছে একই দিনে । কোন ছবি জিতে নিলো এই বক্স অফিস টাসল ?



ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানালেন, "প্রথম দিনে মলঙ্গ বেশ ভালো ব্য়বসা করেছে । তবে আরও একটি বেশি উপার্জন করা উচিত ছিলো । শুক্রবার 6.71 কোটি টাকা ব্যবসা মলঙ্গ-এর"



অন্যদিকে 'শিকারা'-র বক্স অফিস কালেকশনও প্রকাশ্যে এনেছেন তরণ । জানিয়েছেন, "প্রথম দিনে চমকে দিলো শিকারা । মূলত মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পেয়েছে ছবিটি । দুপুরের পর বেড়েছে কালেকশন । শুক্রবার 1.20 কোটি টাকা উপার্জন করেছে শিকারা ।"



যদিও 'মলঙ্গ' বক্স অফিসে ভালো ফল করেছে, তবুও 'শিকারা' সমালোচকদের থেকে ভালো রিভিউ পাচ্ছে । অ্যানালিস্টদের মতে লোকের মুখে রিভিউ শুনে বাড়তে পারে ছবির কালেকশন ।



আদিত্য় রায় কাপুরের ক্যারিয়ারে যতগুলো ছবি রয়েছে তার মধ্যে 'মলঙ্গ' প্রথম দিনে সর্বাধিক ব্যবসা দিয়েছে । কালেকশনের এই ট্রেন্ড চলতে থাকলে এই ছবি তাঁর ক্যারিয়ারের অন্যতম সফল ছবি হতে পারে । তবে আদিত্যের থেকে অনিল কাপুরের অভিনয় অনেক বেশি প্রশংসিত হচ্ছে দর্শকের দরবারে ।  






Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.