মুম্বই : বনি কাপুর আটের দশকের অন্য়তম ক্লাসিক ছবি 'মিস্টার ইন্ডিয়া'-কে ফের বড় পরদায় আনার পরিকল্পনা করছেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বনি বলেন, "পরিকল্পনা আছে যে প্রথম মিস্টার ইন্ডিয়া রিবুট বানানোর, পরে একটা ফ্র্যাঞ্চাইজি খোলার। এটা সমসাময়িক হতে হবে। আমাদের মাথায় একটা বেসিক ধারণা আছে।"
এর আগে 'মিস্টার ইন্ডিয়া ২' প্রসঙ্গে শেখর ফ্যানদের উদ্দেশ্য়ে বলেছিলেন, "'মিস্টার ইন্ডিয়া ২' বা অন্য ছবির জন্য অনিলের সঙ্গে আলোচনা চলছে। আপনারাও অনিলকে বলুন!"
১৯৮৭ সালে মুক্তি পায় 'মিস্টার ইন্ডিয়া'। শ্রীদেবী-অনিল কাপুরের জুটি যেমন দর্শকের মন জিতে নিয়েছিল, তেমনই দর্শক পেয়েছিলেন মোগ্যাম্বোর মতো ভিলেন। অনিলের চরিত্র ছিল অরুণ বর্মার। শ্রীদেবী ছিলেন সাংবাদিক সীমা ও অমরিশ পুরী ছিলেন মোগ্যাম্বোর চরিত্রে।
যদি 'মিস্টার ইন্ডিয়া ২' হয় তাহলে অরুণ, সীমা ও মোগ্যাম্বোর চরিত্রে কারা থাকছেন? সেটাই অপেক্ষার।