ETV Bharat / sitara

8 জানুয়ারি অবধি মুম্বই পুলিশের হাত থেকে ছাড় পেলেন কঙ্গনা-রঙ্গোলি - কঙ্গনা রানাওয়াতের খবর

8 জানুয়ারি অবধি কঙ্গনা রানাওয়াত আর তাঁর দিদি রঙ্গোলি চান্দেলের বিরুদ্ধে কোনও অ্যাকশন নিতে পারবে না মুম্বই পুলিশ । বম্বে হাইকোর্ট এমন নির্দেশই দিল ।

Kangana ranaut and Rangoli chandel in legal complication
Kangana ranaut and Rangoli chandel in legal complication
author img

By

Published : Nov 24, 2020, 6:31 PM IST

মুম্বই : সোশাল মিডিয়ার মাধ্যমে সাম্প্রদায়িক বিভেদ ছড়ানোর অভিযোগে কঙ্গনা রানাওয়াত ও রঙ্গোলি চান্দেলের বিরুদ্ধে FIR দায়ের করে মুম্বই পুলিশ । সেই FIR বাতিল করার আবেদন জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কঙ্গনা । আজ জানা গেল কোর্টের রায় ।

ANI সূত্রে জানা যাচ্ছে যে, 8 জানুয়ারি অবধি ছাড় পেয়েছেন কঙ্গনা-রঙ্গোলি । 8 জানুয়ারি অবধি এই দুই বোনের বিরুদ্ধে মুম্বই পুলিশ কোনও পদক্ষেপ নিতে পারবে না ।

ইতিমধ্যে কঙ্গনা আর রঙ্গোলিকে তিনবার সমন পাঠিয়েছে মুম্বই পুলিশ । তবে কোনওবারই সেই সমনের উত্তর দেননি অভিনেত্রী । বরং তিনি মানালির বাড়িতে ভাইদের বিয়ে নিয়েই ব্যস্ত ছিলেন এতদিন ধরে ।

আরও পড়ুন : FIR বাতিল করার আবেদন কঙ্গনার

আপাতত 'থালাইভি'-র শেষ শিডিউলের শুটিং সারতে হায়দরাবাদে কঙ্গনা । তবে খুব তাড়াতাড়ি তিনি মুম্বই ফিরবেন বলে জানিয়েছেন । 8 জানুয়ারির পর কী হয়, সেটাই দেখার ।

মুম্বই : সোশাল মিডিয়ার মাধ্যমে সাম্প্রদায়িক বিভেদ ছড়ানোর অভিযোগে কঙ্গনা রানাওয়াত ও রঙ্গোলি চান্দেলের বিরুদ্ধে FIR দায়ের করে মুম্বই পুলিশ । সেই FIR বাতিল করার আবেদন জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কঙ্গনা । আজ জানা গেল কোর্টের রায় ।

ANI সূত্রে জানা যাচ্ছে যে, 8 জানুয়ারি অবধি ছাড় পেয়েছেন কঙ্গনা-রঙ্গোলি । 8 জানুয়ারি অবধি এই দুই বোনের বিরুদ্ধে মুম্বই পুলিশ কোনও পদক্ষেপ নিতে পারবে না ।

ইতিমধ্যে কঙ্গনা আর রঙ্গোলিকে তিনবার সমন পাঠিয়েছে মুম্বই পুলিশ । তবে কোনওবারই সেই সমনের উত্তর দেননি অভিনেত্রী । বরং তিনি মানালির বাড়িতে ভাইদের বিয়ে নিয়েই ব্যস্ত ছিলেন এতদিন ধরে ।

আরও পড়ুন : FIR বাতিল করার আবেদন কঙ্গনার

আপাতত 'থালাইভি'-র শেষ শিডিউলের শুটিং সারতে হায়দরাবাদে কঙ্গনা । তবে খুব তাড়াতাড়ি তিনি মুম্বই ফিরবেন বলে জানিয়েছেন । 8 জানুয়ারির পর কী হয়, সেটাই দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.