ETV Bharat / sitara

কঙ্গনার অফিস ভাঙার উপর BMC-কে স্থগিতাদেশ বম্বে হাইকোর্টের - বম্বে হাইকোর্ট

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের মুম্বইয়ের অফিস ভাঙার উপর BMC-কে স্থগিতাদেশ দিল বম্বে হাইকোর্ট । যদিও এর আগেই দুপুরে বুলডোজ়ার দিয়ে অভিনেত্রীর অফিস ভাঙার কাজ শুরু করে দেয় BMC ।

bombay high court
bombay high court
author img

By

Published : Sep 9, 2020, 2:38 PM IST

Updated : Sep 9, 2020, 4:21 PM IST

মুম্বই, 9 সেপ্টেম্বর : অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের অফিসে ভাঙার উপর স্থগিতাদেশ দিল বম্বে হাইকোর্ট । আজ সকালে অভিনেত্রীর মুম্বইয়ের পালি হিলের অফিসে বুলডোজ়ার দিয়ে ভাঙচুর চালায় বৃহন্মুম্বই পুরসভা । এরপরই বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন কঙ্গনা । মুম্বই পুরসভার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন জমা দেন তাঁর আইনজীবী । সেই মামলায় অভিনেত্রীর অফিসে ভাঙচুরের উপর স্থগিতাদেশ দিল বম্বে হাইকোর্ট । পাশাপাশি BMC-র কাছে অফিসার ভাঙার জবাব চেয়েছে আদালত।

বেআইনি নির্মাণের অভিযোগে মঙ্গলবার কঙ্গনার পালি হিলসের অফিসে নোটিশ ঝোলায় BMC। 24 ঘণ্টার মধ্যে সেই নোটিশের জবাব দেওয়ার কথা ছিল কঙ্গনার । তা দেননি তিনি । তাই আজই একেবারে দলবল নিয়ে ভাঙা শুরু হয়ে গেল অভিনেত্রীর অফিস ।

অন্যদিকে আজই হিমাচল প্রদেশ থেকে মুম্বইয়ে ফেরেন কঙ্গনা । তাকে কেন্দ্রীয় সরকারের Y প্লাস ক্যারাগরির নিরাপত্তা দিয়ে মুম্বইয়ে নিয়ে আসা হয় । ঘটনার সূত্রপাত, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে কঙ্গনা সরব হওয়ায় । এরপর শিবসেনা, NCP ও কংগ্রেসের জোট সরকারের আমলে মুম্বইকে পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করায় মহারাষ্ট্র সরকারের সঙ্গে কঙ্গনার টানাপড়েন শুরু হয় । এরপর শিবসেনার সদস্য়রা ক্রমাগত হুমকি দিচ্ছেন বলে অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী । এরপরই অভিনেত্রীর আবেদনে তাঁকে Y প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেয় কেন্দ্রীয় সরকার ।

মুম্বই, 9 সেপ্টেম্বর : অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের অফিসে ভাঙার উপর স্থগিতাদেশ দিল বম্বে হাইকোর্ট । আজ সকালে অভিনেত্রীর মুম্বইয়ের পালি হিলের অফিসে বুলডোজ়ার দিয়ে ভাঙচুর চালায় বৃহন্মুম্বই পুরসভা । এরপরই বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন কঙ্গনা । মুম্বই পুরসভার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন জমা দেন তাঁর আইনজীবী । সেই মামলায় অভিনেত্রীর অফিসে ভাঙচুরের উপর স্থগিতাদেশ দিল বম্বে হাইকোর্ট । পাশাপাশি BMC-র কাছে অফিসার ভাঙার জবাব চেয়েছে আদালত।

বেআইনি নির্মাণের অভিযোগে মঙ্গলবার কঙ্গনার পালি হিলসের অফিসে নোটিশ ঝোলায় BMC। 24 ঘণ্টার মধ্যে সেই নোটিশের জবাব দেওয়ার কথা ছিল কঙ্গনার । তা দেননি তিনি । তাই আজই একেবারে দলবল নিয়ে ভাঙা শুরু হয়ে গেল অভিনেত্রীর অফিস ।

অন্যদিকে আজই হিমাচল প্রদেশ থেকে মুম্বইয়ে ফেরেন কঙ্গনা । তাকে কেন্দ্রীয় সরকারের Y প্লাস ক্যারাগরির নিরাপত্তা দিয়ে মুম্বইয়ে নিয়ে আসা হয় । ঘটনার সূত্রপাত, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে কঙ্গনা সরব হওয়ায় । এরপর শিবসেনা, NCP ও কংগ্রেসের জোট সরকারের আমলে মুম্বইকে পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করায় মহারাষ্ট্র সরকারের সঙ্গে কঙ্গনার টানাপড়েন শুরু হয় । এরপর শিবসেনার সদস্য়রা ক্রমাগত হুমকি দিচ্ছেন বলে অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী । এরপরই অভিনেত্রীর আবেদনে তাঁকে Y প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেয় কেন্দ্রীয় সরকার ।

Last Updated : Sep 9, 2020, 4:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.