মুম্বই, 17 মার্চ : লাইম লাইটে এখন যাঁরা রাজ করছেন তাঁদের মধ্যে অন্যতম জুটি হল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস ৷ 2021 সালে তাঁদের মনোনীত করা হয়েছে অস্কারের জন্য ৷
তাঁদের পুরস্কারের ঘোষণা করা হয় অস্কারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেই ৷ তবে সেই খবরটি হজম হয়নি সাংবাদিক পিটার ফর্ডের ৷ তিনি তাঁর প্রতিক্রিয়াটি রাখেন সোশ্যাল মিডিয়ায় ৷ তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, ছবিতে কী এমন অবদান রেখেছেন নিক ও প্রিয়াঙ্কা ! যার জন্য আজ তাঁরা মনোনীত অস্কারের জন্য ৷
-
Would love your thoughts on what qualifies someone. Here are my 60+ film credentials for your adept consideration @mrpford https://t.co/8TY2sw1dKb pic.twitter.com/T8DnQbtXZG
— PRIYANKA (@priyankachopra) March 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Would love your thoughts on what qualifies someone. Here are my 60+ film credentials for your adept consideration @mrpford https://t.co/8TY2sw1dKb pic.twitter.com/T8DnQbtXZG
— PRIYANKA (@priyankachopra) March 16, 2021Would love your thoughts on what qualifies someone. Here are my 60+ film credentials for your adept consideration @mrpford https://t.co/8TY2sw1dKb pic.twitter.com/T8DnQbtXZG
— PRIYANKA (@priyankachopra) March 16, 2021
প্রশ্নটি নিক এড়িয়ে গেলেও প্রিয়াঙ্কা ছেড়ে দেওয়ার পাত্রী নন ৷ অভিনেত্রী ওই সাংবাদিকের উদ্দেশ্যে লেখেন ,তিনি তাঁর সেরা 60 টিরও বেশি ছবির তালিকা প্রকাশ করে দিয়েছেন ৷ যে ছবি ইতিমধ্যেই যথেষ্ট সফল হয়েছে ও তার সঙ্গে নানা সন্মানজনক পুরস্কারও পেয়েছে ৷
এরপর অবশ্য ওই সাংবাদিক তাঁর এই প্রশ্নবোধক পোস্ট টি ডিলিট করে দেন ৷