ETV Bharat / sitara

Tweet টুডে : আজ কোন বলিউড সেলেব্রিটি কী শেয়ার করলেন? - Tweet Today

প্রতিদিনের মতো দেখে নেওয়া যাক কোন বলিউড সেলেব্রিটি কী শেয়ার করলেন তাঁদের সোশাল মিডিয়ার পাতায়?

Bollywood tweets
author img

By

Published : Nov 20, 2019, 11:30 PM IST

অক্ষয় কুমার : অক্ষয়ের আসন্ন ছবি 'গুড নিউজ়'-এর ট্রেলার দেখে খুব খুশি আমির খান। আমিরের সেই পোস্টকে উল্লেখ করে তাঁকে অনেক ধন্যবাদ জানিয়েছেন অক্ষয়।

ভূমি পেদনেকর : ভূমির আসন্ন ছবি 'পতী পত্নী ঔর ওহ'-এর একটি গান মুক্তি পেয়েছে আজই। মিকা সিং ও তুলসী কুমারের গাওয়া সেই 'আঁখিয়োঁ সে গোলি মারে' গানটির লিঙ্ক শেয়ার করেছেন ভূমি।

শিল্পা শেট্টি : ফারহা খানের সঙ্গে একটি মজার ভিডিয়ো শেয়ার করেছেন শিল্পা। সম্প্রতি তিনি ইউটিউবের গোল্ডেন বাটন জিতেছেন। সেই কারণে শিল্পাকে শুভেচ্ছা জানালেন ফারহা।

অনুপম খের : 'কিল বিল' অভিনেত্রীর পরিচালনায় টেলিভিশন সিরিজ় 'নিউ অ্যামস্টারডম'-এ অভিনয় করছেন অনুপম। খবরটি শেয়ার করেছেন তিনি।

শাহরুখ খান : অ্যাসিডাক্রান্তদের পাশে শাহরুখ। অ্যাসিডাক্রান্ত অনুপমার বিয়ের খুশিতে একটি পোস্ট করেছেন কিং খান। অনুপমার এই নতুন যাত্রাপথে তাঁকে শুভেচ্ছা অভিনেতার।

  • Congratulations and my love to Anupama as she starts on this new journey of life. May it be filled with love light and laughter. U r the man Jagdeep...and may u both have double the reasons to be happy with this union. https://t.co/hANJGRLD8P

    — Shah Rukh Khan (@iamsrk) November 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অক্ষয় কুমার : অক্ষয়ের আসন্ন ছবি 'গুড নিউজ়'-এর ট্রেলার দেখে খুব খুশি আমির খান। আমিরের সেই পোস্টকে উল্লেখ করে তাঁকে অনেক ধন্যবাদ জানিয়েছেন অক্ষয়।

ভূমি পেদনেকর : ভূমির আসন্ন ছবি 'পতী পত্নী ঔর ওহ'-এর একটি গান মুক্তি পেয়েছে আজই। মিকা সিং ও তুলসী কুমারের গাওয়া সেই 'আঁখিয়োঁ সে গোলি মারে' গানটির লিঙ্ক শেয়ার করেছেন ভূমি।

শিল্পা শেট্টি : ফারহা খানের সঙ্গে একটি মজার ভিডিয়ো শেয়ার করেছেন শিল্পা। সম্প্রতি তিনি ইউটিউবের গোল্ডেন বাটন জিতেছেন। সেই কারণে শিল্পাকে শুভেচ্ছা জানালেন ফারহা।

অনুপম খের : 'কিল বিল' অভিনেত্রীর পরিচালনায় টেলিভিশন সিরিজ় 'নিউ অ্যামস্টারডম'-এ অভিনয় করছেন অনুপম। খবরটি শেয়ার করেছেন তিনি।

শাহরুখ খান : অ্যাসিডাক্রান্তদের পাশে শাহরুখ। অ্যাসিডাক্রান্ত অনুপমার বিয়ের খুশিতে একটি পোস্ট করেছেন কিং খান। অনুপমার এই নতুন যাত্রাপথে তাঁকে শুভেচ্ছা অভিনেতার।

  • Congratulations and my love to Anupama as she starts on this new journey of life. May it be filled with love light and laughter. U r the man Jagdeep...and may u both have double the reasons to be happy with this union. https://t.co/hANJGRLD8P

    — Shah Rukh Khan (@iamsrk) November 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Intro:Body:

Tweet টুডে : আজ কোন বলিউড সেলেব্রিটি কী শেয়ার করলেন?



প্রতিদিনের মতো দেখে নেওয়া যাক কোন বলিউড সেলেব্রিটি কী শেয়ার করলেন তাঁদের সোশাল মিডিয়ার পাতায়?



অক্ষয় কুমার : অক্ষয়ের আসন্ন ছবি 'গুড নিউজ়'-এর ট্রেলার দেখে খুব খুশি আমির খান। আমিরের সেই পোস্টকে উল্লেখ করে তাঁকে অনেক ধন্যবাদ জানিয়েছেন অক্ষয়।



ভূমি পেদনেকর : ভূমির আসন্ন ছবি 'পতী পত্নী ঔর ওহ'-এর একটি গান মুক্তি পেয়েছে আজই। মিকা সিং ও তুলসী কুমারের গাওয়া সেই 'আঁখিয়োঁ সে গোলি মারে' গানটির লিঙ্ক শেয়ার করেছেন ভূমি।



শিল্পা শেট্টি : ফারহা খানের সঙ্গে একটি মজার ভিডিয়ো শেয়ার করেছেন শিল্পা। সম্প্রতি তিনি ইউটিউবের গোল্ডেন বাটন জিতেছেন। সেই কারণে শিল্পাকে শুভেচ্ছা জানালেন ফারহা।



অনুপম খের : 'কিল বিল' অভিনেত্রীর পরিচালনায় টেলিভিশন সিরিজ় 'নিউ অ্যামস্টারডম'-এ অভিনয় করছেন অনুপম। খবরটি শেয়ার করেছেন তিনি।



শাহরুখ খান : অ্যাসিডাক্রান্তদের পাশে শাহরুখ। অ্যাসিডাক্রান্ত অনুপমার বিয়ের খুশিতে একটি পোস্ট করেছেন কিং খান। অনুপমার এই নতুন যাত্রাপথে তাঁকে শুভেচ্ছা অভিনেতার।






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.