মুম্বই : এবার হিন্দিতে রিমেক করা হচ্ছে মালয়ালম ক্রাইম থ্রিলার 'আনজাম পাথিরা'। চলতি বছরের শুরুর দিকেই মুক্তি পেয়েছে ছবিটি । আর এবার এর হিন্দি রিমেক করা হবে বলে জানা গিয়েছে ।
যৌথভাবে ছবিটির হিন্দি রিমেক করবে রিয়ায়েন্স এন্টারটেনমেন্ট, আশিক ওসমান প্রোডাকশনস ও এপি ইন্টারন্যাশনাল । 'আনজাম পাথিরা' ছবিটি পরিচালনায় করেন মিধুন মানুয়েল থোমাস ।
![sfd](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4ff26468d582201511c1aaf37e8edc79_3108newsroom_1598864210_74.jpg)
এই ছবি প্রসঙ্গে রিয়ায়েন্স এন্টারটেনমেন্টের CEO শিবাশিস সরকার বলেন, "এটা এমন একটা থ্রিলার যা আপনাকে জায়গা থেকে উঠতে দেবে না । এই ছবির রিমেক করতে পারব এটা ভেবেই আমাদের খুব ভালো লাগছে ।"
আশিক ওসমান এই ছবি সম্পর্কে বলেন, "'আনজাম পাথিরা' একটি সাইকো মার্ডার থ্রিলার । এই ছবি রিমেক করা হচ্ছে সেটা ভেবেই খুব ভালো লাগছে ।"