ETV Bharat / sitara

হিন্দিতে রিমেক হতে চলেছে মালয়ালম ছবি 'আনজাম পাথিরা' - Malayalam film

যৌথভাবে ছবিটির হিন্দি রিমেক করবে রিয়ায়েন্স এন্টারটেনমেন্ট, আশিক ওসমান প্রোডাকশনস ও এপি ইন্টারন্যাশনাল ।

asd
asd
author img

By

Published : Aug 31, 2020, 2:30 PM IST

মুম্বই : এবার হিন্দিতে রিমেক করা হচ্ছে মালয়ালম ক্রাইম থ্রিলার 'আনজাম পাথিরা'। চলতি বছরের শুরুর দিকেই মুক্তি পেয়েছে ছবিটি । আর এবার এর হিন্দি রিমেক করা হবে বলে জানা গিয়েছে ।

যৌথভাবে ছবিটির হিন্দি রিমেক করবে রিয়ায়েন্স এন্টারটেনমেন্ট, আশিক ওসমান প্রোডাকশনস ও এপি ইন্টারন্যাশনাল । 'আনজাম পাথিরা' ছবিটি পরিচালনায় করেন মিধুন মানুয়েল থোমাস ।

sfd
'আনজাম পাথিরা'-র পোস্টার

এই ছবি প্রসঙ্গে রিয়ায়েন্স এন্টারটেনমেন্টের CEO শিবাশিস সরকার বলেন, "এটা এমন একটা থ্রিলার যা আপনাকে জায়গা থেকে উঠতে দেবে না । এই ছবির রিমেক করতে পারব এটা ভেবেই আমাদের খুব ভালো লাগছে ।"

আশিক ওসমান এই ছবি সম্পর্কে বলেন, "'আনজাম পাথিরা' একটি সাইকো মার্ডার থ্রিলার । এই ছবি রিমেক করা হচ্ছে সেটা ভেবেই খুব ভালো লাগছে ।"

মুম্বই : এবার হিন্দিতে রিমেক করা হচ্ছে মালয়ালম ক্রাইম থ্রিলার 'আনজাম পাথিরা'। চলতি বছরের শুরুর দিকেই মুক্তি পেয়েছে ছবিটি । আর এবার এর হিন্দি রিমেক করা হবে বলে জানা গিয়েছে ।

যৌথভাবে ছবিটির হিন্দি রিমেক করবে রিয়ায়েন্স এন্টারটেনমেন্ট, আশিক ওসমান প্রোডাকশনস ও এপি ইন্টারন্যাশনাল । 'আনজাম পাথিরা' ছবিটি পরিচালনায় করেন মিধুন মানুয়েল থোমাস ।

sfd
'আনজাম পাথিরা'-র পোস্টার

এই ছবি প্রসঙ্গে রিয়ায়েন্স এন্টারটেনমেন্টের CEO শিবাশিস সরকার বলেন, "এটা এমন একটা থ্রিলার যা আপনাকে জায়গা থেকে উঠতে দেবে না । এই ছবির রিমেক করতে পারব এটা ভেবেই আমাদের খুব ভালো লাগছে ।"

আশিক ওসমান এই ছবি সম্পর্কে বলেন, "'আনজাম পাথিরা' একটি সাইকো মার্ডার থ্রিলার । এই ছবি রিমেক করা হচ্ছে সেটা ভেবেই খুব ভালো লাগছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.