ETV Bharat / sitara

করোনা পজিটিভ হলেন বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমার - updated news of Akshay Kumar

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার করোনা পজিটিভ ৷ এই খবর অভিনেতা নিজেই টুইটারের মাধ্যমে জানিয়ে দেন ৷

updated news of Akshay Kumar
অক্ষয় কুমার, ছবি সৌজন্য সোশাল মিডিয়া
author img

By

Published : Apr 4, 2021, 12:12 PM IST

মুম্বই , 4 এপ্রিল : এবার করোনার কোপে বলিউডের সবচেয়ে স্বাস্থ্য সচেতন অভিনেতা অক্ষয় কুমার ৷ বলিউডের 'খিলাড়ি' টুইট করে জানিয়েছেন তিনি করোনা পজিটিভ ৷ আর সেই কারণেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি ৷

অভিনেতা টুইটে বলেন, ‘'আমি সকলকে জানাতে চাই যে, সকালে আমার করোনা পরীক্ষা করা হয় ৷ আমার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ সমস্ত নিয়ম মেনে আমি আইসোলেটেড করে নিয়েছি নিজেকে ৷ আমি এখন ঘরেই চিকিৎসাধীন রয়েছি ৷ আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের আমি করোনা পরীক্ষা করানোর জন্য অনুরোধ করছি ৷...'’

মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে ৷ সম্প্রতি বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও গায়ক আদিত্য নারায়ণ ও তাঁর স্ত্রী করোনায় আক্রান্ত হন ৷ এবার সেই তালিকাতে যোগ হল অক্ষয় কুমারেরও নাম ৷

উল্লেখ্য, অভিনেতা বর্তমানে রামসেতু ছবির শুটিং করছিলেন ৷ সমস্ত নিয়মবিধি মেনেই হচ্ছিল ছবির শুটিং ৷ তবু তারই মধ্যে করোনায় আক্রান্ত হতে হল অক্ষয় কুমারকে ৷

মুম্বই , 4 এপ্রিল : এবার করোনার কোপে বলিউডের সবচেয়ে স্বাস্থ্য সচেতন অভিনেতা অক্ষয় কুমার ৷ বলিউডের 'খিলাড়ি' টুইট করে জানিয়েছেন তিনি করোনা পজিটিভ ৷ আর সেই কারণেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি ৷

অভিনেতা টুইটে বলেন, ‘'আমি সকলকে জানাতে চাই যে, সকালে আমার করোনা পরীক্ষা করা হয় ৷ আমার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ সমস্ত নিয়ম মেনে আমি আইসোলেটেড করে নিয়েছি নিজেকে ৷ আমি এখন ঘরেই চিকিৎসাধীন রয়েছি ৷ আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের আমি করোনা পরীক্ষা করানোর জন্য অনুরোধ করছি ৷...'’

মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে ৷ সম্প্রতি বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও গায়ক আদিত্য নারায়ণ ও তাঁর স্ত্রী করোনায় আক্রান্ত হন ৷ এবার সেই তালিকাতে যোগ হল অক্ষয় কুমারেরও নাম ৷

উল্লেখ্য, অভিনেতা বর্তমানে রামসেতু ছবির শুটিং করছিলেন ৷ সমস্ত নিয়মবিধি মেনেই হচ্ছিল ছবির শুটিং ৷ তবু তারই মধ্যে করোনায় আক্রান্ত হতে হল অক্ষয় কুমারকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.