ETV Bharat / sitara

যুবরাজের অবসর নিয়ে টুইট বলিউড তারকাদের - ভারতীয় ক্রিকেট

অবসর নিলেন যুবরাজ সিং। আবেগে ভাসল বলিউড।

যুবরাজ সিং
author img

By

Published : Jun 11, 2019, 2:59 PM IST

মুম্বই : মঙ্গলবার ক্রিকেট থেকে অবসর নিলেন যুবরাজ সিং। যুবির অবসরে আবেগে ভাসল বলিউড । সোশাল মিডিয়ায় একঝাঁক বলিউড তারকা যুবরাজের পরবর্তী জীবনের জন্য শুভেচ্ছা জানালেন।

শুভেচ্ছা জানালেন অভিষেক বচ্চন। নিজের টুইটারে তিনি লিখেছেন, "অবসরে আপনাকে অভিনন্দন @ যুবরাজ। আপনি আছেন এবং থাকবেন একজন অনুপ্রেরণাদায়ক ক্রীড়াবিদ হয়ে। সমস্ত সুন্দর মুহুর্তের জন্য ধন্যবাদ আপনাকে।"

  • Many congratulations @YUVSTRONG12 on your retirement. You have been, are and will remain one of the most inspirational sportsman ever! Thank you for all the wonderful memories. #YuviRetires

    — Abhishek Bachchan (@juniorbachchan) June 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অনুপম খের টুইট করে জানালেন, "আপনি বিশ্বজুড়ে লাখ লাখ ভারতীয়দের কেবলমাত্র একজন মহান ক্রিকেটার হিসাবেই অনুপ্রাণিত করেননি। আপনি এমন একজন মানুষ, যিনি জীবনযুদ্ধে জয়ী হয়েছেন। আপনার মত মানুষের অবসর হয় না। আমরা সবসময় আপনার শক্তি এবং সাহসের প্রশংসা করব।"

  • Dearest @YUVSTRONG12!!! You have inspired millions of Indians all over the world not only as a great cricketer but also as a person whose attitude towards life has been that of a complete WINNER. People like you don’t retire. We will always applaud your strength & courage.🙏😍 pic.twitter.com/Y90auVDj30

    — Anupam Kher (@AnupamPKher) June 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অনুষ্কা শর্মার টুইটেও আবেগের ছোঁয়া। লিখেছেন, "আপনি অনেক সুন্দর স্মৃতি দিয়েছেন আমাদের। তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি একজন যোদ্ধা এবং অনেকের অনুপ্রেরণা । আমি আপনার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য শুভ কামনা জানাই।"

  • Thank you for the memories @YUVSTRONG12 . You've been a warrior and inspiration to so many. I wish you the best in the next inning of your life 🌟🌟🌟

    — Anushka Sharma (@AnushkaSharma) June 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অঙ্গদ বেদি টুইট করে লিখেছেন, "ভারতীয় ক্রিকেটের জন্য আপনি যা করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি একজন সত্যিকারের বিজয়ী, যিনি খেলার মাঠে সবসময় শালীনতা বজায় রেখেছেন । আপনি খেলার মাঠে প্রচুর স্মৃতি তৈরি করেছেন এবং একজন ভারতীয় হিসাবে আমরা সবসময় সেগুলোর জন্য আনন্দ পেয়েছি। ধন্যবাদ জার্সি নম্বর 12 । সিদ্ধান্তটা কঠিন ছিল। এই সময়ে চোখের জল আটকে রাখা সহজ নয়। আপনি জীবনের উন্নতি এবং অবনতি দুটোই দেখেছেন । আপনি সবসময় আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটার এবং বিশেষ বন্ধু । আপনার জীবন সুখের হয়ে উঠুক।"

রবিনা ট্যান্ডন টুইট করে জানিয়েছেন, "কঠিন ও বেদনাদায়ক সিদ্বান্ত। সবসময় আপনার খেলা আমাদের আনন্দ দিয়েছে ও ভারতকে গর্বিত করেছে। আক্ষরিক অর্থে ভারতের সন্তান আপনি। ইংল্যান্ডের বিরুদ্ধে T-20 বিশ্বকাপে আপনি 6 টা 6 মেরে জিতিয়েছিলেন আমাদের। সেটা আমাদের স্মৃতিতে থেকে যাবে চিরকাল। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।"

  • Dear @YUVSTRONG12 .A heartbreaking brave decision.entertained us with ur brilliant innings always.Made India proud,true son of the soil,won for us,6 sixes,T-20 WC against England,is etched in our minds https://t.co/WD4hOSAYgo wishes for your futureendeavours.#YuvrajSinghretires

    — Raveena Tandon (@TandonRaveena) June 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রণবিজয় সিংও টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন যুবরাজ সিংকে। তিনি লিখেছেন, "মাঠের ভিতর ও বাইরে দুই ক্ষেত্রেই আপনি একজন যোদ্ধা । একজন মানুষ ও একজন ক্রিকেটার হিসেবে আপনি আমাদের অনুপ্রেরণা। আপনার পরবর্তী জীবন ও পরিবারের জন্য অনেক শুভেচ্ছা রইল"

  • A true fighter on and off the field, the “Yuvraj” of Cricket!Brother @YUVSTRONG12 you are an inspiration as a cricketer and a human being!Best of luck for everything that you want to do this point onwards.Congratulations to you and your family for an amazing career! #YuviRetires pic.twitter.com/VAdztKSgsq

    — Rannvijay Singha (@rannvijaysingha) June 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুভাকাঙ্খী তারকাদের মধ্যে রয়েছেন বরুণ ধাওয়ানও। তিনি লিখেছেন,"আমাদের অনেক সুন্দর স্মৃতি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ ক্রীড়া দুনিয়ার একজন মহান প্রতিনিধি হওয়ার জন্য়।"

এর পাশাপাশি হুমা কুরেশি, সুনীল শেট্টি ,নেহা ধুপিয়াও ট্যুইটে মন্তব্য করেছেন ।

শুধু ক্রিকেট নয় , এর পাশাপাশি যুবরাজ ক্যানসারকেও জয় করে ফিরেছেন । ক্যানসার আক্রান্তদের জন্য তিনি 'YOUWECAN' নামে একটি সেচ্ছাসেবী সংস্থা গড়ে তুলেছেন। আশা করা যায়, আগামী জীবনেও এই ভাবে মানুষের পাশে থাকবেন তিনি। শুভেচ্ছা রইল ETV ভারত সিতারার পক্ষ থেকে ।

মুম্বই : মঙ্গলবার ক্রিকেট থেকে অবসর নিলেন যুবরাজ সিং। যুবির অবসরে আবেগে ভাসল বলিউড । সোশাল মিডিয়ায় একঝাঁক বলিউড তারকা যুবরাজের পরবর্তী জীবনের জন্য শুভেচ্ছা জানালেন।

শুভেচ্ছা জানালেন অভিষেক বচ্চন। নিজের টুইটারে তিনি লিখেছেন, "অবসরে আপনাকে অভিনন্দন @ যুবরাজ। আপনি আছেন এবং থাকবেন একজন অনুপ্রেরণাদায়ক ক্রীড়াবিদ হয়ে। সমস্ত সুন্দর মুহুর্তের জন্য ধন্যবাদ আপনাকে।"

  • Many congratulations @YUVSTRONG12 on your retirement. You have been, are and will remain one of the most inspirational sportsman ever! Thank you for all the wonderful memories. #YuviRetires

    — Abhishek Bachchan (@juniorbachchan) June 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অনুপম খের টুইট করে জানালেন, "আপনি বিশ্বজুড়ে লাখ লাখ ভারতীয়দের কেবলমাত্র একজন মহান ক্রিকেটার হিসাবেই অনুপ্রাণিত করেননি। আপনি এমন একজন মানুষ, যিনি জীবনযুদ্ধে জয়ী হয়েছেন। আপনার মত মানুষের অবসর হয় না। আমরা সবসময় আপনার শক্তি এবং সাহসের প্রশংসা করব।"

  • Dearest @YUVSTRONG12!!! You have inspired millions of Indians all over the world not only as a great cricketer but also as a person whose attitude towards life has been that of a complete WINNER. People like you don’t retire. We will always applaud your strength & courage.🙏😍 pic.twitter.com/Y90auVDj30

    — Anupam Kher (@AnupamPKher) June 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অনুষ্কা শর্মার টুইটেও আবেগের ছোঁয়া। লিখেছেন, "আপনি অনেক সুন্দর স্মৃতি দিয়েছেন আমাদের। তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি একজন যোদ্ধা এবং অনেকের অনুপ্রেরণা । আমি আপনার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য শুভ কামনা জানাই।"

  • Thank you for the memories @YUVSTRONG12 . You've been a warrior and inspiration to so many. I wish you the best in the next inning of your life 🌟🌟🌟

    — Anushka Sharma (@AnushkaSharma) June 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অঙ্গদ বেদি টুইট করে লিখেছেন, "ভারতীয় ক্রিকেটের জন্য আপনি যা করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি একজন সত্যিকারের বিজয়ী, যিনি খেলার মাঠে সবসময় শালীনতা বজায় রেখেছেন । আপনি খেলার মাঠে প্রচুর স্মৃতি তৈরি করেছেন এবং একজন ভারতীয় হিসাবে আমরা সবসময় সেগুলোর জন্য আনন্দ পেয়েছি। ধন্যবাদ জার্সি নম্বর 12 । সিদ্ধান্তটা কঠিন ছিল। এই সময়ে চোখের জল আটকে রাখা সহজ নয়। আপনি জীবনের উন্নতি এবং অবনতি দুটোই দেখেছেন । আপনি সবসময় আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটার এবং বিশেষ বন্ধু । আপনার জীবন সুখের হয়ে উঠুক।"

রবিনা ট্যান্ডন টুইট করে জানিয়েছেন, "কঠিন ও বেদনাদায়ক সিদ্বান্ত। সবসময় আপনার খেলা আমাদের আনন্দ দিয়েছে ও ভারতকে গর্বিত করেছে। আক্ষরিক অর্থে ভারতের সন্তান আপনি। ইংল্যান্ডের বিরুদ্ধে T-20 বিশ্বকাপে আপনি 6 টা 6 মেরে জিতিয়েছিলেন আমাদের। সেটা আমাদের স্মৃতিতে থেকে যাবে চিরকাল। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।"

  • Dear @YUVSTRONG12 .A heartbreaking brave decision.entertained us with ur brilliant innings always.Made India proud,true son of the soil,won for us,6 sixes,T-20 WC against England,is etched in our minds https://t.co/WD4hOSAYgo wishes for your futureendeavours.#YuvrajSinghretires

    — Raveena Tandon (@TandonRaveena) June 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রণবিজয় সিংও টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন যুবরাজ সিংকে। তিনি লিখেছেন, "মাঠের ভিতর ও বাইরে দুই ক্ষেত্রেই আপনি একজন যোদ্ধা । একজন মানুষ ও একজন ক্রিকেটার হিসেবে আপনি আমাদের অনুপ্রেরণা। আপনার পরবর্তী জীবন ও পরিবারের জন্য অনেক শুভেচ্ছা রইল"

  • A true fighter on and off the field, the “Yuvraj” of Cricket!Brother @YUVSTRONG12 you are an inspiration as a cricketer and a human being!Best of luck for everything that you want to do this point onwards.Congratulations to you and your family for an amazing career! #YuviRetires pic.twitter.com/VAdztKSgsq

    — Rannvijay Singha (@rannvijaysingha) June 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুভাকাঙ্খী তারকাদের মধ্যে রয়েছেন বরুণ ধাওয়ানও। তিনি লিখেছেন,"আমাদের অনেক সুন্দর স্মৃতি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ ক্রীড়া দুনিয়ার একজন মহান প্রতিনিধি হওয়ার জন্য়।"

এর পাশাপাশি হুমা কুরেশি, সুনীল শেট্টি ,নেহা ধুপিয়াও ট্যুইটে মন্তব্য করেছেন ।

শুধু ক্রিকেট নয় , এর পাশাপাশি যুবরাজ ক্যানসারকেও জয় করে ফিরেছেন । ক্যানসার আক্রান্তদের জন্য তিনি 'YOUWECAN' নামে একটি সেচ্ছাসেবী সংস্থা গড়ে তুলেছেন। আশা করা যায়, আগামী জীবনেও এই ভাবে মানুষের পাশে থাকবেন তিনি। শুভেচ্ছা রইল ETV ভারত সিতারার পক্ষ থেকে ।

Intro:Body:

যুবরাজের অবসর নিয়ে টুইট বলিউড তারকাদের



মুম্বই : মঙ্গলবার ক্রিকেট থেকে অবসর নিলেন  যুবরাজ সিং। যুবির অবসরে আবেগে ভাসল বলিউড । সোশাল মিডিয়ায় একঝাঁক বলিউড তারকা যুবরাজের পরবর্তী জীবনের জন্য শুভেচ্ছা জানালেন।  



শুভেচ্ছা জানালেন অভিষেক বচ্চন। নিজের টুইটারে তিনি লিখেছেন, "অবসরে আপনাকে অভিনন্দন @ যুবরাজ। আপনি আছেন এবং থাকবেন একজন অনুপ্রেরণাদায়ক ক্রীড়াবিদ

হয়ে। সমস্ত সুন্দর মুহুর্তের জন্য ধন্যবাদ আপনাকে।"



অনুপম খের টুইট করে জানালেন, "আপনি বিশ্বজুড়ে লাখ লাখ ভারতীয়দের কেবলমাত্র একজন মহান ক্রিকেটার হিসাবেই অনুপ্রাণিত করেননি। আপনি এমন একজন মানুষ, যিনি জীবনযুদ্ধে জয়ী হয়েছেন। আপনার মত মানুষের অবসর হয় না। আমরা সবসময় আপনার শক্তি এবং সাহসের প্রশংসা করব।"



অনুষ্কা শর্মার টুইটেও আবেগের ছোঁয়া। লিখেছেন, "আপনি অনেক সুন্দর স্মৃতি দিয়েছেন আমাদের। তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি একজন যোদ্ধা এবং অনেকের অনুপ্রেরণা । আমি আপনার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য শুভ কামনা জানাই।"



অঙ্গদ বেদি টুইট করে লিখেছেন, "ভারতীয় ক্রিকেটের জন্য আপনি যা করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি একজন সত্যিকারের বিজয়ী, যিনি খেলার মাঠে সবসময় শালীনতা বজায় রেখেছেন । আপনি খেলার মাঠে প্রচুর স্মৃতি তৈরি করেছেন এবং একজন ভারতীয় হিসাবে আমরা সবসময় সেগুলোর জন্য আনন্দ পেয়েছি। ধন্যবাদ জার্সি নম্বর 12 । সিদ্ধান্তটা কঠিন ছিল। এই সময়ে চোখের জল আটকে রাখা সহজ নয়। আপনি জীবনের উন্নতি এবং অবনতি দুটোই দেখেছেন । আপনি সবসময় আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটার এবং বিশেষ বন্ধু । আপনার জীবন সুখের হয়ে উঠুক।"



রবিনা ট্যান্ডন টুইট করে জানিয়েছেন, "কঠিন ও বেদনাদায়ক সিদ্বান্ত। সবসময় আপনার খেলা আমাদের আনন্দ দিয়েছে ও ভারতকে গর্বিত করেছে। আক্ষরিক অর্থে ভারতের সন্তান আপনি। ইংল্যান্ডের বিরুদ্ধে T-20 বিশ্বকাপে আপনি 6 টা 6 মেরে  জিতিয়েছিলেন আমাদের। সেটা আমাদের স্মৃতিতে  থেকে যাবে চিরকাল। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।"



রণবিজয় সিংও টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন যুবরাজ সিংকে। তিনি লিখেছেন, "মাঠের ভিতর ও বাইরে দুই ক্ষেত্রেই আপনি একজন যোদ্ধা । একজন মানুষ ও একজন ক্রিকেটার হিসেবে আপনি আমাদের অনুপ্রেরণা। আপনার পরবর্তী জীবন ও  পরিবারের জন্য অনেক শুভেচ্ছা রইল"



শুভাকাঙ্খী তারকাদের মধ্যে রয়েছেন বরুণ ধাওয়ানও। তিনি লিখেছেন,"আমাদের অনেক সুন্দর স্মৃতি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ ক্রীড়া দুনিয়ার একজন মহান প্রতিনিধি হওয়ার জন্য়।"



এর পাশাপাশি হুমা কুরেশি, সুনীল শেট্টি ,নেহা ধুপিয়াও ট্যুইটে মন্তব্য করেছেন ।



শুধু ক্রিকেট নয় এর পাশাপাশি যুবরাজ ক্যানসারকেও জয় করে ফিরেছেন । ক্যানসার আক্রান্তদের জন্য তিনি 'YOUWECAN' একটি সেচ্ছাসেবী সংস্থা গড়ে তুলেছেন।আশা করা যায় আগামী জীবনেও এই ভাবে মানুষের পাশে তিনি থাকবেন । শুভেচ্ছা রইল ETV ভারত সিতারার পক্ষ থেকে ।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.