ETV Bharat / sitara

কাশি বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন সোনু - ayodhya sonu nigam

কাশি বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি সেখানে উপস্থিত অনুরাগীদের সঙ্গে সেলফি তুলতেও দেখা গিয়েছিল সোনু নিগমকে ।

asd
asd
author img

By

Published : Jan 27, 2021, 4:45 PM IST

বারাণসী : কয়েকদিন ধরেই উত্তরপ্রদেশে রয়েছেন সোনু নিগম । বিখ্যাত মন্দিরগুলির দর্শন করছেন তিনি । গতকাল বারাণসীর পর আজ সকালে কাশি বিশ্বনাথ মন্দিরে যান । সেখানে পুজোও দেন তিনি ।

রবিবার থেকে উত্তরপ্রদেশে রয়েছেন সোনু । ওইদিন অযোধ্যার হনুমানগড়ীতে গিয়েছিলেন তিনি । সেখানে ভগবান রামের দর্শন করেন । এরপর সোমবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেছিলেন তিনি । বেশ কিছুক্ষণ কথা হয়েছিল তাঁদের মধ্যে । এমনকী, মুখ্যমন্ত্রীর প্রশংসা করতেও দেখা যায় তাঁকে । তার সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে অযোধ্যার রাম মন্দির নির্মাণের জন্য ইট অনুদানের ইচ্ছাও প্রকাশ করেন ।

এরপর গতকাল বারাণসীতে গিয়েছিলেন সোনু । সেখানে বিকেলের দিকে গঙ্গা আরতিতে যোগ দেন তিনি । আর আজ সকালের দিকে কাশি বিশ্বনাথ মন্দিরে যান । পুজো দেওয়ার পাশাপাশি সকালের মঙ্গল আরতিতেও যোগ দিয়েছিলেন তিনি ।

এদিকে সোনুকে দেখার পরই মন্দিরে ভিড় জমিয়ে ছিলেন অনুরাগীরা । প্রিয় গায়ককে কাছে পেয়ে তাঁর সঙ্গে সেলফি তোলার আবদার করছিলেন সবাই । সেই আবদার মেনে সবার সঙ্গে সেলফি তোলেন সোনু ।

বারাণসী : কয়েকদিন ধরেই উত্তরপ্রদেশে রয়েছেন সোনু নিগম । বিখ্যাত মন্দিরগুলির দর্শন করছেন তিনি । গতকাল বারাণসীর পর আজ সকালে কাশি বিশ্বনাথ মন্দিরে যান । সেখানে পুজোও দেন তিনি ।

রবিবার থেকে উত্তরপ্রদেশে রয়েছেন সোনু । ওইদিন অযোধ্যার হনুমানগড়ীতে গিয়েছিলেন তিনি । সেখানে ভগবান রামের দর্শন করেন । এরপর সোমবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেছিলেন তিনি । বেশ কিছুক্ষণ কথা হয়েছিল তাঁদের মধ্যে । এমনকী, মুখ্যমন্ত্রীর প্রশংসা করতেও দেখা যায় তাঁকে । তার সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে অযোধ্যার রাম মন্দির নির্মাণের জন্য ইট অনুদানের ইচ্ছাও প্রকাশ করেন ।

এরপর গতকাল বারাণসীতে গিয়েছিলেন সোনু । সেখানে বিকেলের দিকে গঙ্গা আরতিতে যোগ দেন তিনি । আর আজ সকালের দিকে কাশি বিশ্বনাথ মন্দিরে যান । পুজো দেওয়ার পাশাপাশি সকালের মঙ্গল আরতিতেও যোগ দিয়েছিলেন তিনি ।

এদিকে সোনুকে দেখার পরই মন্দিরে ভিড় জমিয়ে ছিলেন অনুরাগীরা । প্রিয় গায়ককে কাছে পেয়ে তাঁর সঙ্গে সেলফি তোলার আবদার করছিলেন সবাই । সেই আবদার মেনে সবার সঙ্গে সেলফি তোলেন সোনু ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.