ETV Bharat / sitara

NCB দপ্তরে রিয়াকে ঘিরে সংবাদমাধ্যমের হুড়োহুড়ি, সমালোচনা বলিউডের

আজ বেলা 12টা নাগাদ রিয়াকে NCB দপ্তরের সামনে গাড়ি থেকে নামতে দেখেই তাঁকে ঘিরে ধরে সংবাদমাধ্যম । এরপর কোনওরকমে ভিড় ঠেলে তাঁকে ভিতরে নিয়ে যায় পুলিশ । অভিনেত্রীর সঙ্গে সংবাদমাধ্যমের এই ব্যবহার মেনে নিতে পারেননি বলিউডের একাধিক তারকা । সোশাল মিডিয়ায় এর বিরুদ্ধে সরব হন তাঁরা ।

asd
asd
author img

By

Published : Sep 6, 2020, 5:25 PM IST

মুম্বই : আজ সকালে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে মাদক যোগের তদন্তে যোগ দিতে নারকোটিকস কন্ট্রোল বিওরোর (NCB) দপ্তরে পৌঁছান রিয়া চক্রবর্তী । এই ঘটনায় রিয়ার ভাই সৌভিক, সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডা ও পরিচারক দীপেশ সাওয়ান্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে । এদিকে বেলা 12টা নাগাদ রিয়াকে NCB দপ্তরের সামনে গাড়ি থেকে নামতে দেখেই তাঁকে ঘিরে ধরে সংবাদমাধ্যম । এরপর কোনওরকমে ভিড় ঠেলে তাঁকে ভিতরে নিয়ে যায় পুলিশ । অভিনেত্রীর সঙ্গে সংবাদমাধ্যমের এই ব্যবহার মেনে নিতে পারেননি বলিউডের একাধিক তারকা । সোশাল মিডিয়ায় এর বিরুদ্ধে সরব হন তাঁরা ।

শিবানী দান্ডেকর লেখেন, "মিডিয়া শকুনরা । সংবাদমাধ্যমে বর্বরচিত আচরণ করছে । এমন কোনও কর্তৃপক্ষই কি নেই, যারা এটাকে বন্ধ করতে পারবে ।"

অসন্তোষ প্রকাশ করেছেন গৌহর খানও । তিনি লেখেন, "দোষীসাব্যস্ত হওয়ার পরও কোনও অপরাধীর সঙ্গে এত খারাপ আচরণ করতে দেখিনি ! বিচার হোক !!! সংবাদমাধ্যম তাঁর সঙ্গে যে আচরণ করছে, তার জন্য আমি খুবই অসন্তুষ্ট !"

asd
.

কোরোনা পরিস্থিতির মধ্যে সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক থেকে শুরু করে একাধিক স্বাস্থ্য সংস্থা । কিন্তু, রিয়াকে যখন NCB দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় তাঁকে ঘিরে ধরে সংবাদমাধ্যম । এ প্রসঙ্গে পরিচালক হনশল মেহতা শুধু দুটি শব্দ লেখেন, "সামাজিক দূরত্ব"।

asd
.

করিশ্মা তান্না লেখেন, "সামাজিক দূরত্বের আদর্শ উদাহরণ ।"

প্রযোজক মণীশ মুন্দ্রা লেখেন, "এটা অদ্ভূত । এটা কারও সঙ্গেই হওয়া উচিত নয় । এটা শেষ হওয়া উচিত । বিচার হওয়া প্রয়োজন । কিন্তু, তার আগে বিচারের রাস্তাটা এরকম হওয়া উচিত নয় ।"

asd
.

কয়েকদিন আগে সুশান্তের মৃত্যুর তদন্তে মাদক যোগের তথ্য সামনে আসে । এরপর তদন্তে নেমে সৌভিক ও স্যামুয়েলকে গ্রেপ্তার করে NCB । গতকাল গ্রেপ্তার হয় সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তকে ।

এরপর আজ সকালেই NCB-র একটি দল সমন নিয়ে রিয়ার বাড়িতে পৌঁছয় । বেলা 12টা নাগাদ মুম্বইয়ে NCB-র দপ্তরে পৌঁছন তিনি । এদিকে রিয়াকে গাড়ি থেকে নামতে দেখে তাঁকে ঘিরে ধরে সংবাদমাধ্যম । যদিও কোনও প্রতিক্রিয়া না দিয়েই ভিতরে চলে যান রিয়া ।

মুম্বই : আজ সকালে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে মাদক যোগের তদন্তে যোগ দিতে নারকোটিকস কন্ট্রোল বিওরোর (NCB) দপ্তরে পৌঁছান রিয়া চক্রবর্তী । এই ঘটনায় রিয়ার ভাই সৌভিক, সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডা ও পরিচারক দীপেশ সাওয়ান্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে । এদিকে বেলা 12টা নাগাদ রিয়াকে NCB দপ্তরের সামনে গাড়ি থেকে নামতে দেখেই তাঁকে ঘিরে ধরে সংবাদমাধ্যম । এরপর কোনওরকমে ভিড় ঠেলে তাঁকে ভিতরে নিয়ে যায় পুলিশ । অভিনেত্রীর সঙ্গে সংবাদমাধ্যমের এই ব্যবহার মেনে নিতে পারেননি বলিউডের একাধিক তারকা । সোশাল মিডিয়ায় এর বিরুদ্ধে সরব হন তাঁরা ।

শিবানী দান্ডেকর লেখেন, "মিডিয়া শকুনরা । সংবাদমাধ্যমে বর্বরচিত আচরণ করছে । এমন কোনও কর্তৃপক্ষই কি নেই, যারা এটাকে বন্ধ করতে পারবে ।"

অসন্তোষ প্রকাশ করেছেন গৌহর খানও । তিনি লেখেন, "দোষীসাব্যস্ত হওয়ার পরও কোনও অপরাধীর সঙ্গে এত খারাপ আচরণ করতে দেখিনি ! বিচার হোক !!! সংবাদমাধ্যম তাঁর সঙ্গে যে আচরণ করছে, তার জন্য আমি খুবই অসন্তুষ্ট !"

asd
.

কোরোনা পরিস্থিতির মধ্যে সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক থেকে শুরু করে একাধিক স্বাস্থ্য সংস্থা । কিন্তু, রিয়াকে যখন NCB দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় তাঁকে ঘিরে ধরে সংবাদমাধ্যম । এ প্রসঙ্গে পরিচালক হনশল মেহতা শুধু দুটি শব্দ লেখেন, "সামাজিক দূরত্ব"।

asd
.

করিশ্মা তান্না লেখেন, "সামাজিক দূরত্বের আদর্শ উদাহরণ ।"

প্রযোজক মণীশ মুন্দ্রা লেখেন, "এটা অদ্ভূত । এটা কারও সঙ্গেই হওয়া উচিত নয় । এটা শেষ হওয়া উচিত । বিচার হওয়া প্রয়োজন । কিন্তু, তার আগে বিচারের রাস্তাটা এরকম হওয়া উচিত নয় ।"

asd
.

কয়েকদিন আগে সুশান্তের মৃত্যুর তদন্তে মাদক যোগের তথ্য সামনে আসে । এরপর তদন্তে নেমে সৌভিক ও স্যামুয়েলকে গ্রেপ্তার করে NCB । গতকাল গ্রেপ্তার হয় সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তকে ।

এরপর আজ সকালেই NCB-র একটি দল সমন নিয়ে রিয়ার বাড়িতে পৌঁছয় । বেলা 12টা নাগাদ মুম্বইয়ে NCB-র দপ্তরে পৌঁছন তিনি । এদিকে রিয়াকে গাড়ি থেকে নামতে দেখে তাঁকে ঘিরে ধরে সংবাদমাধ্যম । যদিও কোনও প্রতিক্রিয়া না দিয়েই ভিতরে চলে যান রিয়া ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.