দিল্লি : 19 বছর বয়সি এই অ্যাথলেট শেষ গোল্ড মেডেল জেতেন শনিবার প্রগে । সেখানে তিনি 52.09 সেকেন্ডে 400 মিটার রেসে দৌড়ান । এর আগে 2018 সালে এশিয়ান গেমসে তিনি 50.79 সেকেন্ডের রেকর্ড করেছিলেন ।
অভিনেত্রী অনুষ্কা শর্মা বলেন, "হিমা ইয়ং মেয়েদের কাছে অনুপ্রেরণা ।"
অনুষ্কা লেখেন, "19 দিন, 5 গোল্ড মেডেল, 1 গোল্ডেন গার্ল ! অভিনন্দন হিমা ! আপনি ইয়ং মেয়েদের কাছে অনুপ্রেরণা । আপনি দৃঢ়সংকল্পের উদাহরণ ।"
অনিল কাপুর ভবিষ্যতে হিমার আরও সাফল্যের কামনা করেন । তিনি টুইট করেন, "পঞ্চম সোনা জেতার জন্য অভিনন্দন হিমা । অসমের প্রতি আপনার দয়া আমাদের সবাইকে অনুপ্রেরণা জোগায় । সোনার হৃদয় দিয়ে তৈরি অ্যাথলেট । আপনার আরও সাফল্যের জন্য কামনা করি । তোমার জন্য ভারত গর্বিত ।"
তাপসি পান্নু একটু অন্যভাবেই হিমাকে অভিনন্দন জানান । তিনি লেখেন, "এখন হিমা নিজের একটা সোনার খনি তৈরি করবে । কুডোস গার্ল ।"
পরিচালক শেখর কাপুর হিমাকে 'সুপার গার্ল' বলে সম্বোধন করেন । তিনি লেখেন, "সুপারগার্ল । তিনি একটা উত্তরের জন্য অসম্ভবকে ধরেন না ।"
ভূমি পেদনেকর হিমাকে "আনস্টপেবল" বলেছেন । আবার রাজকুমার রাও তাঁকে অভিনন্দন জানিয়ে বলেছেন, "একটি অনুপ্রেরণা"
কমেডিয়ান কপিল শর্মা হিমাকে স্টার বলেছেন । "হিমা আমরা আপনার জন্য খুব গর্বিত । সবসময় তারার মতো জ্বলতে থাকুন ।"
অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত লেখেন, "পঞ্চম সোনার জন্য অভিনন্দন হিমা ।"
অভিনেতা রীতেশ দেশমুখ লেখেন, "এটা যদি আপনাদের অনুপ্রেরণা না জোগায়, তাহলে আর কী দেবে ? পঞ্চম সোনা ! কী দারুণ সুপারস্টার হিমা । আপনি ভারতের গর্ব । অভিনন্দন ।"