অমিতাভ বচ্চন : কোরোনার সঙ্গে এই বিশেষ দিনটিকে খুব সুন্দর মিলিয়ে দিলেন অমিতাভ । ছোটোবেলায় আমাদের শরীর খারাপ হলে মাকে বলতাম, আর মা সব ঠিক করে দিতেন । কোরোনার লক্ষণও না লুকিয়ে সবাইকে জানিয়ে চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে ওঠার আবেদন জানালেন অমিতাভ ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আয়ুষ্মান খুরানা : মা-কে মনে করে গান গাইলেন আয়ুষ্মান খুরানা । গান গেয়ে সেই ভিডিয়ো পোস্টও করলেন তিনি । ক্যাপশনে লিখেছেন, "প্রত্য়েক মায়ের জন্য এই গান, যাঁরা প্রতিনিয়ত ও নিঃস্বার্থভাবে আমাদের জীবন আর এই দুনিয়াকে আকার দিয়ে চলেছেন ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
প্রিয়াঙ্কা চোপড়া : শুধু মা নন, এই মাতৃদিবসে প্রিয়াঙ্কা সেই প্রত্য়েক নারীকে ধন্যবাদ জানালেন, যাঁরা তাঁকে বড় করেছেন । দিদা, কাকিমা, প্রত্যেককে ধন্যবাদ জানালেন অভিনেত্রী । বাদ গেলেন না নিক জোনাসের মা অর্থাৎ প্রিয়াঙ্কার শাশুড়িও ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
করণ জোহর : মা-কে ধন্য়বাদ জানালেন করণ । কারণ ? তিনি প্রতিদিন করণকে শেখাচ্ছেন একজন উপযুক্ত মা কী করে হওয়া যায় । সিঙ্গল ফাদার করণের দুই সন্তান যশ আর রুহি, করণের মাকে 'মা' বলেই সম্বোধন করে ।
-
Thank you for teaching me everyday how to be a mother ....I love you so much ... #HappyMothersDay pic.twitter.com/pLUQq5AEL5
— Karan Johar (@karanjohar) May 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thank you for teaching me everyday how to be a mother ....I love you so much ... #HappyMothersDay pic.twitter.com/pLUQq5AEL5
— Karan Johar (@karanjohar) May 10, 2020Thank you for teaching me everyday how to be a mother ....I love you so much ... #HappyMothersDay pic.twitter.com/pLUQq5AEL5
— Karan Johar (@karanjohar) May 10, 2020
করিনা কাপুর : তইমুরের সঙ্গে একটি মজার ছবি শেয়ার করেছেন করিনা । সেই ছবিই তাঁদের সম্পর্কের রসায়নকে এক্সপ্লেন করবে, বিশ্বাসী অভিনেত্রী ।
- View this post on Instagram
This pretty much sums up mother's day and well... every other day with Tim ❤️😂 #HappyMothersDay
">
তাপসী পান্নু : সেপিয়া টোনে তোলা মায়ের একটি ছবি শেয়ার করেছেন তাপসী । মন খুলে হাসছেন সেই ছবিতে তাপসীর মা । অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, "আমি এখান থেকেই এটা পেয়েছি..." তাপসী নিজের প্রাণ খোলা হাসি সঙ্গে মায়ের হাসির তুলনা টেনেছেন এখানে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
অনুষ্কা শর্মা : মাকে জড়িয়ে ধরে একটি ছবি পোস্ট করেছেন অনুষ্কা । সম্ভবত অনুষ্কার বিয়ের অনুষ্ঠান চলাকালীন তোলা সেই ছবি । ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "লাভ ইউ মা"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সোনম কাপুর : মা-কে খুবই মিস করছেন সোনম কাপুর । লকডাউনের কারণে দেখা হয়ে উঠছে না তাঁদের । এই মাদার্স ডে-তে মাকে জাপটে ধরতে চান সোনম । তবে সেই উপায় তো নেই । ভার্চুয়াল দুনিয়াই ভরসা ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সোহা আলি খান : 'মা হওয়া সহজ নয়, যদি হত তাহলে বাবারাই সেই কাজ করতে পারতেন', ডরথি গোল্ডেন গার্লসের এই উক্তি শেয়ার করে মা শর্মিলা ঠাকুরকে উইশ করেছেন সোহা আলি খান ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
অনুপম খের : অনুপম খেরের সঙ্গে তাঁর মা দুলারি খেরের সম্পর্কের রসায়নের কথা আলাদা করে বলে দিতে হবে না । সোশাল মিডিয়ার সৌজন্য়ে সে কথা সবাই জানেন । মাতৃ দিবসে ফের একবার মায়ের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করলেন অনুপম ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">