ETV Bharat / sitara

তিক্ত অভিজ্ঞতা নিয়ে কংগ্রেস ছাড়লেন উর্মিলা

এই বছরের 27 মার্চ কংগ্রেসে যোগদান করেছিলেন উর্মিলা মাতণ্ডকর। আর কয়েকমাসের মধ্যেই দল ছাড়লেন অভিনেত্রী।

Urmila Matondkar quits Congress
author img

By

Published : Sep 10, 2019, 5:02 PM IST

মুম্বই : কয়েকদিন আগেও কাশ্মীর থেকে 370 ধারা লোপ করার পদ্ধতি নিয়ে কড়া সমালোচনা করেছিলেন কংগ্রেসের উর্মিলা। তখনও আঁচ পাওয়া যায়নি যে, কংগ্রেস ছাড়ার পরিকল্পনা করছেন তিনি।

IANS-এর সৌজন্যে পাওয়া গেল উর্মিলার পদত্যাগ পত্র। সেখানে উর্মিলা লিখেছেন, "আমি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে পদত্যাগ করলাম। আমায় INC-তে কাজ করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।" 2019 সালের লোকসভা নির্বাচনে নর্থ মুম্বই থেকে ভোটে লড়েছিলেন তিনি। আর প্রায় পাঁচ লাখ ভোটে হেরেছিলেন BJP প্রার্থী গোপাল শেট্টির কাছে।

Urmila Matondkar quits Congress
উর্মিলার পদত্যাগ পত্র, সৌজন্যে IANS

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে উর্মিলা আরও বলেন, "দলের আভ্যন্তরীন রাজনৈতিক স্বার্থ আমায় একটা ঘুঁটি হিসেবে ব্যবহার করছিল। আমার রাজনৈতিক ও সামাজিক চেতনা কিছুতেই এই রাজনীতিকে সমর্থন করে না। মুম্বই কংগ্রেসের আরও বড় কিছুর জন্য লড়াই করা উচিত, নিজেদের উন্নত করা উচিত।"

Urmila Matondkar quits Congress
লোকসভা ভোটের প্রচারে উর্মিলা

তবে এরপর কোনও দলে যোগ দেবেন কিনা খোলসা করেননি উর্মিলা।

মুম্বই : কয়েকদিন আগেও কাশ্মীর থেকে 370 ধারা লোপ করার পদ্ধতি নিয়ে কড়া সমালোচনা করেছিলেন কংগ্রেসের উর্মিলা। তখনও আঁচ পাওয়া যায়নি যে, কংগ্রেস ছাড়ার পরিকল্পনা করছেন তিনি।

IANS-এর সৌজন্যে পাওয়া গেল উর্মিলার পদত্যাগ পত্র। সেখানে উর্মিলা লিখেছেন, "আমি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে পদত্যাগ করলাম। আমায় INC-তে কাজ করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।" 2019 সালের লোকসভা নির্বাচনে নর্থ মুম্বই থেকে ভোটে লড়েছিলেন তিনি। আর প্রায় পাঁচ লাখ ভোটে হেরেছিলেন BJP প্রার্থী গোপাল শেট্টির কাছে।

Urmila Matondkar quits Congress
উর্মিলার পদত্যাগ পত্র, সৌজন্যে IANS

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে উর্মিলা আরও বলেন, "দলের আভ্যন্তরীন রাজনৈতিক স্বার্থ আমায় একটা ঘুঁটি হিসেবে ব্যবহার করছিল। আমার রাজনৈতিক ও সামাজিক চেতনা কিছুতেই এই রাজনীতিকে সমর্থন করে না। মুম্বই কংগ্রেসের আরও বড় কিছুর জন্য লড়াই করা উচিত, নিজেদের উন্নত করা উচিত।"

Urmila Matondkar quits Congress
লোকসভা ভোটের প্রচারে উর্মিলা

তবে এরপর কোনও দলে যোগ দেবেন কিনা খোলসা করেননি উর্মিলা।

Intro:Body:

তিক্ত অভিজ্ঞতা নিয়ে কংগ্রেস ছাড়লেন উর্মিলা



এই বছরের 27 মার্চ কংগ্রেসে যোগদান করেছিলেন উর্মিলা মাতণ্ডকর। আর কয়েকমাসের মধ্যেই দল ছাড়লেন উর্মিলা।  



মুম্বই : কয়েকদিন আগেও কাশ্মীর থেকে 370 ধারা লোপ করার পদ্ধতি নিয়ে কড়া সমালোচনা করেছিলেন কংগ্রেসের উর্মিলা। তখনও আঁচ পাওয়া যায়নি যে, কংগ্রেস ছাড়ার পরিকল্পনা করছেন তিনি।



IANS-কে উর্মিলা বলেন, "আমি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে পদত্যাগ করেছি।" 2019 সালের লোকসভা নির্বাচনে নর্থ মুম্বই থেকে ভোটে লড়েছিলেন তিনি। আর প্রায় পাঁচ লাখ ভোটে হেরেছিলেন BJP প্রার্থী গোপাল শেট্টির কাছে।



এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে উর্মিলা আরও বলেন, "দলের আভ্যন্তরীন রাজনৈতিক স্বার্থ আমায় একটা ঘুঁটি হিসেবে ব্যবহার করছিল। আমার রাজনৈতিক ও সামাজিক চেতনা কিছুতেই এই রাজনীতিকে সমর্থন করে না। মুম্বই কংগ্রেসের আরও বড় কিছুর জন্য লড়াই করা উচিত, নিজেদের উন্নত করা উচিত।"



তবে এরপর কোনও দলে যোগ দেবেন কিনা খোলসা করেননি উর্মিলা।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.