ETV Bharat / sitara

অনাড়ম্বর ইদে সবাইকে শুভেচ্ছা বলিউড তারকাদের - bollywood actors extends eid wishes

অন্য বছরগুলির মতো এবছর ইদের আড়ম্বর নেই বললেই চলে । নেই কোনও উদ্দীপনাও । এবছর ঘরোয়া আমেজেই পালিত হচ্ছে ইদ । তাও সোশাল মিডিয়ায় সবাইকে পবিত্র ইদের শুভেচ্ছা জানিয়েছেন বলি তারকারা ।

dfg
dfg
author img

By

Published : May 25, 2020, 1:52 PM IST

মুম্বই : 2020 সালটা খুব একটা ভালোভাবে কাটাচ্ছেন না কেউই । তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ, সমস্যায় পড়েছেন সবাই । বছরের শুরুতেই দেশে থাবা বসায় কোরোনা । যার জেরে স্তব্ধ হয়ে যায় গোটা দেশ । কোরোনা সংক্রমণ ঠেকাতে মার্চের শেষ থেকে দেশজুড়ে জারি লকডাউন । যা চলছে এখনও । এই পরিস্থিতির মধ্যেই আবার ঘূর্ণিঝড় আমফানের দাপটে লন্ডভন্ড হয়ে যায় বাংলা ও ওড়িশার বেশ কিছু এলাকা । তবু এই চরম বিপর্যয়ের মধ্যেও উৎসব আসে তার নিজের নিয়মে । যেমন এসেছে ইদ । তবে অন্য বছরগুলির মতো এবছর এর আড়ম্বর নেই বললেই চলে । নেই কোনও উদ্দীপনাও । এবছর ঘরোয়া আমেজেই পালিত হচ্ছে ইদ । তাও সোশাল মিডিয়ায় সবাইকে পবিত্র ইদের শুভেচ্ছা জানিয়েছেন বলি তারকারা ।

গায়ে সাদা শাল জড়িয়ে হাসিহাসি মুখে একটি ছবি পোস্ট করেন অমিতাভ বচ্চন । সেখানে সবাইকে ইদের শুভেচ্ছা জানান তিনি । লেখেন, "সবাইকে ইদের শুভেচ্ছা । শান্তিময় এই পবিত্র দিনে সবার জন্য প্রার্থনা করি, সৌভ্রাতৃত্বের জন্য, সুস্বাস্থ্যের জন্য, বন্ধুত্ব ও প্রেমের জন্য । চিরদিন ভালোবাসা ও শান্তি ঝরে পড়ুক ।"

সবাইকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন অজয় দেবগনও ।

  • Eid Mubarak 🙏 Wishing everyone peace, prosperity, good health & safety.#StayHomeStaySafe

    — Ajay Devgn (@ajaydevgn) May 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবছর সবাইকে বাড়িতে থেকে ইদ পালন করার আর্জি জানিয়েছেন অনিল কাপুর । একটি সুন্দর ছবির মাধ্যমে সবাইকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি ।

ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করেন সোনম কাপুর । ছবির ওই সাজের মাধ্যমেই সবাইকে ইদের শুভেচ্ছা জানান তিনি ।

ইদের দিন ছেলেবেলার স্মৃতি স্মরণ করেছেন টুইঙ্কল খান্না । আজকের দিনে দিদিমার কথা খুবই মনে পড়ছে তাঁর । অন্যবছরের থেকে এবছর তাঁর কাছে ইদ একেবারেই আলাদা । কেমন যেন ফাঁকা ফাঁকা । কয়েকটি খাবারের ছবি পোস্ট করে সবাইকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি ।

  • We rarely made biryani on Eid. Our treat was always Nani’s delicious Kichda and decorated envelopes with our Eidi. This year, our hearts and our table have too many empty spaces without her to fill it all up. #eidmubarak pic.twitter.com/hX4FaQIl5G

    — Twinkle Khanna (@mrsfunnybones) May 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখনকার একটি ছবির সঙ্গে ছেলেবেলার ছবি কোলাজ করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন সারা আলি খান । আর এভাবেই সবাইকে ইদের শুভেচ্ছা জানান তিনি ।

সবাইকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন কার্তিক আরিয়ানও ।

মুম্বই : 2020 সালটা খুব একটা ভালোভাবে কাটাচ্ছেন না কেউই । তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ, সমস্যায় পড়েছেন সবাই । বছরের শুরুতেই দেশে থাবা বসায় কোরোনা । যার জেরে স্তব্ধ হয়ে যায় গোটা দেশ । কোরোনা সংক্রমণ ঠেকাতে মার্চের শেষ থেকে দেশজুড়ে জারি লকডাউন । যা চলছে এখনও । এই পরিস্থিতির মধ্যেই আবার ঘূর্ণিঝড় আমফানের দাপটে লন্ডভন্ড হয়ে যায় বাংলা ও ওড়িশার বেশ কিছু এলাকা । তবু এই চরম বিপর্যয়ের মধ্যেও উৎসব আসে তার নিজের নিয়মে । যেমন এসেছে ইদ । তবে অন্য বছরগুলির মতো এবছর এর আড়ম্বর নেই বললেই চলে । নেই কোনও উদ্দীপনাও । এবছর ঘরোয়া আমেজেই পালিত হচ্ছে ইদ । তাও সোশাল মিডিয়ায় সবাইকে পবিত্র ইদের শুভেচ্ছা জানিয়েছেন বলি তারকারা ।

গায়ে সাদা শাল জড়িয়ে হাসিহাসি মুখে একটি ছবি পোস্ট করেন অমিতাভ বচ্চন । সেখানে সবাইকে ইদের শুভেচ্ছা জানান তিনি । লেখেন, "সবাইকে ইদের শুভেচ্ছা । শান্তিময় এই পবিত্র দিনে সবার জন্য প্রার্থনা করি, সৌভ্রাতৃত্বের জন্য, সুস্বাস্থ্যের জন্য, বন্ধুত্ব ও প্রেমের জন্য । চিরদিন ভালোবাসা ও শান্তি ঝরে পড়ুক ।"

সবাইকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন অজয় দেবগনও ।

  • Eid Mubarak 🙏 Wishing everyone peace, prosperity, good health & safety.#StayHomeStaySafe

    — Ajay Devgn (@ajaydevgn) May 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবছর সবাইকে বাড়িতে থেকে ইদ পালন করার আর্জি জানিয়েছেন অনিল কাপুর । একটি সুন্দর ছবির মাধ্যমে সবাইকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি ।

ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করেন সোনম কাপুর । ছবির ওই সাজের মাধ্যমেই সবাইকে ইদের শুভেচ্ছা জানান তিনি ।

ইদের দিন ছেলেবেলার স্মৃতি স্মরণ করেছেন টুইঙ্কল খান্না । আজকের দিনে দিদিমার কথা খুবই মনে পড়ছে তাঁর । অন্যবছরের থেকে এবছর তাঁর কাছে ইদ একেবারেই আলাদা । কেমন যেন ফাঁকা ফাঁকা । কয়েকটি খাবারের ছবি পোস্ট করে সবাইকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি ।

  • We rarely made biryani on Eid. Our treat was always Nani’s delicious Kichda and decorated envelopes with our Eidi. This year, our hearts and our table have too many empty spaces without her to fill it all up. #eidmubarak pic.twitter.com/hX4FaQIl5G

    — Twinkle Khanna (@mrsfunnybones) May 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখনকার একটি ছবির সঙ্গে ছেলেবেলার ছবি কোলাজ করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন সারা আলি খান । আর এভাবেই সবাইকে ইদের শুভেচ্ছা জানান তিনি ।

সবাইকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন কার্তিক আরিয়ানও ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.