ETV Bharat / sitara

করোনা আক্রান্ত সিদ্ধান্ত চতুর্বেদী - সিদ্ধান্ত চতুর্বেদীর খবর

'গলি বয়' ছবির অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী করোনা পজি়টিভ ৷ এই খবরটি তিনি নিজেই শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ এখন হোম কোয়ারানটিনে রয়েছেন এই অভিনেতা ৷

latest news of Siddhant Chaturvedi
সিদ্ধান্ত চতুর্বেদী, ছবি সৌজন্য সোশাল মিডিয়া
author img

By

Published : Mar 14, 2021, 11:20 AM IST

মুম্বই, 14 মার্চ : করোনার কবলে এবার বলিউডের চকলেটি বয় সিদ্ধান্ত চতুর্বেদী ৷ আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত ছবি 'গলি বয়' তে অসাধারণ অভিনয় করতে দেখা গিয়েছিল সিদ্ধান্তকে ৷

করোনা আক্রান্ত হওয়ার কথা তিনি নিজেই সোশাল মিডিয়ায় জানিয়েছেন ৷ ভক্তদের উদ্দেশে জানিয়েছেন, তিনি সুস্থ আছেন ও হোম কোয়ারানটিনে রয়েছেন ৷

চলতি বছরেই পরপর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করতে দেখা যাবে সিদ্ধান্তকে ৷ যেমন- 'বান্টি অউর বাবলি','ফোন ভূত','ইউদ্ধ্র' ইত্যাদি ৷ যার মধ্যে কয়েকটি ছবির শুটিং শেষ হলেও কয়েকটির কাজ এখনও বাকি ৷ ইতিমধ্যেই অভিনেতার অসুস্থতার খবর সামনে এল ৷ এখন এটাই দেখার যে ছবিগুলি সঠিক সময় মুক্তি পায় কি না ৷

আরও পড়ুন, ফারহানের তুফানে বেসামাল ইন্টারনেট, উচ্ছ্বসিত সেলেবরা

তবে সিদ্ধান্ত একাই করোনার কবলে নয় ৷ তালিকায় রয়েছেন সঞ্জয় লীলা বনসলি সহ রণবীর কাপুর ও মনোজ বাজপেয়ীর মতো তাবড় তাবড় তারকারাও ৷ এদিকে দেশজুড়ে কোভিড ভ্যাক্সিন ড্রাইভও শুরু হয়ে গেছে জোরকদমে । তাই কোরোনায় আক্রান্ত হলেও সেই নিয়ে মানুষের চাপ কমেছে অনেকটা ।

মুম্বই, 14 মার্চ : করোনার কবলে এবার বলিউডের চকলেটি বয় সিদ্ধান্ত চতুর্বেদী ৷ আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত ছবি 'গলি বয়' তে অসাধারণ অভিনয় করতে দেখা গিয়েছিল সিদ্ধান্তকে ৷

করোনা আক্রান্ত হওয়ার কথা তিনি নিজেই সোশাল মিডিয়ায় জানিয়েছেন ৷ ভক্তদের উদ্দেশে জানিয়েছেন, তিনি সুস্থ আছেন ও হোম কোয়ারানটিনে রয়েছেন ৷

চলতি বছরেই পরপর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করতে দেখা যাবে সিদ্ধান্তকে ৷ যেমন- 'বান্টি অউর বাবলি','ফোন ভূত','ইউদ্ধ্র' ইত্যাদি ৷ যার মধ্যে কয়েকটি ছবির শুটিং শেষ হলেও কয়েকটির কাজ এখনও বাকি ৷ ইতিমধ্যেই অভিনেতার অসুস্থতার খবর সামনে এল ৷ এখন এটাই দেখার যে ছবিগুলি সঠিক সময় মুক্তি পায় কি না ৷

আরও পড়ুন, ফারহানের তুফানে বেসামাল ইন্টারনেট, উচ্ছ্বসিত সেলেবরা

তবে সিদ্ধান্ত একাই করোনার কবলে নয় ৷ তালিকায় রয়েছেন সঞ্জয় লীলা বনসলি সহ রণবীর কাপুর ও মনোজ বাজপেয়ীর মতো তাবড় তাবড় তারকারাও ৷ এদিকে দেশজুড়ে কোভিড ভ্যাক্সিন ড্রাইভও শুরু হয়ে গেছে জোরকদমে । তাই কোরোনায় আক্রান্ত হলেও সেই নিয়ে মানুষের চাপ কমেছে অনেকটা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.