ETV Bharat / sitara

করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন ফারহান আখতার

নিজের অভিজ্ঞতা সোশ্যল মিডিয়ায় ভাগ করে নিয়ে তিনি বলেন, "যাঁরা এখনও ভ্যাকসিন নেওয়ার জন্য অপেক্ষা করছেন, সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ হয়ে 2 থেকে 3 ঘণ্টা সময় লাগে ৷ তাই দয়া করে ধৈর্য ধরুন ৷ প্রয়োজনে সঙ্গে জল এবং কিছু খাবার রাখুন ৷ সাবধানে থাকুন ৷"

author img

By

Published : May 9, 2021, 9:29 AM IST

ফারহান আখতার
ফারহান আখতার

মুম্বই, 9মে : করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন বলিউড তারকা ফারহান আখতার ৷ শনিবার ফারহান তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে ভ্যাকসিন নেওয়ার খবর শেয়ার করেন ৷ সেই সঙ্গে বৃহৎমুম্বই মিউনিসিপাল কর্পোরেশন এবং মুম্বই পুলিশকে সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য ধন্যবাদ জানিয়েছেন ৷

তিনি টুইটে লিখেছেন, " অন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে আমি আজ করোনার প্রথম ডোজ নিলাম ৷ ধন্যবাদ @মাইবিএসি এবং @মুম্বইপুলিশ সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য ৷"

  • Got my first jab today via drive through at Andheri sports complex. Thank you to @mybmc & @MumbaiPolice for the streamlined system.
    To those waiting their turn, the process does take 2-3 hours (for now) so please be patient. Carry water & a snack, if need be. Stay safe. ✊🏽

    — Farhan Akhtar (@FarOutAkhtar) May 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নিজের অভিজ্ঞতা সোশ্যল মিডিয়ায় ভাগ করে নিয়ে তিনি বলেন, "যাঁরা এখনও ভ্যাকসিন নেওয়ার জন্য অপেক্ষা করছেন, সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ হয়ে 2 থেকে 3 ঘণ্টা সময় লাগে ৷ তাই দয়া করে ধৈর্য ধরুন ৷ প্রয়োজনে সঙ্গে জল এবং কিছু খাবার রাখুন ৷ সাবধানে থাকুন ৷"

মহারাষ্ট্রে করোনার প্রকোপ ক্রমেই বেড়ে চলেছে ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে যে 10টি রাজ্যে শুক্রবার 71.81% নতুন করোনা সংক্রমণ দেখা দিয়েছে তার মধ্যে মহারাষ্ট্র অন্যতম ৷ শুক্রবার রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছে 62,194 জন ৷ বর্তমানে মহারাষ্ট্রে মোট সক্রিয় রোগীর সংখ্যা 6,41,281 জন ৷

আরও পড়ুন : করোনা আক্রান্ত সস্ত্রীক জগন্নাথ বসু

মুম্বই, 9মে : করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন বলিউড তারকা ফারহান আখতার ৷ শনিবার ফারহান তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে ভ্যাকসিন নেওয়ার খবর শেয়ার করেন ৷ সেই সঙ্গে বৃহৎমুম্বই মিউনিসিপাল কর্পোরেশন এবং মুম্বই পুলিশকে সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য ধন্যবাদ জানিয়েছেন ৷

তিনি টুইটে লিখেছেন, " অন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে আমি আজ করোনার প্রথম ডোজ নিলাম ৷ ধন্যবাদ @মাইবিএসি এবং @মুম্বইপুলিশ সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য ৷"

  • Got my first jab today via drive through at Andheri sports complex. Thank you to @mybmc & @MumbaiPolice for the streamlined system.
    To those waiting their turn, the process does take 2-3 hours (for now) so please be patient. Carry water & a snack, if need be. Stay safe. ✊🏽

    — Farhan Akhtar (@FarOutAkhtar) May 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নিজের অভিজ্ঞতা সোশ্যল মিডিয়ায় ভাগ করে নিয়ে তিনি বলেন, "যাঁরা এখনও ভ্যাকসিন নেওয়ার জন্য অপেক্ষা করছেন, সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ হয়ে 2 থেকে 3 ঘণ্টা সময় লাগে ৷ তাই দয়া করে ধৈর্য ধরুন ৷ প্রয়োজনে সঙ্গে জল এবং কিছু খাবার রাখুন ৷ সাবধানে থাকুন ৷"

মহারাষ্ট্রে করোনার প্রকোপ ক্রমেই বেড়ে চলেছে ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে যে 10টি রাজ্যে শুক্রবার 71.81% নতুন করোনা সংক্রমণ দেখা দিয়েছে তার মধ্যে মহারাষ্ট্র অন্যতম ৷ শুক্রবার রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছে 62,194 জন ৷ বর্তমানে মহারাষ্ট্রে মোট সক্রিয় রোগীর সংখ্যা 6,41,281 জন ৷

আরও পড়ুন : করোনা আক্রান্ত সস্ত্রীক জগন্নাথ বসু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.