ETV Bharat / sitara

বিনয় তিওয়ারিকে কোয়ারানটিনে না রাখার আবেদন ফেরাল BMC - Patna IG letter

বিহারের SP বিনয় তিওয়ারিকে কোয়ারানটিনে না রাখার অনুরোধ করা হয়েছিল BMC-র কাছে । যদিও সেই আবেদন নাকচ করে দেয় BMC ।

োে্
োে্
author img

By

Published : Aug 5, 2020, 4:45 PM IST

মুম্বই : 2 অগাস্ট মুম্বইতে নামার সঙ্গে সঙ্গেই কোয়ারানটিনে পাঠানো হয় বিহারের SP বিনয় তিওয়ারিকে । তাঁকে কোয়ারানটিনে না রাখার জন্য অনুরোধ করা হয়েছিল বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের (BMC) কাছে । কিন্তু, সেই আবেদন নাকচ করে দেয় তারা । আজ টুইট করে একথা জানান বিহারের DGP গুপ্তেশ্বর পান্ডে ।

টুইটারে DGP লেখেন, "পটনা IG-র তরফে BMC চিফকে একটি চিঠি লেখা হয় । IPS বিনয় তিওয়ারিকে যাতে কোয়ারানটিনে না রাখা হয় সেই আবেদন জানানো হয় ওই চিঠিতে । যদিও তা নাকচ করে দিয়েছে BMC । পটনা পুলিশের কাছে ওই আবেদনের উত্তর দিয়ে একটি চিঠি পাঠায় তারা । এখন 14 দিন আমাদের SP বিনয় তিওয়ারিকে 14 দিন ঘরবন্দী হয়ে থাকতে হবে । BMC-র এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক !"

  • पटना IG ने BMC के चीफ़ को पत्र लिखकर IPSविनय तिवारी को कोरंटिन करने का विरोध करते हुए उनको मुक्त करने का अनुरोध किया था जिसको ठुकरा दिया गया है.BMC ने पत्र का जबाब भी पटना पुलिस को भेज दिया है.यानि हमारे SP विनय तिवारी अब 14 दिन तक वहीं क़ैद रहेंगे.BMCका यह फ़ैसला दुर्भाग्यपूर्ण! pic.twitter.com/ZHLfeZMGoo

    — IPS Gupteshwar Pandey (@ips_gupteshwar) August 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

25 জুলাই রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে বিহারের রাজীব নগর থানায় FIR দায়ের করেন সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং । সেই অভিযোগের পরই তদন্ত শুরু করে বিহার পুলিশ । মুম্বইতে পাঠানো হয় বিহার পুলিশের 4 সদস্যের একটি টিমকে । এরপর 2 অগাস্ট ওই টিমকে নেতৃত্ব দিতে বিমানে মুম্বই পৌঁছন বিনয় তিওয়ারি । সঙ্গে সঙ্গে তাঁকে 14 দিনের জন্য কোয়ারানটিনে পাঠানো হয় ।

BMC-র এই সিদ্ধান্তের সমালোচনা করেন বিহারের DGP । তাঁর অভিযোগ, মুম্বই নামার সঙ্গে সঙ্গেই জোর করে কোয়ারানটিনে পাঠানো হয় বিনয় তিওয়ারিকে । এমনকী, সুশান্তের মৃত্যুতে মহারাষ্ট্র পুলিশ তদন্তে বিহার পুলিশকে সহযোগিতা করছে না বলেও অভিযোগ তোলেন তিনি ।

যদিও সেই অভিযোগ অস্বীকার করেন মুম্বইয়ের পুলিশ কমিশনার পরম বীর সিং । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানিয়ে দেন, "তদন্তে সহযোগিতা না করার কোনও প্রশ্নই নেই । বিহার পুলিশের এই তদন্ত করার এক্তিয়ার আছে কি না তা আমরা খতিয়ে দেখছি । যদি থাকে তাহলে সেটা তাঁরা প্রমাণ করুন ।" এরপর বিনয় তিওয়ারিকে কোয়ারানটিনে না রাখার অনুরোধ করে পটনা IG-র তরফে BMC-র কাছে একটি চিঠি পাঠানো হয় । সেই আবেদন অবশ্য নাকচ করে দেয় BMC ।

মুম্বই : 2 অগাস্ট মুম্বইতে নামার সঙ্গে সঙ্গেই কোয়ারানটিনে পাঠানো হয় বিহারের SP বিনয় তিওয়ারিকে । তাঁকে কোয়ারানটিনে না রাখার জন্য অনুরোধ করা হয়েছিল বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের (BMC) কাছে । কিন্তু, সেই আবেদন নাকচ করে দেয় তারা । আজ টুইট করে একথা জানান বিহারের DGP গুপ্তেশ্বর পান্ডে ।

টুইটারে DGP লেখেন, "পটনা IG-র তরফে BMC চিফকে একটি চিঠি লেখা হয় । IPS বিনয় তিওয়ারিকে যাতে কোয়ারানটিনে না রাখা হয় সেই আবেদন জানানো হয় ওই চিঠিতে । যদিও তা নাকচ করে দিয়েছে BMC । পটনা পুলিশের কাছে ওই আবেদনের উত্তর দিয়ে একটি চিঠি পাঠায় তারা । এখন 14 দিন আমাদের SP বিনয় তিওয়ারিকে 14 দিন ঘরবন্দী হয়ে থাকতে হবে । BMC-র এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক !"

  • पटना IG ने BMC के चीफ़ को पत्र लिखकर IPSविनय तिवारी को कोरंटिन करने का विरोध करते हुए उनको मुक्त करने का अनुरोध किया था जिसको ठुकरा दिया गया है.BMC ने पत्र का जबाब भी पटना पुलिस को भेज दिया है.यानि हमारे SP विनय तिवारी अब 14 दिन तक वहीं क़ैद रहेंगे.BMCका यह फ़ैसला दुर्भाग्यपूर्ण! pic.twitter.com/ZHLfeZMGoo

    — IPS Gupteshwar Pandey (@ips_gupteshwar) August 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

25 জুলাই রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে বিহারের রাজীব নগর থানায় FIR দায়ের করেন সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং । সেই অভিযোগের পরই তদন্ত শুরু করে বিহার পুলিশ । মুম্বইতে পাঠানো হয় বিহার পুলিশের 4 সদস্যের একটি টিমকে । এরপর 2 অগাস্ট ওই টিমকে নেতৃত্ব দিতে বিমানে মুম্বই পৌঁছন বিনয় তিওয়ারি । সঙ্গে সঙ্গে তাঁকে 14 দিনের জন্য কোয়ারানটিনে পাঠানো হয় ।

BMC-র এই সিদ্ধান্তের সমালোচনা করেন বিহারের DGP । তাঁর অভিযোগ, মুম্বই নামার সঙ্গে সঙ্গেই জোর করে কোয়ারানটিনে পাঠানো হয় বিনয় তিওয়ারিকে । এমনকী, সুশান্তের মৃত্যুতে মহারাষ্ট্র পুলিশ তদন্তে বিহার পুলিশকে সহযোগিতা করছে না বলেও অভিযোগ তোলেন তিনি ।

যদিও সেই অভিযোগ অস্বীকার করেন মুম্বইয়ের পুলিশ কমিশনার পরম বীর সিং । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানিয়ে দেন, "তদন্তে সহযোগিতা না করার কোনও প্রশ্নই নেই । বিহার পুলিশের এই তদন্ত করার এক্তিয়ার আছে কি না তা আমরা খতিয়ে দেখছি । যদি থাকে তাহলে সেটা তাঁরা প্রমাণ করুন ।" এরপর বিনয় তিওয়ারিকে কোয়ারানটিনে না রাখার অনুরোধ করে পটনা IG-র তরফে BMC-র কাছে একটি চিঠি পাঠানো হয় । সেই আবেদন অবশ্য নাকচ করে দেয় BMC ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.