ETV Bharat / sitara

অবৈধ নির্মাণের অভিযোগ, কঙ্গনার বিরুদ্ধে নোটিশ জারি করল BMC - কঙ্গনা রানাওয়াতের খবর

কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে নোটিশ জারি করল BMC । অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, মুম্বইয়ের পালি হিলসে তিনি যে বিলাসবহুল অফিসটি তৈরি করেছেন সেটি নাকি অবৈধ ।

BMC issues notice to Kangana Ranaut
BMC issues notice to Kangana Ranaut
author img

By

Published : Sep 8, 2020, 12:08 PM IST

মুম্বই : মুম্বইকে 'পাক অধিকৃত কাশ্মীর' এবং 'তালিবান' বলার পর থেকে মহারাষ্ট্র সরকারের সঙ্গে কঙ্গনার চাপানউতর অব্যাহত । গতকাল নাকি BMC-র কিছু কর্মী জোর করে তাঁর প্রযোজনা সংস্থা 'মণিকর্ণিকা ফিল্মস'-এর অফিসে ঢুকে মাপজোক করা শুরু করে । আর আজ কঙ্গনার বিরুদ্ধে নোটিশ জারি BMC-র ।

কঙ্গনা নাকি তাঁর অফিসটি অবৈধ ভাবে তৈরি করেছেন । 48 কোটি টাকার বিলাসবহুল সেই অফিসে খুব তাড়াতাড়ি শুরু হত অভিনেত্রীর প্রযোজনা সংস্থা । কিন্তু, ঠিক করে শুরু করার আগেই আইনি জটিলতার মধ্যে পড়ল তাঁর স্বপ্নের 'মণিকর্ণিকা ফিল্মস' ।

354 ধারার অধীনে করা সেই নোটিশ অবৈধ নির্মাণের অভিযোগ তুলেছে কঙ্গনার বিরুদ্ধে । ভিডিয়োতে দেখুন, কঙ্গনার অফিসে BMC কর্মীদের হানা...

ভিডিয়ো..

এদিকে 9 সেপ্টেম্বর Y ক্যাটেগরির নিরাপত্তা নিয়ে মুম্বই ফিরছেন কঙ্গনা । ফিরেও তাঁকে বেশ কিছুদিন গৃহবন্দি অবস্থায় থাকতে হবে বলে শোনা গেছে সংবাদমাধ্যম সূত্রে । স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন পদ্মশ্রী প্রাপক কঙ্গনা ।

মুম্বই : মুম্বইকে 'পাক অধিকৃত কাশ্মীর' এবং 'তালিবান' বলার পর থেকে মহারাষ্ট্র সরকারের সঙ্গে কঙ্গনার চাপানউতর অব্যাহত । গতকাল নাকি BMC-র কিছু কর্মী জোর করে তাঁর প্রযোজনা সংস্থা 'মণিকর্ণিকা ফিল্মস'-এর অফিসে ঢুকে মাপজোক করা শুরু করে । আর আজ কঙ্গনার বিরুদ্ধে নোটিশ জারি BMC-র ।

কঙ্গনা নাকি তাঁর অফিসটি অবৈধ ভাবে তৈরি করেছেন । 48 কোটি টাকার বিলাসবহুল সেই অফিসে খুব তাড়াতাড়ি শুরু হত অভিনেত্রীর প্রযোজনা সংস্থা । কিন্তু, ঠিক করে শুরু করার আগেই আইনি জটিলতার মধ্যে পড়ল তাঁর স্বপ্নের 'মণিকর্ণিকা ফিল্মস' ।

354 ধারার অধীনে করা সেই নোটিশ অবৈধ নির্মাণের অভিযোগ তুলেছে কঙ্গনার বিরুদ্ধে । ভিডিয়োতে দেখুন, কঙ্গনার অফিসে BMC কর্মীদের হানা...

ভিডিয়ো..

এদিকে 9 সেপ্টেম্বর Y ক্যাটেগরির নিরাপত্তা নিয়ে মুম্বই ফিরছেন কঙ্গনা । ফিরেও তাঁকে বেশ কিছুদিন গৃহবন্দি অবস্থায় থাকতে হবে বলে শোনা গেছে সংবাদমাধ্যম সূত্রে । স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন পদ্মশ্রী প্রাপক কঙ্গনা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.