ETV Bharat / sitara

Birthday Special : সপ্রতিভ 'সিমরন'-এ মুগ্ধ বলিউড - kajol birthday today

1974 সালে আজকের দিনে মুম্বইতে জন্ম কাজলের । মাত্র 16 বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন তিনি । পদ্মশ্রী থেকে শুরু করে 6 টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড রয়েছে তাঁর ঝুলিতে । এক ঝলকে দেখে নেওয়া যাক তাঁর 46 বছরের যাত্রাটা ।

োে্
োে্
author img

By

Published : Aug 5, 2020, 5:05 AM IST

নব্বইয়ের দশকে বলিউডে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল । বলিউডে অভিষেকের পর একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন ভক্তদের । তাঁর ঝুলিতে রয়েছে পদ্মশ্রীসহ মোট 6 টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড । আজ 46 বছরে পা দিলেন অভিনেত্রী ।

মাত্র 16 বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন কাজল । প্রথম ছবি 'বেখুদি'। এই ছবি দর্শকদের পছন্দ না হলেও প্রশংসিত হয় কাজলের অভিনয় ।

zxc
কাজলের প্রথম ছবি 'বেখুদি'

1993 সালে তাঁর প্রথম জনপ্রিয় ছবি 'বাজ়িগর' । 1995 সালে মুক্তিপ্রাপ্ত 'করণ-অর্জুন' ও 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' সে সময়ের হিট ছবিগুলির মধ্যে অন্যতম ।

zxc
করণ জোহরের সঙ্গে কাজল

'কভি খুশি কভি গম'-এর পর অনেকদিন আর অনস্ক্রিনে দেখা যায়নি তাঁকে । তারপর 2006 সালে 'ফনা' ছবির মাধ্যমে আবার কামব্যাক করেন তিনি । সেখানে একজন অন্ধ মহিলার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে । এই ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও জিতে নেন তিনি ।

dxcv
'ফনা' ছবিতে আমিরের সঙ্গে কাজল

এক সময়ের হিট জুটিগুলির মধ্যে অন্যতম কাজল-শাহরুখ জুটি । 'বাজ়িগর' থেকে শুরু করে 'করণ-অর্জুন', 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে', 'কুছ কুছ হোতা হ্যায়', 'মাই নেম ইজ় খান' এই জুটির হিট ছবি ।

xzc
'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' ছবিতে শাহরুখ ও কাজল

তবে 2015 সালে মুক্তিপ্রাপ্ত 'দিলওয়ালে' হিট না হলেও, ছবিতে শাহরুখ-কাজলের কেমিস্ট্রি সবার নজর কেড়েছিল ।

zxc
'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' ছবিতে শাহরুখ ও কাজল

'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'-র 'রুক যা অ্যায় দিল দিওয়ানে' গানে কাজলকে ফেলে দেন শাহরুখ । এই গানের শুটিংয়ের সময় নায়িকা 'সিমরন'-কে ফেলে দেওয়ার কথা শাহরুখ জানলেও তা লোকানো হয়েছিল কাজলের থেকে । আসলে আদিত্য চোপড়া কাজলের চেহারায় আসা অরিজিনাল এক্সপ্রেশনকে ক্যামেরাবন্দী করতে চেয়েছিলেন ।

zxc
অজয়-কাজল

কাজল ও অজয় দেবগনের রোম্যান্স শুরু হয় 'গুন্ডারাজ'-র সেট থেকে । ক্যারিয়ারের শীর্ষে থাকার সময় অজয়কে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন কাজল । অনেকেই ভেবেছিলেন এই বিয়ে হয়তো বেশিদিন টিকবে না । কিন্তু, বর্তমানে তাঁদের জুটিকেই ভালোবাসার উদাহরণ হিসেবে ধরা হয় ।

zxc
'হেলিকপ্টার ইলা'-তে কাজল

2018-তে কাজলের জন্মদিনে মুক্তি পেয়েছিল 'হেলিকপ্টার ইলা'-র ট্রেলার । ছবিটি 7 সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল । ছবিতে কাজলকে এক সিঙ্গল মাদার ইলার চরিত্রে দেখা যায় ।

asd
'তানাজি' ছবিতে অজয়ের সঙ্গে কাজল

প্রায় 10 বছর পর এ বছর ফের অনস্ক্রিনে জুটি বাঁধতে দেখা যায় কাজল-অজয়কে । সৌজন্যে 'তানাজি : দা আনসাং ওয়ারিয়র'। ব্লকবাস্টার হয় এই ছবি । দাম্পত্যের পাশাপাশি অনস্ক্রিনেও হিট তাঁরা । আর এর মূল কারণ হল বন্ধুত্ব । একে অপরের প্রতি অগাধ ভরসা ও বিশ্বাস । এভাবেই একে অপরের উপর বিশ্বাস রেখে এগিয়ে চলুন তাঁরা । জন্মদিনে ETV ভারত সিতারার তরফে কাজলকে অনেক শুভেচ্ছা ।

নব্বইয়ের দশকে বলিউডে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল । বলিউডে অভিষেকের পর একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন ভক্তদের । তাঁর ঝুলিতে রয়েছে পদ্মশ্রীসহ মোট 6 টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড । আজ 46 বছরে পা দিলেন অভিনেত্রী ।

মাত্র 16 বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন কাজল । প্রথম ছবি 'বেখুদি'। এই ছবি দর্শকদের পছন্দ না হলেও প্রশংসিত হয় কাজলের অভিনয় ।

zxc
কাজলের প্রথম ছবি 'বেখুদি'

1993 সালে তাঁর প্রথম জনপ্রিয় ছবি 'বাজ়িগর' । 1995 সালে মুক্তিপ্রাপ্ত 'করণ-অর্জুন' ও 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' সে সময়ের হিট ছবিগুলির মধ্যে অন্যতম ।

zxc
করণ জোহরের সঙ্গে কাজল

'কভি খুশি কভি গম'-এর পর অনেকদিন আর অনস্ক্রিনে দেখা যায়নি তাঁকে । তারপর 2006 সালে 'ফনা' ছবির মাধ্যমে আবার কামব্যাক করেন তিনি । সেখানে একজন অন্ধ মহিলার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে । এই ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও জিতে নেন তিনি ।

dxcv
'ফনা' ছবিতে আমিরের সঙ্গে কাজল

এক সময়ের হিট জুটিগুলির মধ্যে অন্যতম কাজল-শাহরুখ জুটি । 'বাজ়িগর' থেকে শুরু করে 'করণ-অর্জুন', 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে', 'কুছ কুছ হোতা হ্যায়', 'মাই নেম ইজ় খান' এই জুটির হিট ছবি ।

xzc
'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' ছবিতে শাহরুখ ও কাজল

তবে 2015 সালে মুক্তিপ্রাপ্ত 'দিলওয়ালে' হিট না হলেও, ছবিতে শাহরুখ-কাজলের কেমিস্ট্রি সবার নজর কেড়েছিল ।

zxc
'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' ছবিতে শাহরুখ ও কাজল

'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'-র 'রুক যা অ্যায় দিল দিওয়ানে' গানে কাজলকে ফেলে দেন শাহরুখ । এই গানের শুটিংয়ের সময় নায়িকা 'সিমরন'-কে ফেলে দেওয়ার কথা শাহরুখ জানলেও তা লোকানো হয়েছিল কাজলের থেকে । আসলে আদিত্য চোপড়া কাজলের চেহারায় আসা অরিজিনাল এক্সপ্রেশনকে ক্যামেরাবন্দী করতে চেয়েছিলেন ।

zxc
অজয়-কাজল

কাজল ও অজয় দেবগনের রোম্যান্স শুরু হয় 'গুন্ডারাজ'-র সেট থেকে । ক্যারিয়ারের শীর্ষে থাকার সময় অজয়কে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন কাজল । অনেকেই ভেবেছিলেন এই বিয়ে হয়তো বেশিদিন টিকবে না । কিন্তু, বর্তমানে তাঁদের জুটিকেই ভালোবাসার উদাহরণ হিসেবে ধরা হয় ।

zxc
'হেলিকপ্টার ইলা'-তে কাজল

2018-তে কাজলের জন্মদিনে মুক্তি পেয়েছিল 'হেলিকপ্টার ইলা'-র ট্রেলার । ছবিটি 7 সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল । ছবিতে কাজলকে এক সিঙ্গল মাদার ইলার চরিত্রে দেখা যায় ।

asd
'তানাজি' ছবিতে অজয়ের সঙ্গে কাজল

প্রায় 10 বছর পর এ বছর ফের অনস্ক্রিনে জুটি বাঁধতে দেখা যায় কাজল-অজয়কে । সৌজন্যে 'তানাজি : দা আনসাং ওয়ারিয়র'। ব্লকবাস্টার হয় এই ছবি । দাম্পত্যের পাশাপাশি অনস্ক্রিনেও হিট তাঁরা । আর এর মূল কারণ হল বন্ধুত্ব । একে অপরের প্রতি অগাধ ভরসা ও বিশ্বাস । এভাবেই একে অপরের উপর বিশ্বাস রেখে এগিয়ে চলুন তাঁরা । জন্মদিনে ETV ভারত সিতারার তরফে কাজলকে অনেক শুভেচ্ছা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.