হায়দরাবাদ, 15 মার্চ : একের পর এক হিট ছবির জেরে এই মুহূর্তে সাফল্যের শিখরে রয়েছেন আলিয়া ৷ তাঁর অনবদ্য অভিনয় দিয়ে বারবার দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি ৷ প্রভাবশালী একটি পরিবার থেকে আসা সত্ত্বেও লড়াইটা কিন্তু মোটেই সহজ ছিল না তাঁর জন্য ৷ নিজেকে উজাড় করে দিয়ে তবেই নিজের জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন তিনি ৷
'হাইওয়ে' হোক, 'উড়তা পাঞ্জাব', 'রাজি' কিম্বা 'গালি বয়' আলিয়া প্রতিবারই মুগ্ধ করেছেন সিনেমাপ্রেমীদের ৷ স্বজনপোষণের লেভেল ছিল তাঁর গায়ে ৷ আলিয়া নিজেও স্বীকার করেছেন নেপোটিজম রয়েছে এই ইন্ডাস্ট্রিতে, কিন্তু তিনি এই বিষয়টি কখনও প্রচার করেন না ৷ আলিয়া এও বিশ্বাস করেন যে, একবার মাঠে নামলে দর্শকরা ঠিক বেছে নেবে আপনাকে ৷ তবে তার জন্য় দরকার পরিশ্রম ৷ কারণ ভাগ্য প্রতিবার সহায়ক হবে না ৷
শুরু থেকেই আলিয়া নিজের নৈপুণ্য, বহুমুখীতা এবং ক্রাফটকে প্রমাণ করেছেন ৷ ইমতিয়াজ আলির 'হাইওয়ে' ছবিতে বীরার চরিত্রেই নিজের দক্ষতার ছাপ রেখে এসেছিলেন তিনি ৷
বর্তমানে অবশ্য় নিজের সাম্প্রতিক ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-র জন্য প্রশংসা কুড়োচ্ছেন এই অভিনেত্রী ৷ তাঁর কাস্টিং নিয়ে যথেষ্ট সমালোচনা সহ্য করতে হয়েছিল সঞ্জয়লীলা বনশালিকে ৷ তবে পরিচালকের বিশ্বাসের মর্যাদা রেখেছেন আলিয়া ৷ তাঁর অভিনয় মুখ বন্ধ করে দিয়েছে সমালোচকদের ৷
এর আগে অভিষেক চৌবের 'উড়তা পঞ্জাব' ছবিতে একজন অভিবাসী শ্রমিকের চরিত্রেও যেভাবে নিজেকে ঢেলে দিয়েছিলেন আলিয়া ৷ দর্শকদের হাড় হিম করা কিছু মুহূর্তের দাঁড় করিয়ে রীতিমত হতবাক করে দিয়েছিলেন তিনি (alia bhatt best performances) ৷
জোয়া আখতারের 'গালি বয়'-এও নিজেকে প্রমাণ করতে একটুও খামতি রাখেননি আলিয়া ৷ মুক্তমনা মুসলিম তরুণী সাফিনা ফিরদৌসীর ভূমিকায় অভিনয় করে তিনি দেখিয়ে দিয়েছিলেন কঠিন পরিস্থিতিতেও একটি চরিত্রকে ফুটিয়ে তুলতে কতখানি সমর্থ তিনি ৷ 29 বছরে পা দেওয়া এই অভিনেত্রী এখন রীতিমত জনপ্রিয় বিজ্ঞাপনী ব্রান্ডগুলির কাছেও (Happy Birth Day Alia Bhatt) ৷ আগামীদিনেও এভাবেই ছকভাঙা কাজে সকলকে চমকে দিন তিনি, এটাই চাইবেন দর্শকরা ৷