ETV Bharat / sitara

করণের জন্য বার্গার ও মিল্কশেক বানালেন বিপাশা - বিপাশা বসু

লকডাউনের মধ্যে বাড়িতেই রয়েছেন বিপাশা । আর নিত্য নতুন পদ রান্না করছেন তিনি । সম্প্রতি করণের জন্য সোয়াবিন ও সুইট পটাটো বার্গার এবং আমের মিল্কশেক বানিয়েছিলেন তিনি । ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন রান্নার ছবিগুলি ।

sdf
sdf
author img

By

Published : May 19, 2020, 12:55 PM IST

মুম্বই : লকডাউনের মধ্যে জমিয়ে রান্না করছেন বিপাশা বসু । আর তা চেটেপুটে খাচ্ছেন করণ সিং গ্রোভার । সম্প্রতি স্বামীর জন্য বার্গার ও আমের মিল্কশেক বানিয়েছিলেন বিপাশা । যা দেখে আনন্দে ফেটে পড়েন করণ । সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন এই তারকা দম্পতি ।

লকডাউনের মধ্যে এখন গৃহবন্দী সবাই । হোম কোয়ারানটিনে রয়েছেন তারকারা । হাতে কোনও কাজ না থাকায় বাড়ির কাজে হাত লাগাচ্ছেন সবাই । কেউ ঘর পরিষ্কার করছেন, কেউ বাসন মাজছেন । তো কেউ জমিয়ে রান্না করছেন । আর সেই তালিকায় রয়েছেন বিপাশা ।

লকডাউনের মধ্যে বাড়িতেই রয়েছেন বিপাশা । আর নিত্য নতুন পদ রান্না করছেন তিনি । সম্প্রতি করণের জন্য সোয়াবিন ও সুইট পটাটো বার্গার এবং আমের মিল্কশেক বানিয়েছিলেন তিনি । ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন রান্নার ছবিগুলি ।

এদিকে এই ধরনের সুস্বাদু খাবার দেখে আনন্দে ফেটে পড়েন করণ । অবাক চোখে হাসি হাসি মুখে খাবারগুলি নিয়ে ছবি তোলেন তিনি । তারপর তা পোস্ট করেন সোশাল মিডিয়ায় । ছবির ক্যাপশনে লেখেন, "কেউ আমাকে আটকে রাখুন ! ধন্যবাদ বিপাশা...।"

2015 সালে করণের সঙ্গে বাঁধা পড়েন বিপাশা । কয়েকদিন আগেই ছিল তাঁদের বিবাহবার্ষিকী । ভার্চুয়ালি বন্ধুদের সঙ্গে দিনটি পালন করেন তাঁরা ।

এর আগে 'অ্যালোন' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল বিপাশা ও করণকে । এরপর 'আদাত' ছবিতে ফের একসঙ্গে জুটি বাঁধবেন তাঁরা ।

মুম্বই : লকডাউনের মধ্যে জমিয়ে রান্না করছেন বিপাশা বসু । আর তা চেটেপুটে খাচ্ছেন করণ সিং গ্রোভার । সম্প্রতি স্বামীর জন্য বার্গার ও আমের মিল্কশেক বানিয়েছিলেন বিপাশা । যা দেখে আনন্দে ফেটে পড়েন করণ । সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন এই তারকা দম্পতি ।

লকডাউনের মধ্যে এখন গৃহবন্দী সবাই । হোম কোয়ারানটিনে রয়েছেন তারকারা । হাতে কোনও কাজ না থাকায় বাড়ির কাজে হাত লাগাচ্ছেন সবাই । কেউ ঘর পরিষ্কার করছেন, কেউ বাসন মাজছেন । তো কেউ জমিয়ে রান্না করছেন । আর সেই তালিকায় রয়েছেন বিপাশা ।

লকডাউনের মধ্যে বাড়িতেই রয়েছেন বিপাশা । আর নিত্য নতুন পদ রান্না করছেন তিনি । সম্প্রতি করণের জন্য সোয়াবিন ও সুইট পটাটো বার্গার এবং আমের মিল্কশেক বানিয়েছিলেন তিনি । ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন রান্নার ছবিগুলি ।

এদিকে এই ধরনের সুস্বাদু খাবার দেখে আনন্দে ফেটে পড়েন করণ । অবাক চোখে হাসি হাসি মুখে খাবারগুলি নিয়ে ছবি তোলেন তিনি । তারপর তা পোস্ট করেন সোশাল মিডিয়ায় । ছবির ক্যাপশনে লেখেন, "কেউ আমাকে আটকে রাখুন ! ধন্যবাদ বিপাশা...।"

2015 সালে করণের সঙ্গে বাঁধা পড়েন বিপাশা । কয়েকদিন আগেই ছিল তাঁদের বিবাহবার্ষিকী । ভার্চুয়ালি বন্ধুদের সঙ্গে দিনটি পালন করেন তাঁরা ।

এর আগে 'অ্যালোন' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল বিপাশা ও করণকে । এরপর 'আদাত' ছবিতে ফের একসঙ্গে জুটি বাঁধবেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.