পটনা : মুম্বই বা নিউ ইয়র্ক নয় । ইমরান হাশমি ও সানি লিওনের বাড়ি নাকি উত্তর বিহারে । আবার তাঁদের নাকি 20 বছর বয়সি এক ছেলেও রয়েছে । আর সে নাকি বিহারের ধনরাজ মাহাত ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষে পড়েছে । তার অ্যাডমিট কার্ড অন্তত এই কথাই বলছে ।
বিষয়টি শুনে অবাক হয়েছেন অনেকেই । কথাটা অবশ্য অবাক হওয়ার মতোই । ভীম রাও আম্বেদকর বিহার বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে ধনরাজ মাহাত ডিগ্রি কলেজ । সেই কলেজেরই ছাত্র কুন্দন কুমার । এই মুহূর্তে ওই কলেজের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছে সে । সম্প্রতি পরীক্ষার অ্যাডমিট কার্ড হাতে পেয়েছে কুন্দন । আর তা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছে সে ।
কারণ তার অ্যাডমিট কার্ডে বাবার নামের জায়গায় লেখা রয়েছে ইমরান হাশমির নাম । আর মায়ের নামের জায়গাতে লেখা রয়েছে সানি লিওনের নাম ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রাম কৃষ্ণ ঠাকুর জানান, অ্যাডমিট কার্ডের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কীভাবে এই ধরনের ভুল হল তা খতিয়ে দেখা হবে । কে বা কারা এর সঙ্গে যুক্ত রয়েছে তা খুঁজে বের করার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে । এমনকী, লাইমলাইটে আসার জন্য কুন্দন নিজেই এই ধরনের কাজ করতে পারে বলেও অনুমান করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । তবে তদন্তের পরই এ বিষয়ে সঠিক পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে ।
এদিকে এই খবর প্রকাশ্যে আসার পর তা নিয়ে হাসিঠাট্টা করতে শুরু করে দিয়েছেন নেটিজ়েনরা । বাদ যাননি ইমরানও । টুইট করে তিনি লেখেন, "সত্যি বলছি ও আমার ছেলে নয় ।" যদিও এ নিয়ে এখনও পর্যন্ত মন্তব্যে করতে দেখা যায়নি সানিকে ।
তবে এটাই প্রথমবার নয় । এর আগে একাধিক কলেজের মেধাতালিকায় পড়ুয়াদের নামের জায়গাতে দেখা গিয়েছিল তারকাদের নাম । বেশ কয়েকটি কলেজের মেধাতালিকায় সানি লিওনের নাম লেখা ছিল । এছাড়াও নেহা কক্কর, মিয়া খলিফা সহ আরও অনেকের নামই জায়গা করে নিয়েছিল কলেজের মেধাতালিকায় ।