ETV Bharat / sitara

'দিল বেচারা'-র পুরো কাস্টকে জিজ্ঞাসাবাদ করবে বিহার পুলিশ - দিল বেচারা কাস্ট

সুশান্ত সিং রাজপুত মামলায় কোনও সূত্রকেই অবজ্ঞা করছে না মুম্বই ও বিহার পুলিশ । তদন্তের কিনারা করতে যা যা করা সম্ভব, সব রকমের চেষ্টা করছেন তারা । এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, সুশান্তের শেষ অভিনীত ছবি 'দিল বেচারা'-র কাস্টকেও জিজ্ঞাসাবাদ করবে বিহার পুলিশ ।

Dil bechara cast interrogation
Dil bechara cast interrogation
author img

By

Published : Aug 1, 2020, 1:14 PM IST

মুম্বই : 14 জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত । তারপর কেটে গেছে দেড় মাস । কিন্তু, এখনও সুশান্তকে চর্চার কোনও শেষ নেই । বরং দিনে দিনে আরও বাড়ছে জটিলতা । রহস্যের কিনারা করতে মাঠে নেমে পড়েছে মুম্বই ও বিহার পুলিশ । বাদ নেই ED-ও ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, 'দিল বেচারা' ছবির কাস্টকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে বিহার পুলিশ । ইতিমধ্যেই ছবির পরিচালক মুকেশ ছাবড়াকে ইন্টারোগেট করেছে পুলিশ । এবার একে একে বাকি ইউনিট মেম্বারদেরও প্রশ্ন করবে তারা ।

এদিকে সুশান্তের পরিবার অভিনেতার গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে FIR দায়ের করেছেন পটনায় । আর তারপর থেকেই মুম্বইয়ের মাটিতে এসে তদন্ত শুরু করেছে বিহার পুলিশ ।

সুশান্তের বোন শ্বেতাও সোশাল মিডিয়ার মাধ্যমে একটা ক্যাম্পেন শুরু করেছেন, জাস্টিসের দাবি জানিয়েছেন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে । দেখে নিন তাঁর পোস্ট...

মুম্বই : 14 জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত । তারপর কেটে গেছে দেড় মাস । কিন্তু, এখনও সুশান্তকে চর্চার কোনও শেষ নেই । বরং দিনে দিনে আরও বাড়ছে জটিলতা । রহস্যের কিনারা করতে মাঠে নেমে পড়েছে মুম্বই ও বিহার পুলিশ । বাদ নেই ED-ও ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, 'দিল বেচারা' ছবির কাস্টকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে বিহার পুলিশ । ইতিমধ্যেই ছবির পরিচালক মুকেশ ছাবড়াকে ইন্টারোগেট করেছে পুলিশ । এবার একে একে বাকি ইউনিট মেম্বারদেরও প্রশ্ন করবে তারা ।

এদিকে সুশান্তের পরিবার অভিনেতার গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে FIR দায়ের করেছেন পটনায় । আর তারপর থেকেই মুম্বইয়ের মাটিতে এসে তদন্ত শুরু করেছে বিহার পুলিশ ।

সুশান্তের বোন শ্বেতাও সোশাল মিডিয়ার মাধ্যমে একটা ক্যাম্পেন শুরু করেছেন, জাস্টিসের দাবি জানিয়েছেন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে । দেখে নিন তাঁর পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.