মুম্বই : সুশান্ত মামলায় রিয়া চক্রবর্তীর উপর মানুষের রোষ বাড়ছে দিন দিন । শুধু সুশান্তের অনুরাগীরা নয়, সেলেব্রিটি বা একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বও রিয়াকে আক্রমণ করতে ছাড়ছেন না । সম্প্রতি বিহারের মন্ত্রী মহেশ্বর হাজারি রিয়াকে 'বিষকন্যা' এবং 'সুপারি কিলার'-এর তকমা দিলেন ।
হাজারি বলেন, "সুশান্তের মৃত্যুটা কোনও আত্মহত্যা নয়, একটা হত্যা।" তিনি এও বলেন যে, "রিয়া শুধুমাত্র একজন সুপারি কিলার নয়, বিষকন্যার বলিউড ভার্শন । ও সুশান্তকে নিজের ভালোবাসার জালে ফেলে ওঁর হত্যা করেছে ।"
মহেশ্বর বলেন, "সুশান্তের কাছে যাওয়াটা রিয়ার ষড়যন্ত্র ছিল । আমি জানি না কতজন মানুষ নিজের অ্যাম্বিশন পূরণ করতে মৃত্যুকে আলিঙ্গন করে । এই ধরনের সুপারি কিলারদের যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি দেওয়া উচিত ।"
মুম্বই পুলিশের তদন্তে অখুশি মহেশ্বর । তাই বিহার পুলিশের সাহায্যে জোরদার ইনভেস্টিগেশন করার কথা বললেন মন্ত্রী । ইতিমধ্যেই বিহার পুলিশের একটা টিম মুম্বইয়ের মাটিতে গিয়ে তদন্ত শুরু করে দিয়েছে ।