পটনা : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে এবার CBI তদন্তের সুপারিশ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার । সম্প্রতি একটি সর্বভারতীয় টিভি চ্যানেলকে তিনি বলেন, "সুশান্তের বাবা কে কে সিং সম্মতি দেওয়ার পরই DGP-র সঙ্গে আমি কথা বলি । CBI তদন্ত সুপারিশের প্রক্রিয়া শুরু করার কথাও তাঁকে বলেছি ।"
14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পুলিশের বক্তব্য আত্মহত্যা করেছেন তিনি । যদিও কী কারণে তিনি আত্মহত্যা করলেন তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি । তা জানার চেষ্টা করছে মহারাষ্ট্র পুলিশ । এদিকে ঘটনার পর দেড় মাস কেটে গেলেও এখনও পর্যন্ত ধোঁয়াশা কাটেনি । এমনকী, মহারাষ্ট্র পুলিশের তদন্তের উপর ভরসা রাখতে পারছিলেন না সুশান্তের বাবা । সেই কারণেই 25 জুলাই বিহারের রাজীব নগর থানায় রিয়া চক্রবর্তী সহ আরও 6 জনের বিরুদ্ধে FIR দায়ের করেন তিনি ।
FIR দায়ের করার সঙ্গে সঙ্গেই তৎপর হয়ে তদন্ত শুরু করে বিহার পুলিশ । তদন্তের জন্য মুম্বইতে পাঠানো হয় বিহার পুলিশের 4 সদস্যের একটি টিমকে । এরপর 2 অগাস্ট ওই টিমকে নেতৃত্ব দিতে মুম্বই পৌঁছান বিহারের SP বিনয় তিওয়ারি । কিন্তু, মুম্বই নামার সঙ্গে সঙ্গেই 'জোর করে' BMC-র তরফে তাঁকে পাঠানো হয় কোয়ারানটিনে । এই ঘটনা মেনে নিতে পারেননি অনেকেই । এ নিয়ে প্রশ্নও তুলেছেন তারকা থেকে শুরু করে নেটিজ়েনদের একাংশ ।
এছাড়া এই তদন্তে মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধে সহযোগিতা না করার অভিযোগও তোলা হয়েছে বিহার পুলিশের তরফে । যদিও সেই অভিযোগ অস্বীকার করেন মুম্বইয়ের পুলিশ কমিশনার পরম বীর সিং । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানিয়ে দেন, "তদন্তে সহযোগিতা না করার কোনও প্রশ্নই নেই । বিহার পুলিশের এই তদন্ত করার এক্তিয়ার আছে কি না তা আমরা খতিয়ে দেখছি । যদি থাকে তাহলে সেটা তাঁরা প্রমাণ করুন ।"
এরই মধ্যে মহারাষ্ট্র পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন সুশান্তের বাবা । একটি ভিডিয়োতে তিনি বলেন, "25 ফেব্রুয়ারি বান্দ্রা পুলিশকে বলেছিলাম যে আমরা ছেলে সুশান্তের প্রাণ সংশয় রয়েছে । তাদের এর বিরুদ্ধে পদক্ষেপও করতে বলেছিলাম । কিন্তু, তখন তারা কোনও পদক্ষেপ করেনি । এরপর 14 জুন আমার ছেলের মৃত্যু হয় । তখন 25 ফেব্রুয়ারি যে সব ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলাম তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলি । কিন্তু, সুশান্তের মৃত্যুর পর 40 দিন কেটে গেলেও কোনও পদক্ষেপ করেনি পুলিশ । সেই কারণেই আমি পটনা যাই, আর FIR দায়ের করি । সঙ্গে সঙ্গে বিহার পুলিশ পদক্ষেপ করে । দোষীরা এখন পালানোর চেষ্টা করছে ।"
সূত্রের খবর, আজ সকালে নীতিশ কুমারকে ফোন করেন সুশান্তের বাবা । মুখ্যমন্ত্রীকেও CBI তদন্তের আর্জি জানান । তার পরেই বিহারের JDU সরকার CBI তদন্তের সুপারিশের সিদ্ধান্ত নেয় । এ প্রসঙ্গে নীতিশ কুমার বলেন, "আশাকরি খুব তাড়াতাড়ি CBI এই ঘটনার তদন্তভার গ্রহণ করবে ।"
নীতিশ কুমারের এই পদক্ষেপে খুশি BJP বিধায়ক ও সুশান্তের দাদা নীরজ কুমার বাবলু । মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "এবার সত্যিটা বেরিয়ে আসবে ।"