ETV Bharat / sitara

বিগ-বি'র চিঠি পেয়ে বাকরুদ্ধ 'বাধাই হো'-র পরিচালক - Badhai ho

সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পাওয়ায় আয়ুষ্মান খুরানা ও ভিকি কৌশলকে শুভেচ্ছা জানিয়েছিলেন বচ্চন দম্পতি । এবার 'বাধাই হো'-র পরিচালককে জাতীয় পুরস্কার পাওয়ায় নিজেদের স্টাইলে শুভেচ্ছা জানালেন তাঁরা ।

বিগ-বি
author img

By

Published : Aug 15, 2019, 10:02 AM IST

মুম্বই : পরিচালক অমিত শর্মার 'বাধাই হো' এবছর জিতে নিয়েছে দু'টো জাতীয় পুরস্কার । তাঁকে নিজেদের স্টাইলে শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন ।

নিজেদের হাতে লেখা চিঠি পাঠিয়ে অমিতকে শুভেচ্ছা জানালেন এই দম্পতি । চিঠিতে লিখলেন, "অমিত, বাধাই হো... বাধাই হো... বাধাই হো.."

চিঠি পেয়ে সোশাল মিডিয়ায় বিগ-বিকে ধন্যবাদ জানালেন পরিচালক ।

ইনস্টাগ্রামে চিঠিটির ছবি দিয়ে ক্যাপশনে অমিত লেখেন, "অমিতজি, আপনার লেখা চিঠি আমার কাছে পুরস্কারের সমান । ধন্যবাদ এবং ধন্যবাদ জয়া আন্টি ।"

বিগ-বি'র এই শুভেচ্ছা তাঁকে আরও পরিশ্রম করার অনুপ্রেরণা দেবে বলেই মনে করেন পরিচালক ।

তিনি আরও বলেন, "আমি বচ্চন সাহেবের অনেক বড় ভক্ত । তাঁর থেকে আবার বুকে পেয়ে আমি বাকরুদ্ধ । আমি এখনও জানি না তাঁকে কীভাবে ধন্যবাদ জানাব । এই ধরনের ব্যবহার আমাকে আরও কঠোর পরিশ্রম করে তাঁর থেকে পরের বুকে ও চিঠি পাওয়ার জন্য অনুপ্রেরণা জোগায় ।"

সেরা জনপ্রিয় ছবি হিসেবে ও সেরা সাপোর্টিং অভিনেত্রীর (সুরেখা সিক্রি) জন্য এবছর দু'টো জাতীয় পুরস্কার পেয়েছে 'বাধাই হো' ।

মুম্বই : পরিচালক অমিত শর্মার 'বাধাই হো' এবছর জিতে নিয়েছে দু'টো জাতীয় পুরস্কার । তাঁকে নিজেদের স্টাইলে শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন ।

নিজেদের হাতে লেখা চিঠি পাঠিয়ে অমিতকে শুভেচ্ছা জানালেন এই দম্পতি । চিঠিতে লিখলেন, "অমিত, বাধাই হো... বাধাই হো... বাধাই হো.."

চিঠি পেয়ে সোশাল মিডিয়ায় বিগ-বিকে ধন্যবাদ জানালেন পরিচালক ।

ইনস্টাগ্রামে চিঠিটির ছবি দিয়ে ক্যাপশনে অমিত লেখেন, "অমিতজি, আপনার লেখা চিঠি আমার কাছে পুরস্কারের সমান । ধন্যবাদ এবং ধন্যবাদ জয়া আন্টি ।"

বিগ-বি'র এই শুভেচ্ছা তাঁকে আরও পরিশ্রম করার অনুপ্রেরণা দেবে বলেই মনে করেন পরিচালক ।

তিনি আরও বলেন, "আমি বচ্চন সাহেবের অনেক বড় ভক্ত । তাঁর থেকে আবার বুকে পেয়ে আমি বাকরুদ্ধ । আমি এখনও জানি না তাঁকে কীভাবে ধন্যবাদ জানাব । এই ধরনের ব্যবহার আমাকে আরও কঠোর পরিশ্রম করে তাঁর থেকে পরের বুকে ও চিঠি পাওয়ার জন্য অনুপ্রেরণা জোগায় ।"

সেরা জনপ্রিয় ছবি হিসেবে ও সেরা সাপোর্টিং অভিনেত্রীর (সুরেখা সিক্রি) জন্য এবছর দু'টো জাতীয় পুরস্কার পেয়েছে 'বাধাই হো' ।

Intro:Body:

Amitabh Bachchan


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.