ETV Bharat / sitara

এই প্রথম পুরো পরিবারের সঙ্গে ফিল্ম দেখলেন অমিতাভ - অমিতাভ বচ্চনের খবর

এই প্রথম বার পুরো পরিবারের সঙ্গে একটি ফিল্ম দেখলেন অমিতাভ বচ্চন । কী ছবি বলুন তো ? এই মুহূর্তে 'গুলাবো সিতাবো' ছাড়া আর কী হতে পারে...

Amitabh bachchan watched a film with family
Amitabh bachchan watched a film with family
author img

By

Published : Jun 13, 2020, 5:35 PM IST

মুম্বই : 12 জুনের পর সিনেপ্রেমীদের প্রত্যেকের ওয়াচলিস্টেই জায়গা করে নিয়েছে বা নিতে চলেছে 'গুলাবো সিতাবো' । ব্যতিক্রম নন অমিতাভও । নিজে অভিনয় করেছেন বলে কি আর নিজে দেখবেন না ছবিটা ?

পুরো পরিবারের সঙ্গে 'গুলাবো সিতাবো' দেখে দারুণ আনন্দ পেয়েছেন অমিতাভ । আর এই প্রথমবারের জন্য । কারণ এই প্রথমবার তিনি পরিবারের সঙ্গে কোনও ফিল্ম দেখলেন ।

নিজের ব্লগে অমিতাভ লিখেছেন, "পুরো পরিবারের সঙ্গে একটা ফিল্ম দেখা দারুণ আনন্দের । এমন এক অভিজ্ঞতা যেটা আমার প্রথম হল । বাড়িতেই পুরো পরিবারের উপস্থিতিতে মুক্তি পেল আমার ছবি..ব্লেসড"

200 টি দেশে 15 টি ভিন্ন ভাষায় মুক্তি পেয়েছে 'গুলাবো সিতাবো' । মজার মোড়কে মানবিক গল্প । অমিতাভ যে এই বয়সে এসে নিজেকে এভাবে ভাঙতে পারেন কে জানত ? তাঁকে দেখে একবারের জন্য অমিতাভসুলভ কিছু খুঁজে পাওয়া যাবে না ।

Amitabh bachchan watched a film with family
.

অন্যদিকে তেমনই সাবলীল আয়ুষ্মান । তাঁর অভিনয়ও একইভাবে প্রশংসিত দর্শক ও সমালোচকদের দরবারে । সুজিত সরকার পরিচালিত এই ফিল্মের সৌজন্য একসঙ্গে ঘরে বসে একটা ফিল্ম তো দেখা হল বচ্চন পরিবারের !

মুম্বই : 12 জুনের পর সিনেপ্রেমীদের প্রত্যেকের ওয়াচলিস্টেই জায়গা করে নিয়েছে বা নিতে চলেছে 'গুলাবো সিতাবো' । ব্যতিক্রম নন অমিতাভও । নিজে অভিনয় করেছেন বলে কি আর নিজে দেখবেন না ছবিটা ?

পুরো পরিবারের সঙ্গে 'গুলাবো সিতাবো' দেখে দারুণ আনন্দ পেয়েছেন অমিতাভ । আর এই প্রথমবারের জন্য । কারণ এই প্রথমবার তিনি পরিবারের সঙ্গে কোনও ফিল্ম দেখলেন ।

নিজের ব্লগে অমিতাভ লিখেছেন, "পুরো পরিবারের সঙ্গে একটা ফিল্ম দেখা দারুণ আনন্দের । এমন এক অভিজ্ঞতা যেটা আমার প্রথম হল । বাড়িতেই পুরো পরিবারের উপস্থিতিতে মুক্তি পেল আমার ছবি..ব্লেসড"

200 টি দেশে 15 টি ভিন্ন ভাষায় মুক্তি পেয়েছে 'গুলাবো সিতাবো' । মজার মোড়কে মানবিক গল্প । অমিতাভ যে এই বয়সে এসে নিজেকে এভাবে ভাঙতে পারেন কে জানত ? তাঁকে দেখে একবারের জন্য অমিতাভসুলভ কিছু খুঁজে পাওয়া যাবে না ।

Amitabh bachchan watched a film with family
.

অন্যদিকে তেমনই সাবলীল আয়ুষ্মান । তাঁর অভিনয়ও একইভাবে প্রশংসিত দর্শক ও সমালোচকদের দরবারে । সুজিত সরকার পরিচালিত এই ফিল্মের সৌজন্য একসঙ্গে ঘরে বসে একটা ফিল্ম তো দেখা হল বচ্চন পরিবারের !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.