মুম্বই : মৃত্যুর পর নিজের অঙ্গ-প্রত্যঙ্গ দান করবেন অমিতাভ বচ্চন । মৃত্যুর পরেও কারও জীবনে আলো ফোটাবেন তিনি । মৃত্যুর পরেও তিনি কিছু মানুষের জীবনে অপরিহার্য হয়ে থাকবেন । হ্যাঁ, একজন প্রতিশ্রুতিবদ্ধ অর্গ্যান ডোনর অমিতাভ ।
সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন অমিতাভ । তাঁর নীল ব্লেজ়ারের উপর একটি সবুজ ফিতে লাগানো । দেখে হয়তো মনে হবে একটি ফ্যাশন স্টেটমেন্ট সেটি । কিন্তু, সেই ফিতের তাৎপর্য নিজেই বোঝালেন মিস্টার বচ্চন ।
ক্যাপশলে লিখলেন, "এই সবুজ ফিতের তাৎপর্য হল...আমি একজন প্রতিশ্রুতিবদ্ধ অর্গ্যান ডোনর । আরও একজনকে প্রাণ দেওয়ার জন্য বদ্ধপরিকর ।"
দেখে নিন অমিতাভের পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">