ETV Bharat / sitara

কোরোনা সচেতনতায় 'ফ্যামিলি' নিয়ে আসছে অমিতাভ-রজনীকান্তরা - coronavirus

কোরোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে একটি শর্ট ফিল্ম তৈরি করেছেন অমিতাভ বচ্চন, রজনীকান্ত, চিরঞ্জিবী, প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর কাপুর ও আলিয়া ভাটের মতো তারকারা । নাম 'ফ্যামিলি'। আজ রাত 9টায় সোনি নেটওয়ার্কে দেখানো হবে এই শর্টফিল্ম ।

cvb
fdfg
author img

By

Published : Apr 6, 2020, 10:00 AM IST

মুম্বই : কোরোনা আতঙ্ক থাবা বসিয়েছে গোটা দেশে । চলছে লকডাউন । প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা । এই পরিস্থিতির মধ্যে এগিয়ে এসেছেন অমিতাভ বচ্চন, রজনীকান্ত, চিরঞ্জিবী, প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর কাপুর ও আলিয়া ভাটের মতো তারকারা । কোরোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে একটি শর্ট ফিল্ম তৈরি করেছেন তাঁরা । নাম 'ফ্যামিলি'।

ছবিটি পরিচালনা করবেন প্রসূন পান্ডে । আর সেই কাজে তাঁকে সাহায্য করবেন অমিতাভ । কোরোনা মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া উচিত সেটাই তুলে ধরা হবে ছবিতে । এই পরিস্থিতির মধ্যে বাড়িতে পরিষ্কারভাবে থাকলে, প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হলে ও সামাজিক দূরত্ব বজায় রাখার মাধ্যমেই এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা সম্ভব । সোনি নেটওয়ার্কে আজ দেখানো হবে এই শর্টফিল্ম ।

কোরোনা আতঙ্কের জেরে বন্ধ শুটিং । এই অবস্থায় সবথেকে বেশি সমস্যায় পড়েছে ইন্ডাস্ট্রির জুনিয়র টেকনিশিয়নরা । এই কঠিন সময় তাঁদের পাশে দাঁড়িয়েছেন অমিতাভ । 'উই আর ওয়ান' নামে একটি ফান্ড তৈরি করেছেন তিনি । যৌথভাবে এই ফান্ডকে সমর্থন জানায় সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া ও কল্যাণ জুয়েলার্স । যার মাধ্যমে প্রতি মাসে ভারতীয় সিনেমা ও টেলিভিশন জগতের সঙ্গে যুক্ত জুনিয়র টেকনিশিয়নদের হাতে রেশন সামগ্রী তুলে দেওয়া হবে ।

এ প্রসঙ্গে সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ও CEO এন পি সিং বলেন, "এই কঠিন পরিস্থিতির মধ্যে সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া অমিতাভ বচ্চন ও কল্যাণ জুয়েলার্সের সঙ্গে যৌথভাবে কাজ করতে উদ্যোগী হয়েছে । একটি ফান্ড তৈরি করা হয়েছে । তার মাধ্যমে প্রতি মাসে ভারতীয় সিনেমা ও টেলিভিশন জগতের সঙ্গে যুক্ত অন্তত পক্ষে 50 হাজার জুনিয়র টেকনিশিয়ন ও তাঁদের পরিবারের হাতে রেশন সামগ্রী তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা ।"

মুম্বই : কোরোনা আতঙ্ক থাবা বসিয়েছে গোটা দেশে । চলছে লকডাউন । প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা । এই পরিস্থিতির মধ্যে এগিয়ে এসেছেন অমিতাভ বচ্চন, রজনীকান্ত, চিরঞ্জিবী, প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর কাপুর ও আলিয়া ভাটের মতো তারকারা । কোরোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে একটি শর্ট ফিল্ম তৈরি করেছেন তাঁরা । নাম 'ফ্যামিলি'।

ছবিটি পরিচালনা করবেন প্রসূন পান্ডে । আর সেই কাজে তাঁকে সাহায্য করবেন অমিতাভ । কোরোনা মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া উচিত সেটাই তুলে ধরা হবে ছবিতে । এই পরিস্থিতির মধ্যে বাড়িতে পরিষ্কারভাবে থাকলে, প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হলে ও সামাজিক দূরত্ব বজায় রাখার মাধ্যমেই এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা সম্ভব । সোনি নেটওয়ার্কে আজ দেখানো হবে এই শর্টফিল্ম ।

কোরোনা আতঙ্কের জেরে বন্ধ শুটিং । এই অবস্থায় সবথেকে বেশি সমস্যায় পড়েছে ইন্ডাস্ট্রির জুনিয়র টেকনিশিয়নরা । এই কঠিন সময় তাঁদের পাশে দাঁড়িয়েছেন অমিতাভ । 'উই আর ওয়ান' নামে একটি ফান্ড তৈরি করেছেন তিনি । যৌথভাবে এই ফান্ডকে সমর্থন জানায় সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া ও কল্যাণ জুয়েলার্স । যার মাধ্যমে প্রতি মাসে ভারতীয় সিনেমা ও টেলিভিশন জগতের সঙ্গে যুক্ত জুনিয়র টেকনিশিয়নদের হাতে রেশন সামগ্রী তুলে দেওয়া হবে ।

এ প্রসঙ্গে সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ও CEO এন পি সিং বলেন, "এই কঠিন পরিস্থিতির মধ্যে সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া অমিতাভ বচ্চন ও কল্যাণ জুয়েলার্সের সঙ্গে যৌথভাবে কাজ করতে উদ্যোগী হয়েছে । একটি ফান্ড তৈরি করা হয়েছে । তার মাধ্যমে প্রতি মাসে ভারতীয় সিনেমা ও টেলিভিশন জগতের সঙ্গে যুক্ত অন্তত পক্ষে 50 হাজার জুনিয়র টেকনিশিয়ন ও তাঁদের পরিবারের হাতে রেশন সামগ্রী তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.