মুম্বই : কোরোনার কবর খুঁড়তে এই 21 টা দিন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশবাসীর জন্য । এই সময়ে প্রধানমন্ত্রীর আদেশকে শিরোধার্য করার ডাক অমিতাভ বচ্চনের ।
সোশাল মিডিয়ায় একটি কবিতা শেয়ার করেছেন অমিতাভ বচ্চন । হিন্দিতে লেখা সেই কবিতার বক্তব্য, "হাত হ্য়ায় জোরতে বিনম্রতা সে আজ হাম, সুনে আদেশ প্রধানকা সদা তুম ঔর হম / ইয়ে বন্দিশ যো লগি হ্য়ায় জীবদায়ি বনেগি, 21 দিনোঁ কা সংকল্প নিশ্চিত কোরোনা দফনায়েগি"
-
T 3480 -
— Amitabh Bachchan (@SrBachchan) March 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
"हाथ हैं जोड़ते विनम्रता से आज हम ,
सुनें आदेश प्रधान का , सदा तुम और हम ;
ये बंदिश जो लगी है , जीवदायी बनेगी ,
21 दिनों का संकल्प निश्चित Corona दफ़नाएगी " !!!
~ अमिताभ बच्चन pic.twitter.com/Hq35etxSz0
">T 3480 -
— Amitabh Bachchan (@SrBachchan) March 24, 2020
"हाथ हैं जोड़ते विनम्रता से आज हम ,
सुनें आदेश प्रधान का , सदा तुम और हम ;
ये बंदिश जो लगी है , जीवदायी बनेगी ,
21 दिनों का संकल्प निश्चित Corona दफ़नाएगी " !!!
~ अमिताभ बच्चन pic.twitter.com/Hq35etxSz0T 3480 -
— Amitabh Bachchan (@SrBachchan) March 24, 2020
"हाथ हैं जोड़ते विनम्रता से आज हम ,
सुनें आदेश प्रधान का , सदा तुम और हम ;
ये बंदिश जो लगी है , जीवदायी बनेगी ,
21 दिनों का संकल्प निश्चित Corona दफ़नाएगी " !!!
~ अमिताभ बच्चन pic.twitter.com/Hq35etxSz0
কয়েকদিন আগে অমিতাভের এক কুসংস্কারাচ্ছন্ন পোস্ট নিয়ে বেশ সমালোচনা হয় সোশাল মিডিয়ায় । সেখানে তিনি লিখেছিলেন যে, অমাবস্যার অন্ধকারে কোরোনা আরও শক্তিশালী হয়ে ওঠে । শঙ্খের আওয়াজ ও হাততালিতে সেই শক্তির ক্ষয় হয় । পোস্টটি ঘিরে এত সমালোচনা হয় যে, বাধ্য় হয়ে তা ডিলিট করে দেন বিগ বি ।
তবে এবার অমিতাভের এই সুন্দর কবিতায় বেশ খুশি নেটিজেনরা । তাঁর পোস্ট উদ্বুদ্ধ করেছে সবাইকে, প্রমাণ পাওয়া যাচ্ছে কমেন্ট সেকশনে ।