ETV Bharat / sitara

কোরোনার প্রতিকারে হোমিওপ্যাথির ব্যবহার, মন্তব্য করে ট্রোলড অমিতাভ - অমিতাভ বচ্চনের খবর

কোরোনার প্রতিকারে হোমিওপ্যাথির ব্যবহার দেখতে চান অমিতাভ । বিগ বি-র এই মন্তব্যে সমালোচনা নেটিজেনদের ।

big b suggests that homeopathy can beat corona
big b suggests that homeopathy can beat corona
author img

By

Published : Apr 3, 2020, 11:09 PM IST

মুম্বই : নিজে হোমিওপ্যাথি থেকে অনেক উপকার পেয়েছেন । তাই কোরোনার মোকাবিলায় হোমিওপ্যাথির ব্যবহার দেখতে চান অমিতাভ । জানতে চান, হোমিওপ্যাথি ওষুধ কি এই ভাইরাস দমনে সক্ষম ? অমিতাভের এই মন্তব্যে সমালোচনা সোশাল মিডিয়ায় ।

বিগ-বি টুইটারে লিখেছেন, "নিজে হোমিওপ্যাথি থেকে উপকার পেয়েছি, তাই দেখতে চাই কোরোনাকে কাউন্টার করতে আয়ুষ মন্ত্রক কী করতে পারেন ? আশা করব, এই মহামারীকে আটকাতে সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষই প্রথম প্রতিষেধক আবিষ্কার করবে ।"

বিগ-বির এই টুইট খুব একটা পছন্দ হয়নি নেটিজেনদের । কেউ লিখেছেন, "আপনি সংক্রামিত হলে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করান । তাহলে পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠবে ।"

big b suggests that homeopathy can beat corona
.

আবার কেউ লিখেছেন, "আপনার মতে তো মাছিরাও কোরোনা ছড়াতে পারে ।", হ্যাঁ গত সপ্তাহে এরকমই একটা রিসার্চের কথা শেয়ার করেছিলেন বটে বিগ-বি ।

তবে কোনও কোনও ইউজ়ার আবার সহমত পোষণ করেছেন অমিতাভের সঙ্গে । লিখেছেন, "ভারতবর্ষ অবশ্যই এই রোগের প্রতিষেধক খুঁজে বেড় করবে স্যার । আয়ুষ মন্ত্রক দারুণ কাজ করছে এই কঠিন সময়ে ।"

দেখে নিন অমিতাভের পোস্ট...

  • T 3491 - As a beneficiary of homoeopathy I'm encouraged to see the efforts of the AYUSH Ministry to counter Corona.
    I pray that india leads the World in finding preventive & curative solutions for such epidemics.🙏🙏 pic.twitter.com/DRH42UGjFY

    — Amitabh Bachchan (@SrBachchan) April 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : নিজে হোমিওপ্যাথি থেকে অনেক উপকার পেয়েছেন । তাই কোরোনার মোকাবিলায় হোমিওপ্যাথির ব্যবহার দেখতে চান অমিতাভ । জানতে চান, হোমিওপ্যাথি ওষুধ কি এই ভাইরাস দমনে সক্ষম ? অমিতাভের এই মন্তব্যে সমালোচনা সোশাল মিডিয়ায় ।

বিগ-বি টুইটারে লিখেছেন, "নিজে হোমিওপ্যাথি থেকে উপকার পেয়েছি, তাই দেখতে চাই কোরোনাকে কাউন্টার করতে আয়ুষ মন্ত্রক কী করতে পারেন ? আশা করব, এই মহামারীকে আটকাতে সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষই প্রথম প্রতিষেধক আবিষ্কার করবে ।"

বিগ-বির এই টুইট খুব একটা পছন্দ হয়নি নেটিজেনদের । কেউ লিখেছেন, "আপনি সংক্রামিত হলে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করান । তাহলে পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠবে ।"

big b suggests that homeopathy can beat corona
.

আবার কেউ লিখেছেন, "আপনার মতে তো মাছিরাও কোরোনা ছড়াতে পারে ।", হ্যাঁ গত সপ্তাহে এরকমই একটা রিসার্চের কথা শেয়ার করেছিলেন বটে বিগ-বি ।

তবে কোনও কোনও ইউজ়ার আবার সহমত পোষণ করেছেন অমিতাভের সঙ্গে । লিখেছেন, "ভারতবর্ষ অবশ্যই এই রোগের প্রতিষেধক খুঁজে বেড় করবে স্যার । আয়ুষ মন্ত্রক দারুণ কাজ করছে এই কঠিন সময়ে ।"

দেখে নিন অমিতাভের পোস্ট...

  • T 3491 - As a beneficiary of homoeopathy I'm encouraged to see the efforts of the AYUSH Ministry to counter Corona.
    I pray that india leads the World in finding preventive & curative solutions for such epidemics.🙏🙏 pic.twitter.com/DRH42UGjFY

    — Amitabh Bachchan (@SrBachchan) April 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.