হায়দরাবাদ : ১৯৭১ সালে ইন্দো-পাক যুদ্ধের পরিপ্রেক্ষিতে তৈরি হচ্ছে 'ভূজ:দা প্রাইড অফ ইন্ডিয়া'। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অজয় দেবগন, সঞ্জয় দত্ত, রানা দগ্গুবতী, সোনাক্ষী সিনহা, পরিনীতি চোপড়া প্রমুখ।
স্কোয়ার্ডন লিডার বিজয় কার্নিকের ভূমিকায় অজয়। ছবির গল্প অনুযায়ী, যুদ্ধ চলাকালীন ভূজ এয়ারবেসের দায়িত্ব রয়েছেন তিনি। পাকিস্তানের তীব্র আক্রমণের মধ্যেও এই এয়ারবেস সচল ছিল বিজয়ের জন্য়ই।
ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পরিনীতি চোপড়া, যিনি হিনা রহমানের চরিত্রে অভিনয় করছেন। অন্য়দিকে সোনাক্ষী রয়েছেন এক সমাজ কর্মী সুন্দরবেন জেঠা মাধপার্য-র চরিত্রে।
-
Filming begins at Ramoji Film City in #Hyderabad today... #BhujThePrideOfIndia stars Ajay Devgn, Sanjay Dutt, Rana Daggubati, Sonakshi Sinha, Parineeti Chopra and Ammy Virk... Directed by Abhishek Dudhaiya... 14 Aug 2020 release. pic.twitter.com/DfRPk6ypQA
— taran adarsh (@taran_adarsh) June 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Filming begins at Ramoji Film City in #Hyderabad today... #BhujThePrideOfIndia stars Ajay Devgn, Sanjay Dutt, Rana Daggubati, Sonakshi Sinha, Parineeti Chopra and Ammy Virk... Directed by Abhishek Dudhaiya... 14 Aug 2020 release. pic.twitter.com/DfRPk6ypQA
— taran adarsh (@taran_adarsh) June 25, 2019Filming begins at Ramoji Film City in #Hyderabad today... #BhujThePrideOfIndia stars Ajay Devgn, Sanjay Dutt, Rana Daggubati, Sonakshi Sinha, Parineeti Chopra and Ammy Virk... Directed by Abhishek Dudhaiya... 14 Aug 2020 release. pic.twitter.com/DfRPk6ypQA
— taran adarsh (@taran_adarsh) June 25, 2019
আগামী বছর অর্থাৎ ২০২০ সালে স্বাধীনতা দিবসের প্রাক্কালে ১৪ অগাস্ট মুক্তি পাবে ছবিটি।