ETV Bharat / sitara

মাদক মামলায় ফের এনসিবি অফিসে ভারতী-হর্ষ - ভারতী সিংয়ের খবর

মাদক মামলায় ফের কমেডিয়ান ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে তলব করল এনসিবি অর্থাৎ নারকোটিক্স কন্ট্রোল বিওরো । এনসিবি-র অফিসে পৌঁছলেন দম্পতি ।

bharti singh NCB office
bharti singh NCB office
author img

By

Published : Dec 21, 2020, 4:37 PM IST

মুম্বই : মাদক মামলায় গ্রেপ্তার করা হয় কমেডিয়ান ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে । তবে দু'দিনের মধ্যে ব্যক্তিগত বন্ডে সই করে জামিন পেয়ে যান তাঁরা । আজ ফের এনসিবি অফিসে তলব করা হল দু'জনকে ।

ANI-এর তরফ থেকে টুইট করে জানানো হয়েছে খবরটি । দেখে নিন...

  • Comedian Bharti Singh and her husband Haarsh Limbachiyaa arrive at Narcotics Control Bureau (NCB) office Mumbai, in connection with the seizure of ganja from their residence.

    — ANI (@ANI) December 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

21 নভেম্বর ভারতী-হর্ষের বাড়ি থেকে 86.5 গ্রাম গাঁজা উদ্ধার করে এনসিবি । তারপর দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করার পর তাঁদের গ্রেপ্তার করা হয় । জিজ্ঞাসাবাদ করার সময় ভারতী নাকি গাঁজা নেওয়ার কথা স্বীকার করে নেন ।

এর ঠিক দু'দিন পর 23 নভেম্বর 15 হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান ভারতী আর হর্ষ । এর মধ্যে কাজেও ফিরেছেন ভারতী । 'দ্য কপিল শর্মা শো'-এর শুটিং শুরু করেছেন তিনি । আর আজই ফের তলব এনসিবি অফিসে ।

মুম্বই : মাদক মামলায় গ্রেপ্তার করা হয় কমেডিয়ান ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে । তবে দু'দিনের মধ্যে ব্যক্তিগত বন্ডে সই করে জামিন পেয়ে যান তাঁরা । আজ ফের এনসিবি অফিসে তলব করা হল দু'জনকে ।

ANI-এর তরফ থেকে টুইট করে জানানো হয়েছে খবরটি । দেখে নিন...

  • Comedian Bharti Singh and her husband Haarsh Limbachiyaa arrive at Narcotics Control Bureau (NCB) office Mumbai, in connection with the seizure of ganja from their residence.

    — ANI (@ANI) December 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

21 নভেম্বর ভারতী-হর্ষের বাড়ি থেকে 86.5 গ্রাম গাঁজা উদ্ধার করে এনসিবি । তারপর দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করার পর তাঁদের গ্রেপ্তার করা হয় । জিজ্ঞাসাবাদ করার সময় ভারতী নাকি গাঁজা নেওয়ার কথা স্বীকার করে নেন ।

এর ঠিক দু'দিন পর 23 নভেম্বর 15 হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান ভারতী আর হর্ষ । এর মধ্যে কাজেও ফিরেছেন ভারতী । 'দ্য কপিল শর্মা শো'-এর শুটিং শুরু করেছেন তিনি । আর আজই ফের তলব এনসিবি অফিসে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.