মুম্বই : আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা । মৃত্যু হয়েছে 86 জনের । এখনও বিদ্যুৎহীন হয়ে রয়েছে কিছু এলাকা । এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গকে সাহায্যের জন্য আবেদন জানালেন পরিচালক সুজিত সরকার ও অভিনেত্রী দিয়া মির্জা ।
গতকাল একটি টুইট করেন সুজিত । লেখেন, "বাংলার সহায়তা প্রয়োজন । কারণ প্রচুর বৃষ্টির জন্য সমুদ্র জলের সঙ্গে ভূগর্ভস্থ জল, পুকুরের জল মিলে মিশে একাকার হয়ে গিয়েছে । জলের জন্য হাহাকার করছেন বাসিন্দারা । নষ্ট হয়েছে চাষ । পুকুরে মাছ মরে যাচ্ছে । বেশ কিছু গ্রামে ঝড়ের দাপটে অনেকের বাড়ির চাল উড়ে গিয়েছে । ভেঙে পড়েছে দেওয়াল ।"
-
Because of heavy cyclonic rains Sea water got mixed with the ground water/pond water/ well water.. so no water and entire crop & soil is destroyed. Fish from the pond are dying. Roof and temporary walls blown away. Village after village. https://t.co/A4rol8VRIS
— Shoojit Sircar (@ShoojitSircar) May 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Because of heavy cyclonic rains Sea water got mixed with the ground water/pond water/ well water.. so no water and entire crop & soil is destroyed. Fish from the pond are dying. Roof and temporary walls blown away. Village after village. https://t.co/A4rol8VRIS
— Shoojit Sircar (@ShoojitSircar) May 25, 2020Because of heavy cyclonic rains Sea water got mixed with the ground water/pond water/ well water.. so no water and entire crop & soil is destroyed. Fish from the pond are dying. Roof and temporary walls blown away. Village after village. https://t.co/A4rol8VRIS
— Shoojit Sircar (@ShoojitSircar) May 25, 2020
বিধ্বংসী সুপার সাইক্লোন আমফানে বিপুল ক্ষতি হয়েছে পশ্চিমবঙ্গের । মারাত্মক প্রভাব পড়েছে কলকাতায় । এছাড়াও দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর-সহ বেশ কয়েকটি জায়গায় বাস্তুহারা মানুষ । রাজ্যের বিপর্যস্ত এলাকাগুলিতে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ পরিকাঠামোর পুনর্নিমাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে । বেশিরভাগ ক্ষেত্রে টেলিকম সংযোগ ফিরিয়ে দেওয়া হয়েছে । স্থানীয় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্কের ক্ষয়ক্ষতির ফলে বেশ কিছু অঞ্চলে বিদ্যুতের সম্পূর্ণ সরবরাহের উপর প্রভাব পড়েছে ।
সুজিতের পাশাপাশি পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তিত দিয়াও । টিভি শো 'গঙ্গা : দা সোল অফ ইন্ডিয়া'-র শুটিংয়ের জন্য বাংলায় গিয়েছিলেন তিনি । সেই সময় তোলা ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন । তার ক্যাপশনে লেখেন, "যারা আমাদের বাস্তুতন্ত্রকে ধ্বংসের ফলাফলকে গুরুত্ব দেয় না তাদের পদক্ষেপগুলি আমাদের জীবনকে দুর্বিসহ করে তোলে । জলবায়ু পরিবর্তনই আসল । শিশু, মহিলা সহ সবার জীবনেই ঘন ঘন জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তিনি আরও বলেন, "প্রবল বৃষ্টির ফলে সমুদ্রের জলস্তর বেড়ে গিয়েছে । আর সেই লবণাক্ত জল ঢুকে পড়ছে সুন্দরবন এলাকায় । যা মিশে যাচ্ছে এমনি জলের সঙ্গে । আর এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিক্ষেত্রও । জীবন, জীবিকা এবং স্বাস্থ্যের সঙ্গে গভীরভাবে সংযোগ রয়েছে স্বাস্থ্যকর প্রাকৃতিক বাস্তুতন্ত্রর ।"