ETV Bharat / sitara

জন্মদিনে অনুরাগীদের রিটার্ন গিফট প্রভাসের, প্রকাশ্যে 'রাধে শ্যাম'-এর মোশন পোস্টার - Pooja Hegde

প্রভাসের জন্মদিনে মুক্তি পেল তাঁর আপকামিং ছবি 'রাধে শ্যাম'-এর মোশন পোস্টার । ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে ।

ad
asd
author img

By

Published : Oct 23, 2020, 5:37 PM IST

মুম্বই : আজ 41 বছরে পা দিলেন প্রভাস । আর জন্মদিনেই অনুরাগীদের রিটার্ন গিফট দিলেন তিনি । সামনে এল তাঁর পরবর্তী ছবি 'রাধে শ্যাম'-এর মোশন পোস্টার । প্রভাসের পাশাপাশি সেই পোস্টার শেয়ার করেছেন ছবির নির্মাতারাও । এই ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে ।

ছেলেবেলার রূপকথার গল্পের আদলেই তৈরি করা হয়েছে এই মোশন পোস্টার । শুরুতে মেঘের মধ্যে থেকে বেরিয়ে আসে মুষ্ঠিবদ্ধ একটি হাত । ধীরে ধীরে খুলে যায় মুঠো । তার মধ্যেই দেখা যায় গাছ-পালা ও পাহাড় । এরপর জঙ্গলের মাঝে ধোঁয়া উড়িয়ে একটি ট্রেনকে যেতে দেখা যায় । তারপর ট্রেনের মধ্যে দেখা যায় কয়েকটি প্রাচীন জুটিকে । এক সময় যাদের ভালোবাসা ইতিহাস তৈরি করেছিল । সেখান থেকে বর্তমান যুগের বিক্রমাদিত্য ও প্রেরণার সঙ্গে পরিচয় করিয়ে দেন নির্মাতারা । আর এই চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে প্রভাস ও পূজাকে ।

এই পোস্টার ইনস্টাগ্রামে শেয়ার করেন প্রভাস । এর ক্যাপশনে লেখেন, "আপনাদের সবাইকে #রাধেশ্যামের এই রোম্যান্টিক যাত্রায় স্বাগত । #বিটসঅফরাধেশ্যাম" পোস্টার শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা অনুরাগীদের নজর কেড়ে নেয় । কমেন্ট বক্সে কমেন্ট করতে শুরু করেন সবাই ।

ইউরোপের ব্যাকড্রপে তৈরি করা হয়েছে এই ছবি । পরিচালনা করেছেন কে কে রাধা কৃষ্ণ কুমার । বিদেশের একাধিক জায়গায় ছবির শুটিং হয়েছে বলে জানা গিয়েছে । ছবিটি কবে মুক্তি পাবে তা এখনও জানাননি নির্মাতারা ।

মুম্বই : আজ 41 বছরে পা দিলেন প্রভাস । আর জন্মদিনেই অনুরাগীদের রিটার্ন গিফট দিলেন তিনি । সামনে এল তাঁর পরবর্তী ছবি 'রাধে শ্যাম'-এর মোশন পোস্টার । প্রভাসের পাশাপাশি সেই পোস্টার শেয়ার করেছেন ছবির নির্মাতারাও । এই ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে ।

ছেলেবেলার রূপকথার গল্পের আদলেই তৈরি করা হয়েছে এই মোশন পোস্টার । শুরুতে মেঘের মধ্যে থেকে বেরিয়ে আসে মুষ্ঠিবদ্ধ একটি হাত । ধীরে ধীরে খুলে যায় মুঠো । তার মধ্যেই দেখা যায় গাছ-পালা ও পাহাড় । এরপর জঙ্গলের মাঝে ধোঁয়া উড়িয়ে একটি ট্রেনকে যেতে দেখা যায় । তারপর ট্রেনের মধ্যে দেখা যায় কয়েকটি প্রাচীন জুটিকে । এক সময় যাদের ভালোবাসা ইতিহাস তৈরি করেছিল । সেখান থেকে বর্তমান যুগের বিক্রমাদিত্য ও প্রেরণার সঙ্গে পরিচয় করিয়ে দেন নির্মাতারা । আর এই চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে প্রভাস ও পূজাকে ।

এই পোস্টার ইনস্টাগ্রামে শেয়ার করেন প্রভাস । এর ক্যাপশনে লেখেন, "আপনাদের সবাইকে #রাধেশ্যামের এই রোম্যান্টিক যাত্রায় স্বাগত । #বিটসঅফরাধেশ্যাম" পোস্টার শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা অনুরাগীদের নজর কেড়ে নেয় । কমেন্ট বক্সে কমেন্ট করতে শুরু করেন সবাই ।

ইউরোপের ব্যাকড্রপে তৈরি করা হয়েছে এই ছবি । পরিচালনা করেছেন কে কে রাধা কৃষ্ণ কুমার । বিদেশের একাধিক জায়গায় ছবির শুটিং হয়েছে বলে জানা গিয়েছে । ছবিটি কবে মুক্তি পাবে তা এখনও জানাননি নির্মাতারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.