ETV Bharat / sitara

প্রকাশ্যে 'বালা'-র টিজ়ার, বোল্ড নয় বাল্ড লুকে আয়ুষ্মান - bold

'বালা' ছবির টিজ়ার সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা । টিজ়ারে বাল্ড লুকে দেখা গেল অভিনেতাকে ।

বালা
author img

By

Published : Aug 26, 2019, 11:30 PM IST

মুম্বই : মুক্তি পেল অভিনেতা আয়ুষ্মান খুরানার পরবর্তী ছবি 'বালা'-র টিজ়ার । টিজ়ারে "বাল্ড" লুকে দেখা গেল আয়ুষ্মানকে ।

টিজ়ারে বাইকে চেপে বলিউডের সুপারস্টার রাজেশ খান্না ও শাহরুখ খানের গান গাইলেন অভিনেতা । অমর কৌশিকের পরিচালনায় ছবিতে বালার চরিত্রে দেখা যাবে আয়ুষ্মানকে ।

টিজ়ারের শুরুতেই বাইক চালাতে দেখা যায় আয়ুষ্মানকে । সঙ্গে তিনি কিং খানের গান 'কোই না কোই চাহিয়ে প্যায়ার করনে ওয়ালা' গাইতে থাকেন তিনি । তবে তাঁর খুশি কিছুক্ষণই ছিল । তারপর মাথা থেকে টুপি উড়ে যেতেই তাঁর বাল্ড লুক সামনে এসে পড়ে । সঙ্গে সঙ্গে দুখিও হয়ে পড়েন তিনি । গানও পালটে যায় । শাহরুখের গান থামিয়ে রাজেশ খান্নার গান 'ইয়ে যো মহব্বত হ্যায়' গাইতে শুরু করেন আয়ুষ্মান ।

টিজ়ারটি শেয়ার করে আয়ুষ্মান ক্য়াপশনে লেখেন, "এখন বোল্ড নয়, বাল্ড করার সময় এসেছে ।" ছবিতে আয়ুষ্মান ছাড়াও রয়েছেন ইয়ামি গৌতম ও ভূমি পেদনেকর । 22 নভেম্বর মুক্তি পাবে 'বালা' ।

মুম্বই : মুক্তি পেল অভিনেতা আয়ুষ্মান খুরানার পরবর্তী ছবি 'বালা'-র টিজ়ার । টিজ়ারে "বাল্ড" লুকে দেখা গেল আয়ুষ্মানকে ।

টিজ়ারে বাইকে চেপে বলিউডের সুপারস্টার রাজেশ খান্না ও শাহরুখ খানের গান গাইলেন অভিনেতা । অমর কৌশিকের পরিচালনায় ছবিতে বালার চরিত্রে দেখা যাবে আয়ুষ্মানকে ।

টিজ়ারের শুরুতেই বাইক চালাতে দেখা যায় আয়ুষ্মানকে । সঙ্গে তিনি কিং খানের গান 'কোই না কোই চাহিয়ে প্যায়ার করনে ওয়ালা' গাইতে থাকেন তিনি । তবে তাঁর খুশি কিছুক্ষণই ছিল । তারপর মাথা থেকে টুপি উড়ে যেতেই তাঁর বাল্ড লুক সামনে এসে পড়ে । সঙ্গে সঙ্গে দুখিও হয়ে পড়েন তিনি । গানও পালটে যায় । শাহরুখের গান থামিয়ে রাজেশ খান্নার গান 'ইয়ে যো মহব্বত হ্যায়' গাইতে শুরু করেন আয়ুষ্মান ।

টিজ়ারটি শেয়ার করে আয়ুষ্মান ক্য়াপশনে লেখেন, "এখন বোল্ড নয়, বাল্ড করার সময় এসেছে ।" ছবিতে আয়ুষ্মান ছাড়াও রয়েছেন ইয়ামি গৌতম ও ভূমি পেদনেকর । 22 নভেম্বর মুক্তি পাবে 'বালা' ।

Intro:Body:

Bala Teaser out


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.