দেরাদুন : আপকামিং ছবি 'বধাই দো'-র শুটিং শুরু করলেন ভূমি পেদনেকর ও রাজকুমার রাও । দেরাদুনে আজ থেকেই শুরু হয়েছে এই ছবির শুটিং ।
ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন ভূমি । একটি ছবিতে 'বধাই দো' লেখা ক্ল্যাপবোর্ড হাতে নিয়ে রাজকুমারের সঙ্গে পোজ় দিতে দেখা গিয়েছে তাঁকে । আর অন্যটিতে পরিচালক হর্ষবর্ধন কুলকারনির সঙ্গে ক্যামেরায় পোজ় দিতে দেখা গিয়েছে তাঁদের ।
ছবির ক্যাপশনে ভূমি লেখেন, "আমাদের গল্প শুরু হয়ে গেল । এখানে রাজা ও রানি দু'জনেই রয়েছে । আপনাদের সঙ্গে শীঘ্রই আমাদের দেখা হবে । তখন গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে । আর তখন আমরা বলব #বধাইদো"। ভূমির পোস্ট করা সেই ছবি টুইটারে শেয়ার করেন ট্রেড অ্যানালিস্ট ও সিনেমা সমালোচক তরণ আদর্শ ।
-
RAJKUMMAR RAO - BHUMI PEDNEKAR... #BadhaaiDo - starring #RajkummarRao and #BhumiPednekar - commenced shoot today... Takes #BadhaaiHo franchise forward... Directed by Harshavardhan Kulkarni... Produced by Junglee Pictures. pic.twitter.com/jWICIcXv24
— taran adarsh (@taran_adarsh) January 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">RAJKUMMAR RAO - BHUMI PEDNEKAR... #BadhaaiDo - starring #RajkummarRao and #BhumiPednekar - commenced shoot today... Takes #BadhaaiHo franchise forward... Directed by Harshavardhan Kulkarni... Produced by Junglee Pictures. pic.twitter.com/jWICIcXv24
— taran adarsh (@taran_adarsh) January 5, 2021RAJKUMMAR RAO - BHUMI PEDNEKAR... #BadhaaiDo - starring #RajkummarRao and #BhumiPednekar - commenced shoot today... Takes #BadhaaiHo franchise forward... Directed by Harshavardhan Kulkarni... Produced by Junglee Pictures. pic.twitter.com/jWICIcXv24
— taran adarsh (@taran_adarsh) January 5, 2021
এই ছবির শুটিংয়ের জন্য 1 জানুয়ারি দেরাদুনে পাড়ি দিয়েছিলেন ভূমি । অবশেষে নতুন বছরের শুরুতেই আপকামিং ছবির শুটিং শুরু করলেন তিনি ।
আয়ুষ্মান খুরানা ও নীনা গুপ্ত অভিনীত 'বধাই হো'-র সিকুয়েল 'বধাই দো'। এই ছবিতে একজন পিটি শিক্ষিকার ভূমিকায় দেখা যাবে ভূমিকে । আর দিল্লির এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন রাজকুমার । মহিলা থানার মধ্যে তিনিই একজন পুরুষ পুলিশ অফিসার । ছবিটি প্রযোজনা করছে জঙ্গলি পিকচার্স ।