ETV Bharat / sitara

'বচ্চন পান্ডে'-র কাস্টে পঙ্কজ - পঙ্কজ ত্রিপাঠীর খবর

অক্ষয় কুমার, কৃতি স্যানন, আরশাদ ওয়ারসি ও জ্যাকলিন ফার্নান্ডেজ়ের ট্রুপে নাম লেখালেন পঙ্কজ ত্রিপাঠী । ভাবছেন কীসের ট্রুপ ? এঁরা প্রত্যেকে অভিনয় করবেন 'বচ্চন পান্ডে' ছবিতে ।

Pankaj tripathi in bachchan pandey
Pankaj tripathi in bachchan pandey
author img

By

Published : Dec 14, 2020, 1:20 PM IST

মুম্বই : 'বচ্চন পান্ডে'-র কাস্টে নতুন সংযোজন পঙ্কজ ত্রিপাঠী । এই প্রথম অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন পঙ্কজ । একজন সুপারস্টার আর একজন অসামান্য অভিনেতার কেমিস্ট্রি দেখার অপেক্ষায় সেলুলয়েড ।

ছবিতে অক্ষয়ের চরিত্রটি একজন গ্যাংস্টারের । তবে সে অভিনেতা হতে চায় । তার বন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরশাদ এবং কৃতি একজন জার্নালিস্ট । তবে পঙ্কজের চরিত্রটি কী ? না, সেটা জানা যায়নি এখনও ।

জানুয়ারিতে রাজস্থানের জয়সলমীরে ছবির বাকি কাস্টের সঙ্গে যোগ দেবেন পঙ্কজ । তার আগে এই ডিসেম্বরেই মুক্তি পাবে তাঁর বহু প্রতীক্ষীত ওয়েব সিরিজ় 'ক্রিমিনাল জাস্টিস'-এর সিজ়ন 2 'বিহাইন্ড দ্য ক্লোসড ডোরস' ।

অক্ষয়ের হাতেও এখন একের পর এক ছবি । 'সূর্যবংশী' তো মুক্তির অপেক্ষায় বসে রয়েছে । এদিকে 'বেল বটম', 'অতরঙ্গী রে', 'রক্ষাবন্ধন'-এর আরও ছবি রয়েছে সুপারস্টারের পাইপলাইনে ।

মুম্বই : 'বচ্চন পান্ডে'-র কাস্টে নতুন সংযোজন পঙ্কজ ত্রিপাঠী । এই প্রথম অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন পঙ্কজ । একজন সুপারস্টার আর একজন অসামান্য অভিনেতার কেমিস্ট্রি দেখার অপেক্ষায় সেলুলয়েড ।

ছবিতে অক্ষয়ের চরিত্রটি একজন গ্যাংস্টারের । তবে সে অভিনেতা হতে চায় । তার বন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরশাদ এবং কৃতি একজন জার্নালিস্ট । তবে পঙ্কজের চরিত্রটি কী ? না, সেটা জানা যায়নি এখনও ।

জানুয়ারিতে রাজস্থানের জয়সলমীরে ছবির বাকি কাস্টের সঙ্গে যোগ দেবেন পঙ্কজ । তার আগে এই ডিসেম্বরেই মুক্তি পাবে তাঁর বহু প্রতীক্ষীত ওয়েব সিরিজ় 'ক্রিমিনাল জাস্টিস'-এর সিজ়ন 2 'বিহাইন্ড দ্য ক্লোসড ডোরস' ।

অক্ষয়ের হাতেও এখন একের পর এক ছবি । 'সূর্যবংশী' তো মুক্তির অপেক্ষায় বসে রয়েছে । এদিকে 'বেল বটম', 'অতরঙ্গী রে', 'রক্ষাবন্ধন'-এর আরও ছবি রয়েছে সুপারস্টারের পাইপলাইনে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.