মুম্বই : JNU-তে দীপিকা পাড়ুকোনের যাওয়া নিয়ে তুমুল সমালোচনা হয় BJP মহলে । তবে নিজের একজন BJP সাংসদ হয়ে দীপিকার প্রতি নিজের ভালো লাগা প্রকাশ করলেন বাবুল ।
বাবুল বলেন, "আমি দীপিকা পাড়ুকোনের বড় ভক্ত । আমি আমার ছোটো মেয়ের নাম নয়না রেখেছি দীপিকার 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'-তে করা চরিত্র অনুসারে ।"
তিনি আরও বলেন, "যারা দীপিকার JNU-তে যাওয়া প্রসঙ্গে খারাপ কথা বলছেন, তাদের নিন্দা করছি আমি । কারণ, কখনই কোনও ফোরামে এই ধরনের শব্দ ব্যবহার করা উচিত নয় ।"
দীপিকাকে নিয়ে হওয়া ট্রোল ও মিমের সমালোচনা করেন বাবুল । তবে সঙ্গে এটাও বলেন, সবাইকে উপেক্ষা করে দীপিকা সেদিন যেই সমস্ত ছাত্রদের সঙ্গে দেখা করেছিলেন, তারা আজ সমস্যার মধ্যে পড়েছে, তাদের অপরাধী হিসেবে গণ্য করা হচ্ছে ।
সারা দেশ জুড়ে CAA ও NRC নিয়ে চলছে তুমুল বিরোধীতা । বিরোধী দলগুলোও মাঠে নেমে পড়েছে এই সব নতুন পদক্ষেপের বিরুদ্ধে । সেই প্রসঙ্গে বাবুল বললেন, "TMC, কংগ্রেস বা বামপন্থী দলগুলো রাজনৈতিক উদ্দেশ্যসাধনে CAA-র ভুল ব্যাখ্যা করছে ।"