ETV Bharat / sitara

আমার মতো পরামর্শদাতা চাই দীপিকার : বাবা রামদেব

দীপিকা পাড়ুকোনের JNU যাওয়া প্রসঙ্গে নিজের মত প্রকাশ করলেন বাবা রামদেব ।

Ramdev on Deepika Padukone
Ramdev on Deepika Padukone
author img

By

Published : Jan 14, 2020, 11:43 AM IST

Updated : Jan 14, 2020, 1:47 PM IST

মুম্বই : দীপিকা পাড়ুকোন JNU-তে পড়ুয়াদের পাশে দাঁড়ানোর পর থেকেই বিভিন্ন মহল বিভিন্ন প্রতিক্রিয়া দিতে শুরু করে । কেউ কেউ দীপিকার সমর্থনে দাঁড়ান তো কেউ বিরোধীতা করেন । যোগগুরু বাবা রামদেবও তাঁর মত প্রকাশ করলেন দীপিকার ব্যাপারে ।

দীপিকার উদ্দেশে যোগগুরু বলেন, তাঁর রামদেবের থেকে পরামর্শ নেওয়া উচিত ছিল । রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যাপারগুলোকে বুঝতে দীপিকাকে আরও অনেক পড়াশোনা করতে হবে, দেশকে বুঝতে হবে, মত রামদেবের । এরপর তিনি বলেন, "আমার মনে হয় দীপিকা পাড়ুকোনকে বাবা রামদেবের মতো একজন পরামর্শদাতা রাখতে হবে, যে এই সমস্ত বিষয়ে ওঁকে সঠিক পরামর্শ দিতে পারবে ।"

দেখে নিন ভিডিয়ো..

রামদেবের বক্তব্য..

অন্যদিকে মহারাষ্ট্র বিজেপি লিডার আশিস শেলার দীপিকার উদ্দেশে বলেন যে, দীপিকার মস্তানির মতো যোদ্ধার ভূমিকায় অভিনয় করা উচিত নয়, কারণ, রিয়েল লাইফে তাঁর পিছনে কোনও পরিচালক নেই ।

JNU পড়ুয়াদের পাশে দাঁড়ানোর পরই দীপিকার ছবি 'ছপাক'-কে বয়কট করার ডাক দেন বিজেপি নেতৃত্ব । অনেকেই ক্যানসেল করে দেন আগাম বুকিংয়ের টিকিট । অনেকেই আবার মনে করেন যে, এটা দীপিকার একটা পাবলিসিটি স্টান্ট ছিল ।

Ramdev on Deepika Padukone
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

'ছপাক' মুক্তি পেয়েছে 10 জানুয়ারি । এক মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে মেঘনা গুলজ়ারের এই ছবি । বক্স অফিসেও একটা ডিসেন্ট রেসপন্স পাচ্ছে 'ছপাক' ।

মুম্বই : দীপিকা পাড়ুকোন JNU-তে পড়ুয়াদের পাশে দাঁড়ানোর পর থেকেই বিভিন্ন মহল বিভিন্ন প্রতিক্রিয়া দিতে শুরু করে । কেউ কেউ দীপিকার সমর্থনে দাঁড়ান তো কেউ বিরোধীতা করেন । যোগগুরু বাবা রামদেবও তাঁর মত প্রকাশ করলেন দীপিকার ব্যাপারে ।

দীপিকার উদ্দেশে যোগগুরু বলেন, তাঁর রামদেবের থেকে পরামর্শ নেওয়া উচিত ছিল । রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যাপারগুলোকে বুঝতে দীপিকাকে আরও অনেক পড়াশোনা করতে হবে, দেশকে বুঝতে হবে, মত রামদেবের । এরপর তিনি বলেন, "আমার মনে হয় দীপিকা পাড়ুকোনকে বাবা রামদেবের মতো একজন পরামর্শদাতা রাখতে হবে, যে এই সমস্ত বিষয়ে ওঁকে সঠিক পরামর্শ দিতে পারবে ।"

দেখে নিন ভিডিয়ো..

রামদেবের বক্তব্য..

অন্যদিকে মহারাষ্ট্র বিজেপি লিডার আশিস শেলার দীপিকার উদ্দেশে বলেন যে, দীপিকার মস্তানির মতো যোদ্ধার ভূমিকায় অভিনয় করা উচিত নয়, কারণ, রিয়েল লাইফে তাঁর পিছনে কোনও পরিচালক নেই ।

JNU পড়ুয়াদের পাশে দাঁড়ানোর পরই দীপিকার ছবি 'ছপাক'-কে বয়কট করার ডাক দেন বিজেপি নেতৃত্ব । অনেকেই ক্যানসেল করে দেন আগাম বুকিংয়ের টিকিট । অনেকেই আবার মনে করেন যে, এটা দীপিকার একটা পাবলিসিটি স্টান্ট ছিল ।

Ramdev on Deepika Padukone
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

'ছপাক' মুক্তি পেয়েছে 10 জানুয়ারি । এক মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে মেঘনা গুলজ়ারের এই ছবি । বক্স অফিসেও একটা ডিসেন্ট রেসপন্স পাচ্ছে 'ছপাক' ।

Intro:Body:

ওর আমার মতো পরামর্শদাতা চাই : দীপিকার উদ্দেশে বাবা রামদেব



দীপিকা পাড়ুকোনের JNU যাওয়া প্রসঙ্গে নিজের মত প্রকাশ করলেন বাবা রামদেব ।



মুম্বই : দীপিকা পাড়ুকোন JNU-তে পড়ুয়াদের পাশে দাঁড়ানোর পর থেকেই বিভিন্ন মহল বিভিন্ন প্রতিক্রিয়া দিতে শুরু করে । কেউ কেউ দীপিকার সমর্থনে দাঁড়ান তো কেউ বিরোধীতা করেন । যোগগুরু বাবা রামদেবও তাঁর মত প্রকাশ করলেন দীপিকার ব্যাপারে ।



এক সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে যে, দীপিকার উদ্দেশে যোগগুরু বলেন, অভিনেত্রীর রামদেবের থেকে পরামর্শ নেওয়া উচিত ছিল । দীপিকাকে রাজনৈতিক ও সামাজিক ব্যাপারটা আরও ভালো করে বোঝার পরামর্শ দেন রামদেব । তিনি এটাও বলেন যে, দীপিকার সঙ্গে তাঁর মতো এক পরামর্শদাতা থাকা প্রয়োজন ।



অন্যদিকে মহারাষ্ট্র বিজেপি লিডার আশিস শেলার দীপিকার উদ্দেশে বলেন যে, দীপিকার মস্তানির মতো যোদ্ধার ভূমিকায় অভিনয় করা উচিত নয়, কারণ, রিয়েল লাইফে তাঁর পিছনে কোনও পরিচালক নেই ।



JNU পড়ুয়াদের পাশে দাঁড়ানোর পরই দীপিকার ছবি 'ছপাক'-কে বয়কট করার ডাক দেন বিজেপি নেতৃত্ব । অনেকেই ক্যানসেল করে দেন আগাম বুকিংয়ের টিকিট । অনেকেই আবার মনে করেন যে, এটা দীপিকার একটা পাবলিসিটি স্টান্ট ছিল ।



'ছপাক' মুক্তি পেয়েছে 10 জানুয়ারি । এক মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে মেঘনা গুলজ়ারের এই ছবি । বক্স অফিসেও একটা নাতিশীতোষ্ণ রেসপন্স পাচ্ছে 'ছপাক' ।




Conclusion:
Last Updated : Jan 14, 2020, 1:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.