মুম্বই : দীপিকা পাড়ুকোন JNU-তে পড়ুয়াদের পাশে দাঁড়ানোর পর থেকেই বিভিন্ন মহল বিভিন্ন প্রতিক্রিয়া দিতে শুরু করে । কেউ কেউ দীপিকার সমর্থনে দাঁড়ান তো কেউ বিরোধীতা করেন । যোগগুরু বাবা রামদেবও তাঁর মত প্রকাশ করলেন দীপিকার ব্যাপারে ।
দীপিকার উদ্দেশে যোগগুরু বলেন, তাঁর রামদেবের থেকে পরামর্শ নেওয়া উচিত ছিল । রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যাপারগুলোকে বুঝতে দীপিকাকে আরও অনেক পড়াশোনা করতে হবে, দেশকে বুঝতে হবে, মত রামদেবের । এরপর তিনি বলেন, "আমার মনে হয় দীপিকা পাড়ুকোনকে বাবা রামদেবের মতো একজন পরামর্শদাতা রাখতে হবে, যে এই সমস্ত বিষয়ে ওঁকে সঠিক পরামর্শ দিতে পারবে ।"
দেখে নিন ভিডিয়ো..
অন্যদিকে মহারাষ্ট্র বিজেপি লিডার আশিস শেলার দীপিকার উদ্দেশে বলেন যে, দীপিকার মস্তানির মতো যোদ্ধার ভূমিকায় অভিনয় করা উচিত নয়, কারণ, রিয়েল লাইফে তাঁর পিছনে কোনও পরিচালক নেই ।
JNU পড়ুয়াদের পাশে দাঁড়ানোর পরই দীপিকার ছবি 'ছপাক'-কে বয়কট করার ডাক দেন বিজেপি নেতৃত্ব । অনেকেই ক্যানসেল করে দেন আগাম বুকিংয়ের টিকিট । অনেকেই আবার মনে করেন যে, এটা দীপিকার একটা পাবলিসিটি স্টান্ট ছিল ।
'ছপাক' মুক্তি পেয়েছে 10 জানুয়ারি । এক মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে মেঘনা গুলজ়ারের এই ছবি । বক্স অফিসেও একটা ডিসেন্ট রেসপন্স পাচ্ছে 'ছপাক' ।