ETV Bharat / sitara

ISRO-র বিজ্ঞানীদের প্রশংসায় বি-টাউন - delhi

চন্দ্রযান ২-র সফল উৎক্ষেপণের জন্য উচ্ছ্বসিত গোটা দেশবাসী । সেই খুশির উচ্ছ্বাস নজরে এল বি-টাউনেও ।

ISRO-র বিজ্ঞানীদের প্রশংসায় বি-টাউন
author img

By

Published : Jul 23, 2019, 12:09 PM IST

Updated : Jul 23, 2019, 2:47 PM IST

দিল্লি : চাঁদে পাড়ি দেওয়ার জন্য চন্দ্রযান ২-র সফল উৎক্ষেপণের পর অভিনন্দনের ঝড় বইল সোশাল মিডিয়ায় । বলিউডের সেলিব্রিটিরাও ISRO-র বিজ্ঞানীদের এই সাফল্যর জন্য অভিনন্দন জানালেন ।

সফল উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্য়েই বি-টাউনের অনেকেই তাঁদের উত্তেজনা ও খুশি সোশাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেন ।

বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমার টুইটারে বিজ্ঞানীদের এই পরিশ্রমের প্রশংসা করলেন । পরবর্তী ছবি 'মিশন মঙ্গল'-এ একজন ISRO-বিজ্ঞানীর ভূমিকায় অভিনয় করছেন অক্ষয় । তিনি টুইট করেন, "ISRO আবারও একটি দুর্দান্ত কৃতিত্ব অর্জন করেছে । চন্দ্রযান ২-র সাফল্য নিশ্চিত করতে অগণিত দিন অতিবাহিত করেছে এমন দলকে অভিবাদন ।"

শাহরুখ খান তাঁর নিজস্ব স্টাইলে বিজ্ঞানীদের এই পরিশ্রমের প্রশংসা করেছেন । তিনি তাঁর একটি জনপ্রিয় গানের লাইন লিখে টুইট করেন, "চাঁদ তারে তোড় লায়ু, সারি দুনিয়া পর ম্যায় ছাঁয়ু ! এই কাজের জন্য ঘণ্টার পর ঘণ্টা কষ্ট করে গেছেন । যার জন্য সততা ও বিশ্বাস প্রয়োজন । চন্দ্রযান ২-র জন্য ISRO-র এই দলকে অভিনন্দন ।"

করণ জোহর টুইট করেন, "এই ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারায় আমরা সকলে নিজেদের ভাগ্যবান মনে করছি । ISRO-র এটি প্রথম মিশন যেখানে দু'জন মহিলা- #MuthyvaVanitha ও #RituKaridhal নেতৃত্ব দিয়েছেন । মহিলারা এখন বিশ্বজয় করছেন... অভিনন্দন টিম @ISRO"

অভিনেত্রী রবিনা ট্যান্ডন টুইট করেন, "চাঁদের সঙ্গে আমাদের রোম্যান্স চলতেই থাকবে । #Chandrayaan2theMoon অভিনন্দন @ISRO ও টিম ISRO আমাদের এরকম একটা ঐতিহাসিক মুহূর্ত দেওয়ার জন্য । এগিয়ে যাও বাহুবলী !! GODSPEED!"

এছাড়াও অনিল কাপুর, মধুর ভান্ডারকার, একতা কাপুর সহ আরও অনেকে সোশাল মিডিয়ায় দেশের এই অর্জনের জন্য ISRO-র প্রত্যেককে অভিনন্দন জানিয়েছেন ।

দিল্লি : চাঁদে পাড়ি দেওয়ার জন্য চন্দ্রযান ২-র সফল উৎক্ষেপণের পর অভিনন্দনের ঝড় বইল সোশাল মিডিয়ায় । বলিউডের সেলিব্রিটিরাও ISRO-র বিজ্ঞানীদের এই সাফল্যর জন্য অভিনন্দন জানালেন ।

সফল উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্য়েই বি-টাউনের অনেকেই তাঁদের উত্তেজনা ও খুশি সোশাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেন ।

বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমার টুইটারে বিজ্ঞানীদের এই পরিশ্রমের প্রশংসা করলেন । পরবর্তী ছবি 'মিশন মঙ্গল'-এ একজন ISRO-বিজ্ঞানীর ভূমিকায় অভিনয় করছেন অক্ষয় । তিনি টুইট করেন, "ISRO আবারও একটি দুর্দান্ত কৃতিত্ব অর্জন করেছে । চন্দ্রযান ২-র সাফল্য নিশ্চিত করতে অগণিত দিন অতিবাহিত করেছে এমন দলকে অভিবাদন ।"

শাহরুখ খান তাঁর নিজস্ব স্টাইলে বিজ্ঞানীদের এই পরিশ্রমের প্রশংসা করেছেন । তিনি তাঁর একটি জনপ্রিয় গানের লাইন লিখে টুইট করেন, "চাঁদ তারে তোড় লায়ু, সারি দুনিয়া পর ম্যায় ছাঁয়ু ! এই কাজের জন্য ঘণ্টার পর ঘণ্টা কষ্ট করে গেছেন । যার জন্য সততা ও বিশ্বাস প্রয়োজন । চন্দ্রযান ২-র জন্য ISRO-র এই দলকে অভিনন্দন ।"

করণ জোহর টুইট করেন, "এই ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারায় আমরা সকলে নিজেদের ভাগ্যবান মনে করছি । ISRO-র এটি প্রথম মিশন যেখানে দু'জন মহিলা- #MuthyvaVanitha ও #RituKaridhal নেতৃত্ব দিয়েছেন । মহিলারা এখন বিশ্বজয় করছেন... অভিনন্দন টিম @ISRO"

অভিনেত্রী রবিনা ট্যান্ডন টুইট করেন, "চাঁদের সঙ্গে আমাদের রোম্যান্স চলতেই থাকবে । #Chandrayaan2theMoon অভিনন্দন @ISRO ও টিম ISRO আমাদের এরকম একটা ঐতিহাসিক মুহূর্ত দেওয়ার জন্য । এগিয়ে যাও বাহুবলী !! GODSPEED!"

এছাড়াও অনিল কাপুর, মধুর ভান্ডারকার, একতা কাপুর সহ আরও অনেকে সোশাল মিডিয়ায় দেশের এই অর্জনের জন্য ISRO-র প্রত্যেককে অভিনন্দন জানিয়েছেন ।

Bengaluru (Karnataka), July 23 (ANI): BS Yeddyurappa and other BJP MLAs arrived at Vidhana Soudha, Bengaluru. HD Kumaraswamy government will face floor test in the Assembly today. Speaker K.R. Ramesh Kumar set 6 pm as the deadline to complete the voting on the confidence motion. The State Assembly has 225 members, including one nominated MLA. The halfway mark in the 225 member Assembly is 113.

Last Updated : Jul 23, 2019, 2:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.