ETV Bharat / sitara

লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে যাচ্ছে আয়ুষ্মানের 'আর্টিকেল ১৫' - Radhika

মুক্তির আগেই লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে যাচ্ছে আয়ুষ্মান খুরানা অভিনীত 'আর্টিকেল ১৫'।

ফোটো
author img

By

Published : May 10, 2019, 8:50 AM IST

লন্ডন : দশম লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল শুরু হতে আর কয়েকদিন। আর এই ফেস্টভালে ওপেনিং ছবি হিসেবে জায়গা করে নিল আয়ুষ্মান খুরানা অভিনীত 'আর্টিকেল ১৫'।

দক্ষিণ এশিয়ার অন্যতম ফেস্টিভাল হিসেবে আগেই স্বীকৃতি পেয়েছে লন্ডন ফিল্ম ফেস্টিভাল। বাগরি ফাউন্ডেশন ও ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের উদ্য়োগে দশবছর ধরে চলছে এই ফেস্টিভাল।

ছবিতে আয়ুষ্মান খুরানাকে পুলিশের চরিত্রে দেখা যাবে। এছাড়াও বিশেষ চরিত্রে থাকছেন অনুরাগ কাশ্যপ ও রাধিকা আপ্তে। 'আর্টিকাল ১৫'-এর পরিচালনার দায়িত্বে আছেন অনুভব সিনহা। ছবিতে জিশান আয়ুব. ইশা তালওয়ার, এন নাসের, মণোজ পাহওয়া, সায়নী গুপ্তাও আছেন।

ফিল্ম ফেস্টিভালের ডিরেক্টর ক্যারি রাজিন্দার বলেন,"10 বছর উপলক্ষ্যে আমরা ডায়নামিক একটা ওপেনিং হতে চলেছে।" জানা গেছে ফেস্টিভালের ক্লোজ়িং ছবি হতে চলেছে নওয়াজ়উদ্দিন সিদ্দিকি অভিনীত রিতেশ বাত্রা পরিচালিত ছবি 'ফোটোগ্রাফ'।

লন্ডন : দশম লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল শুরু হতে আর কয়েকদিন। আর এই ফেস্টভালে ওপেনিং ছবি হিসেবে জায়গা করে নিল আয়ুষ্মান খুরানা অভিনীত 'আর্টিকেল ১৫'।

দক্ষিণ এশিয়ার অন্যতম ফেস্টিভাল হিসেবে আগেই স্বীকৃতি পেয়েছে লন্ডন ফিল্ম ফেস্টিভাল। বাগরি ফাউন্ডেশন ও ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের উদ্য়োগে দশবছর ধরে চলছে এই ফেস্টিভাল।

ছবিতে আয়ুষ্মান খুরানাকে পুলিশের চরিত্রে দেখা যাবে। এছাড়াও বিশেষ চরিত্রে থাকছেন অনুরাগ কাশ্যপ ও রাধিকা আপ্তে। 'আর্টিকাল ১৫'-এর পরিচালনার দায়িত্বে আছেন অনুভব সিনহা। ছবিতে জিশান আয়ুব. ইশা তালওয়ার, এন নাসের, মণোজ পাহওয়া, সায়নী গুপ্তাও আছেন।

ফিল্ম ফেস্টিভালের ডিরেক্টর ক্যারি রাজিন্দার বলেন,"10 বছর উপলক্ষ্যে আমরা ডায়নামিক একটা ওপেনিং হতে চলেছে।" জানা গেছে ফেস্টিভালের ক্লোজ়িং ছবি হতে চলেছে নওয়াজ়উদ্দিন সিদ্দিকি অভিনীত রিতেশ বাত্রা পরিচালিত ছবি 'ফোটোগ্রাফ'।

Ayushmann Khurrana starrer 'Article 15' is set to get a world premiere at the tenth edition of the London Indian Film Festival.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.